পূর্ণরূপ লিখুন
1.

RAM

Created: 3 months ago | Updated: 5 days ago

RAM এর পূর্ণরূপ Random Access Memory বা অস্থায়ী মেমরি।

পূর্ণরূপ লিখুন
2.

ROM

Created: 3 months ago | Updated: 5 days ago

ROM এর পূর্ণরূপ Read Only Memory বা স্থায়ী মেমরি।

পূর্ণরূপ লিখুন
3.

WAN

Created: 3 months ago | Updated: 5 days ago

WAN এর পূর্ণরূপ Wide Area Network.

বঙ্গবন্ধু স্যাটেলাইট বাংলাদেশের একটি কৃত্রিম উপগ্রহের নাম। বাংলাদেশ ৫৭তম দেশ হিসেবে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করে। বাংলাদেশ সময় ১২ মে ২০১৮ / ১১ মে রাত ২ টা ১৪ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে স্পেসএক্স এর ফ্যালকন-৯ রকেটে করে উৎক্ষেপন করা হয়। 

টিভি চ্যানেলগুলো তাদের সম্প্রচার কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য স্যাটেলাইট ভাড়া করে। এক্ষেত্রে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট চ্যানেলের সক্ষমতা বিক্রি করে বৈদেশিক মুদ্রা আয় হবে। আবার দেশের টিভি চ্যানেলগুলো যদি এই স্যাটেলাইটের সক্ষমতা কেনে তবে দেশের টাকা দেশেই থাকবে। এর মাধ্যমে ডিটিএইচ বা ডিরেক্ট টু হোম ডিশ সার্ভিস চালু সম্ভব । সুবিধাঃ বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের ৪০টি ট্রান্সপন্ডারের মোট ফ্রিকোয়েন্সি ক্ষমতা হলো ১ হাজার ৬০০ মেগাহার্টজ। এর ব্যান্ডউইথ ও ফ্রিকোয়েন্সি ব্যবহার করে ইন্টারনেট বঞ্চিত অঞ্চল যেমন পার্বত্য ও হাওড় এলাকায় ইন্টারনেট সুবিধা দেয়া সম্ভব। প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট ও ব্যাংকিং সেবা, টেলিমেডিসিন ও দূরনিয়ন্ত্রিত শিক্ষাব্যবস্থা প্রসারেও ব্যবহার করা যাবে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট । 

বড় প্রাকৃতিক দুর্যোগের সময় মোবাইল নেটওয়ার্ক অচল হয়ে পড়ে। তখন এর মাধ্যমে দুর্গত এলাকায় যোগাযোগব্যবস্থা চালু রাখা সম্ভব হবে।

বিজ্ঞান: বিজ্ঞান হলো প্রকৃতি-সম্পর্কিত জ্ঞান, যা পর্যবেক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাকৃতিক ঘটনাকে ব্যাখ্যা এবং বর্ণনা করে।

প্রযুক্তি: প্রযুক্তি আমাদের জীবনের বাস্তব সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ। মানুষের জীবনের মানোন্নয়নে বিভিন্ন পণ্য, যন্ত্রপাতি ও পদ্ধতির উদ্ভাবন করে প্রযুক্তি ।

বিজ্ঞান ও প্রযুক্তির কিছু পার্থক্যঃ
১. প্রাকৃতিক ঘটনাসমূহ কিভাবে ঘটে সেটার জ্ঞানই বিজ্ঞান। আর যা আমাদের দৈনন্দিন কাজে সাহায্য করে তা প্রযুক্তি ।
২. প্রযুক্তি হলো বিজ্ঞানের ফল ।
৩. প্রাকৃতিক বিভিন্ন ঘটনা থেকে উৎসাহিত হয়ে মানুষ যা আবিষ্কার করে তা প্রযুক্তি
৪. বিজ্ঞান একটি মৌলিক বিষয়; কিন্তু সকল প্রযুক্তি বিজ্ঞানের উপর নির্ভর করে ।

অপটিক্যাল ফাইবার খুবই সূক্ষ্ম, স্বচ্ছ কাচতন্ত্র যার মধ্য দিয়ে আলোর প্রতিফলনের মাধ্যমে কোনো একটি প্রতিবন্ধ অথবা তথ্য এক প্রান্ত থেকে অন্য প্রান্তে প্রেরিত হতে পারে। অপটিক্যাল ফাইবার-এর বহুবিধ ব্যবহারিক প্রয়োগ রয়েছে, যেমন: যোগাযোগ ব্যবস্থা, চিকিৎসা ক্ষেত্রে মেডিক্যাল ইমেজিং ব্যবস্থা এবং শিল্পকারখানা ও শল্যচিকিৎসায় পথনির্দেশক হিসেবে ব্যবহারের জন্য উচ্চ ক্ষমতার লেজার থেকে উৎসারিত আলোককে অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে পাঠানো হয়।

ফেসবুক বিশ্ব সামাজিক আন্তঃযোগাযোগ ব্যবস্থার একটি ওয়েবসাইট, যা ২০০৪ সালের ফেব্রুয়ারি মাসের ৪ তারিখ মার্ক জুকারবার্গ প্রতিষ্ঠা করেন। বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকগণ বিনামূল্যে ফেসবুকে যুক্ত হতে পারেন। ব্যবহারকারীগণ বন্ধু সংযোজন, বার্তা প্রেরণ ও ছবি শেয়ার, ভিডিও শেয়ার, ব্যক্তিগত তথ্যাবলী হালনাগাদ ও আদান প্রদান করতে পারেন।

টুইটারঃ টুইটার সামাজিক আন্তঃযোগাযোগ ব্যবস্থা ও মাইক্রোব্লগিংয়ের একটি ওয়েবসাইট। টুইটারে ব্যবহারকারীরা সর্বোচ্চ ১৪০ অক্ষরের বার্তা আদান প্রদান ও প্রকাশ করতে পারেন। এসকল তথ্যকে টুইট বলা হয়। টুইটারে একজন সদস্য অপর সদস্যকে অনুসরণ করতে পারে। ২০০৬ সালের মার্চ মাসে টুইটারের যাত্রা শুরু হয়। তবে ২০০৬ সালের জুলাই মাসে এর আনুষ্ঠানিক উদ্বোধন হয় । টুইটারের জনক হলেন জ্যাক ডোরসে, নোয়া গ্লাস, ইভঅন উইলিয়ামস ও বিজে স্টোর । 

ইন্সটাগ্রামঃ ইন্সটাগ্রাম হলো অনলাইনে ছবি এবং ভিডিও শেয়ার করার একটি অনলাইন মোবাইল ফটো শেয়ারিং, ভিডিও শেয়ারিং এবং সামাজিক নেটওয়ার্কিং পরিসেবা। ইন্সটাগ্রাম এর মাধ্যমে ছবি এবং ১৫ সেকেন্ডের দৈর্ঘ্যের ভিডিও আপলোড করা যায়। ইন্সটাগ্রাম ২০১০ সালে কেভিন সিমেট্রোম প্রতিষ্ঠা করেন।

Related Sub Categories