সকল বিষয়

নিচের প্রশ্নগুলোর উত্তর দিনঃ
1.

'আভরণ' শব্দের অর্থ কি?

Created: 3 months ago | Updated: 6 days ago

'আভরণ' শব্দের অর্থ = অলংকার।

নিচের প্রশ্নগুলোর উত্তর দিনঃ
2.

নীলাম্বর' কোন সমাস?

Created: 3 months ago | Updated: 1 day ago

নীলাম্বর' = কর্মধারয় সমাস।

নিচের প্রশ্নগুলোর উত্তর দিনঃ
3.

রাজবন্দীর জবানবন্দী' কার ও কোন ধরনের রচনা?

Created: 3 months ago | Updated: 1 day ago

‘রাজবন্দীর জবানবন্দী’ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত একটি প্রবন্ধ।

বানান, শব্দযোগ ও বিন্যাস, ভাষারীতি ইত্যাদি শুদ্ধ করে নিচের বাক্যগুলো পুনরায় লিখুনঃ
4.

এসব লোকগুলোকে আমি চিনি।

Created: 3 months ago | Updated: 6 days ago

এসব লোকগুলোকে আমি চিনি।

= এসব লোক আমি চিনি।

বানান, শব্দযোগ ও বিন্যাস, ভাষারীতি ইত্যাদি শুদ্ধ করে নিচের বাক্যগুলো পুনরায় লিখুনঃ
5.

আমি অপমান হয়েছি।

Created: 3 months ago | Updated: 1 day ago

আমি অপমান হয়েছি। 

= আমি অপমানিত হয়েছি।

বানান, শব্দযোগ ও বিন্যাস, ভাষারীতি ইত্যাদি শুদ্ধ করে নিচের বাক্যগুলো পুনরায় লিখুনঃ
6.

ক্ষমা একটি মহান গুণ।

Created: 3 months ago | Updated: 1 day ago

ক্ষমা একটি মহান গুণ। 

= ক্ষমা একটি মহৎ গুণ।

সন্ধিবিচ্ছেদ করুন
7.

অন্বেষণ

Created: 3 months ago | Updated: 1 week ago

অন্বেষণ = অনু + এষণ

সন্ধিবিচ্ছেদ করুন
8.

প্রাতরাশ

Created: 3 months ago | Updated: 5 days ago

প্রাতরাশ = প্রাতঃ + আশ

সন্ধিবিচ্ছেদ করুন
9.

দ্যুলোক

Created: 3 months ago | Updated: 1 day ago

দ্যুলোক = দিব + লোক

এক কথায় প্রকাশ করুন:
10.

জয় করার ইচ্ছা

Created: 3 months ago | Updated: 6 days ago

জয় করার ইচ্ছা = জিগীষা

এক কথায় প্রকাশ করুন:
11.

ধনুকের ধ্বনি

Created: 3 months ago | Updated: 1 day ago

ধনুকের ধ্বনি = টঙ্কার

এক কথায় প্রকাশ করুন:
12.

যে নারীর হাসি সুন্দর

Created: 3 months ago | Updated: 6 days ago

যে নারীর হাসি সুন্দর = সুস্মিত

                                                                                            ‘উন্নয়ন ও উত্তরণ, আয়করের অর্জন'

