১৭৫৭ সালের ২৩ জুন তারিখে পলাশীর যুদ্ধ সংঘটিত হয়।
১৭ এপ্রিল ১৯৭১ সালে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে।
২৫শে মার্চ রাতে চালানো গণহত্যার সাংকেতিক নাম ছিল Operation Search Light.
জহিরউদ্দিন মুহম্মদ বাবর মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা।
বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ তাজিং ডং। যার অপর নাম বিজয়। আর এর উচ্চতা ১২৩১ মিটার।
কোথায় সবপ্রথম পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়?
৬ আগস্ট ১৯৪৫ সালে জাপানের হিরোশিমায় ‘লিটল বয়’ নামক পারমাণবিক বোমা নিক্ষেপ করে।
জাতিসংঘের সদর দপ্তর কোথায়?
জাতিসংঘের সদর দপ্তর নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম কোনটি?
আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়া।
লন্ডন ও ঢাকার সময়ের পার্থক্য কত?
লন্ডন ও ঢাকার সময়ের পার্থক্য ৬ ঘণ্টা ।
ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর নাম কি?
ইংল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রীর নাম ঋষি সুনাক।
গত ০১-০৫-২০১৯ খ্রিঃ তারিখে সিংহাসনে আরোহনকারী জাপানের সম্রাটের নাম কি?
গত ০১.০৫.২০১৯ খ্রিঃ তারিখে সিংহাসনে আরোহনকারী জাপানের সম্রাটের নাম ক্রাউন প্রিন্স নারুহিতো।
মালদ্বীপের রাজধানীর নাম কি?
মালদ্বীপের রাজধানীর নাম মালে।
পৃথিবীর প্রশস্ততম নদী কোনটি?
পৃথিবীর প্রশস্ততম নদী আমাজন ।
পৃথবীর বৃহত্তম জলপ্রপাত কোনটি?
পানি পতনের দিক থেকে বিশ্বের বৃহত্তম জলপ্রপাত ব্রাজিলের গুয়ারিয়া।
পৃথিবীর ক্ষুদ্রতম পাখি কোনটি?
পৃথিবীর ক্ষুদ্রতম পাখি কোনটি? হামিং বার্ড ।
আধুনিক অলিম্পিক খেলা প্রবর্তন করেন ব্যারণ পিয়ারে দ্যা কুবার্তো (১৮৯৬ সালে)।
কত সালে ক্রিকেট বিশ্বকাপ চালু হয়?
১৯৭৫ সালে ক্রিকেট বিশ্বকাপ চালু হয়।
বিখ্যাত মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী যুক্তরাষ্ট্র দেশের নাগরিক ছিলেন।
প্রথম ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় উরুগুয়ে (১৯৩০ সালে)।
ফুটবল খেলা আমেরিকায় কি নামে পরিচিত?
ফুটবল খেলা আমেরিকায় সকার নামে পরিচিত।
“ফেসবুক আসক্তি”
ফেসবুক একটি গুরুত্বপূর্ণ সামাজিক যোগাযোগ মাধ্যম। এটি আজ মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে উঠেছে। জীবনের একেবারে ক্ষুদ্র বিষয়গুলো থেকে শুরু করে জাতীয় জীবনের বিভিন্ন খবরাখবর এখন ফেসবুকে ঢুকলেই চোখে পড়ে। এতে একদিকে যেমন তথ্য মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে সচেতনতা সৃষ্টি হচ্ছে, অপরদিকে যুবসমাজ এই ফেসবুকের ব্যবহার এত বেশি করছে যা আসক্তিতে পরিণত হয়েছে। এখন তথ্য প্রযুক্তির যুগ। যান্ত্রিক সভ্যতার ক্রমবিকাশে মানুষ ক্রমেই যন্ত্র নির্ভর হয়ে পড়ছে। তাই মানব আবেগ-অনুভূতির প্রকাশ ঘটছে এই ফেসবুকে। এদেশের যুব সমাজের দিনের একটি বড় অংশ দখল করে নিয়েছে ফেসবুক। পরিসংখ্যান বলছে, প্রায় ৪ কোটি লোক এই ফেসবুক ব্যবহার করছে। যেখানে পৃথিবী আজ তারুণ্যের হাত ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে শিল্প ও সংস্কৃতিতে, যেখানে বাংলাদেশের তরুণরা আজ ব্যস্ত সময় পার করছে ফেসবুকে। ফেসবুকের কারণে আজ দেশে স্মার্টফোনের চাহিদা বাড়ছে। ইন্টারনেট খুলে দিয়েছে রঙিন পৃথিবীর সবকটি জানালা। নিচে ফেসবুকের আসক্তির কিছু লক্ষণ তুলে ধরা হলোঃ
ক. নিজের সম্পর্কে বেশি পরিমাণে শেয়ার।
খ. যখন-তখন কারণে অকারণে ফেসবুকে প্রবেশ করা।
গ. ঘণ্টার পর ঘণ্টা News feed পড়া ও এগুলো নিয়ে সময় পার করা।
ঘ. কাউকে বন্ধু করতে পাগলের মতো আচরণ করা।
ঙ. কাজের সময়ও ফেসবুকে প্রবেশ করা।