রাষ্ট্র পরিচালনার জন্য রাজস্ব আয় আবশ্যক। জাতীয় রাজস্ব বোর্ড (NBR) প্রতি বছর সপ্তাহব্যাপী আয়কর মেলার আয়োজন করে। এবছরও এই মেলার আয়োজন করা হয়। আয়কর তথ্য অনুযায়ী বর্তমানে সারা দেশে ৩৫ লাখ মানুষের আয়কর সনাক্তকারী নম্বর রয়েছে। এদের মধ্যে আয়কর দাখিল করে ২০ লাখ লোক। আগামী ২ বছরে এই সংখ্যা বাড়িয়ে ৩৫ লাখ করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এবছর জাতীয় রাজস্ব বোর্ডকে ১ লাখ ৭১৯ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা দেয়া হয়েছে। বিদায়ী সংশোধিত বাজেটে এর পরিমাণ ছিল ৭৭ হাজার ৭৩৬ কোটি টাকা। এখন একটি রাষ্ট্রের সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য হ্রাসে জনগণের আয় কর প্রদান একটি গুরুত্বপূর্ণ বিষয়। যে দেশের টাকা জিডিপি অনুপাতে যত বেশি, সেই দেশ তত উন্নত। কাজেই আয়কর এর পরিমাণ বাড়ানোর জন্য এই জাতীয় রাজস্ব বোর্ড এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই করের আওতাবৃদ্ধির জন্য তাদের আরো ব্যাপকভাবে কার্যক্রম চালিয়ে যেতে হবে। কারণ সরকারের আয়ের প্রধান উৎস হলো জাতীয় রাজস্ব বোর্ড। এখন এই প্রতিষ্ঠানের আয়ের পরিমাণ যত বাড়বে সরকারের আয়ের পরিমাণও তত বাড়বে এবং দেশ উন্নত হতে থাকবে।

Frame sentences with the following expressions:
14.

Bag and baggage

Created: 3 months ago | Updated: 1 week ago

Bag and baggage (বহিষ্কৃত ব্যাক্তি সম্পর্কে) তল্পিতল্পাসহ) = He went out from the village bag are baggage.

Frame sentences with the following expressions:
15.

Pretty penny

Created: 3 months ago | Updated: 1 day ago

Pretty penny (অত্যন্ত ব্যয় বহুল ) = This project will cost a pretty penny.

Frame sentences with the following expressions:
16.

Out of date

Created: 3 months ago | Updated: 1 week ago

Out of date ( অপ্রচলিত; সেকেলে) = The cloth you have worm is out of date.

Frame sentences with the following expressions:
17.

Nip in the bud

Created: 3 months ago | Updated: 6 days ago

Nip in the bud (অঙ্কুরে বিনষ্ট করা) = The young boy has gone astray because he was nipped in the bud.

Frame sentences with the following expressions:
18.

Maiden speech

Created: 3 months ago | Updated: 1 day ago

Maiden speech (পার্লামেন্টে নবাগত সদস্যের প্রথম ভাষণ) = The maiden speech delivered by the Omor Faruk astonished everyone.

Fill in the blanks with appropriate word:
19.

We should abstain--smoking.

Created: 3 months ago | Updated: 1 week ago

We should abstain from smoking.

Fill in the blanks with appropriate word:
20.

'Hamlet' is written by..........

Created: 3 months ago | Updated: 6 days ago

'Hamlet' is written by William Shakespeare.

Fill in the blanks with appropriate word:
21.

The leader arrived--a decision at last.

Created: 3 months ago | Updated: 1 week ago

The leader arrived at a decision at last.

Fill in the blanks with appropriate word:
22.

The verb of the word `sale' is--?

Created: 3 months ago | Updated: 1 day ago

The verb of the word `sale' is sell.

Fill in the blanks with appropriate word:
23.

A person who writes dictionary is known as --.

Created: 3 months ago | Updated: 6 days ago

A person who writes dictionary is known as lexicographer.

Change the Sentences as directed:
24.

He annoyed me. (Passive voice)

Created: 3 months ago | Updated: 6 days ago

He annoyed me. (Passive voice)

 =I was annoyed with him.

Change the Sentences as directed:
25.

He is poor but honest. (Simple sentence)

Created: 3 months ago | Updated: 1 day ago

He is poor but honest. (Simple sentence)

= Despite his poorness, he is honest.

Created: 3 months ago | Updated: 1 day ago

The Padma is a very big river. (Exclamatory sentence)

= How big river the Padma is!

Change the Sentences as directed:
27.

Who will do the work? (Passive voice)

Created: 3 months ago | Updated: 1 day ago

Who will do the work? (Passive voice)

= By whom will the work be done?

Created: 3 months ago | Updated: 1 day ago

Mamun said, "What a fool I am"? (Indirect speech)

= Mamun exclaimed with sorrow that he was a great fool.

Created: 3 months ago | Updated: 1 day ago

                                                                                                             "Vision 2021"

By 2021, after 50 years of independence, our goal is to be a middle-income country with peace, prosperity and dignity. To achieve the middle-income status of the nation, the government of Bangladesh has taken a numbers of initiatives. The government of Bangladesh has set some goals to achieve this vision. Some of them are as follows: 

  • To become a participatory democracy. 
  • To have an efficient, accountable, transparent and decentralized system of governance. 
  • To become a poverty free middle-income country. 
  • To have a nation of healthy citizens. 
  • To develop a skilled and creative human resources. 
  • To be environmentally sustainable. 
  • To be a more inclusive and equitable society. 

As Bangladesh is going to celebrate its 50 years of independence in the year 2021, the outlined objectives are needed to achieve for the vision by 2021.

গহনার ওজন = ৩২ গ্রাম

গহনায় সোনার পরিমাণ = (×)= গ্রাম

গহনায় তামার পরিমাণ =৩২-২৪=৮ গ্রাম

ধরি, গহনায় ক গ্রাম সোনা মিশাতে হবে। 

প্রশ্নমতে, += =+=  = -=

উত্তর: ৮ গ্রাম সোনা মিশাতে হবে।

মনে করি, আয়তাকার কক্ষের দৈর্ঘ্য = x মিটার এবং প্রস্থ = y মিটার

আয়তাকার কক্ষের ক্ষেত্রফল= xy বর্গমিটার

১ম শর্তমতে, xy=192……………..(i)

2য় শর্তমতে,  (x-4)(y+4) = 192

=xy+4x-4y-16=192

=192+4x-4y-16=192

=4x-4y=16

=x-y=164

x-y=4...............(ii) we know, (x+y)2=(x-y)2+4xy =16+(4×192)=784 x+y = 28..................(iii) (ii) +(iii) =x-y=4x+y=282x=32 =x=16 again, (iii)-(ii) =x+y=28x-y=42y=24 =y=12

আয়তাকার কক্ষের পরিসীমা = 2(16+12)=56 মি.

শর্তানুসারে বর্গের পরিসীমা = 56 মি. 

বর্গের একবাহুর দৈর্ঘ্য = 564=14 মি.

বর্গের ক্ষেত্রফল = 142=196 বর্গমিটার।

সংক্ষেপে প্রশ্নের উত্তর দাও:
34.

১ মিটার = কত ইঞ্চি?

Created: 3 months ago | Updated: 1 day ago

১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি।

সংক্ষেপে প্রশ্নের উত্তর দাও:
35.

১ কিলোমিটার = কত মাইল?

Created: 3 months ago | Updated: 1 day ago

১ কিলোমিটার = .৬২ মাইল।

সংক্ষেপে প্রশ্নের উত্তর দাও:
36.

বৃত্তের কেন্দ্রগামী জ্যা কে কী বলে?

Created: 3 months ago | Updated: 1 day ago

বৃত্তের কেন্দ্রগামী জ্যা কে বৃত্তের ব্যাস বলে।

সংক্ষেপে প্রশ্নের উত্তর দাও:
37.

পাই (π) এর মান কত?

Created: 3 months ago | Updated: 1 day ago

পাই (π) এর মান = =.

সংক্ষেপে প্রশ্নের উত্তর দাও:
38.

৩৫ ডিগ্রী কোণের পূরক কোণ কত?

Created: 3 months ago | Updated: 1 day ago

৩৫ ডিগ্রী কোণের পূরক = ৯০ - ৩৫ = ৫৫ ডিগ্রী।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 'জাতির জনক' ঘোষণা করা হয় ৩ মার্চ ১৯৭১ সালে।

বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার কামরুল হাসান।

ব্র্যাক অন্বেষা হলো বাংলাদেশের প্রথম ক্ষুদ্রাকৃতির কৃত্রিম উপগ্রহ (ন্যানো স্যাটেলাইট), যা ২০১৭ সালের ৪ জুন মধ্যরাত ৩টা ৭ মিনিটে একটি কার্গো রকেটের মাধ্যমে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার সিআরএন-১১ অভিযানের মাধ্যমে স্যাটেলাইটটিকে মহাকাশের ইন্টারন্যাশনাল স্পেস সেন্টারের উদ্দেশ্যে পাঠানো হয়। এরপর ৭ জুলাই ইন্টারন্যাশনাল স্পেস সেন্টার থেকে এর নিজস্ব কক্ষপথে ছাড়া হয়। মহাকাশ থেকে বাংলাদেশের ভূ-প্রকৃতি, নদ-নদী, সাগর-পাহাড়, গ্রাম-নগর ইত্যাদির আলোকচিত্র ধারণ করা যাবে এই ক্ষুদ্র কৃত্রিম উপগ্রহের মাধ্যমে। ভূ-পৃষ্ঠ থেকে ৪০০ কিলোমিটার উপরে অবস্থান করে প্রতিদিন ১৬ বার সমস্ত পৃথিবীকে এবং প্রতিদিন ৪ থেকে ৬ বার বাংলাদেশকে প্রদক্ষিণ করবে।

বাঙালী জাতীয়তাবাদ এর ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল।

সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ব্যবহৃত 'Selfie শব্দটি অস্ট্রেলিয়া দেশের ইংরেজি ভাষা থেকে এসেছে।

বাংলাদেশের টেস্ট ক্রিকেট দলের অধিনায়কের নাম সাকিব আল হাসান।

তথ্যের ক্ষুদ্রতম একক ডেটা।

বর্তমানে দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলা দেশে চরম রাজনৈতিক সংকট বিরাজমান।

Created: 3 months ago | Updated: 1 day ago

ওয়ার সিমেট্রি হলো যুদ্ধ সমাধি। বাংলাদেশে দুটি ওয়ার সিমেট্রি রয়েছে। যথাঃ 

ক) কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেট্রি অবস্থিত। 

খ) চট্টগ্রাম ওয়ার সিমেট্রি অবস্থিত।

মিয়ানামারে রোহিঙ্গারা তাদের নাগরিকত্ব হারায় ১৯৮২ সালে।

'ব্রিজ অন দি রিভার কাওয়াই' এই বিখ্যাত ছায়াছবির 'কাওয়াই' নদীটি শ্রীলঙ্কায় অবস্থিত।

বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কারের নাম স্বাধীনতা পুরস্কার।

'ভূমি মাইন চুক্তি' অটোয়ায় স্বাক্ষরিত হয়।

'মৌলিক চাহিদা' ধারণাটি স্যামুয়েলসন উদ্ভাবন করেন।

'ফ্লোরিডা প্রণালী আটলান্টিক মহাসাগর এবং মেক্সিকো উপসাগর দুটি অংশকে সংযুক্ত করেছে।

কম্পিউটারে Back Up প্রোগ্রাম বলতে নির্ধারিত ফাইল Copy করাকে বুঝায় ।

Created: 3 months ago | Updated: 1 day ago

মডেম এর মধ্যে একটি মডুলেটর এবং একটি ডিমডুলেটর থাকে।

কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে ROM বলে।

'টাইগার উডস' নামটি গলফ্ খেলার সাথে সম্পর্কিত।

করনার স্টোন অব পিস' স্মৃতিসৌধটি ওকিনাওয়া, জাপানে অবস্থিত।

Related Sub Categories