একটি বালক একটি বাড়ির ছাদে থেকে একটি বল 12.9 মি/সে. বেগে উপরের দিকে নিক্ষেপ করে 6 সেকেন্ডে নিচে নেমে মাটিতে পড়ার মুহূর্তে বালকটি ধরতে পারে। বাড়ির উচ্চতা কত?
একটি বল খাড়া উপরে ছোড়া হলো। যে ধ্রুবক থাকবে তা হল-
একজন লোক একটি 10 কেজি ভরকে 20 সেকেন্ড সময়ে 10 মি উপরে তুলতে পারে এবং অপরজন 20 কেজি ভরকে 10 মি উপরে তুলতে পারে এবং অপরজন 20 কেজি ভরকে 10 সেকেন্ড সময়ে 20 মি. উপরে তুলতে পারে। প্রথম জনের সাপেক্ষে দ্বিতীয় জনের কাজ করার ক্ষমতার অনুপাত হবে -
কোন বস্তুর ভর 20 কি.গ্রা. এবং তার আদি ভরবেগ 200 কি. গ্রা. মি/ সে. । 10 সেকেন্ড পর বস্তুটির ভরবেগ 300 কি. গ্রা. মি/সে. হলে বস্তুটির ত্বরণ -
0.4 কি. গ্রাম ভরে একটি ছোট বস্তুকে 50 সেন্টিমিটার লম্বা সুতার প্রান্তে বেঁধে একটি আনুভূমিক বৃত্তের চারদিকে 4.0 রেডিয়ান /সে. কৌণিক দ্রুতিতে ঘুরানো হচ্ছে। সুতার টান নিউটনে -
একটি পেণ্ডুলাম ঘড়ি বিষুবরেখা থেকে মেরুতে নিয়ে যাওয়া হলো। ঘড়িটি
একটি সরল দোলকের ববের ত্বরণের সর্বোচ্চ মান হবে -
একটি স্টীলের তারের দৈর্ঘ্য 2.0 মি. এবং প্রস্থচ্ছেদ 0.8×10-6 m2 । তারের উপরের প্রান্ত দৃঢ়ভাবে আটকান আছে। অন্য প্রান্তে কত নিউটন শক্তি প্রয়োগ করলে তারের দৈর্ঘ্য 0.05 মি.মি. বৃদ্ধি পাবে? (স্টীলের ইয়ং গুণাংক 2.0×1011N/m2 )
একটি বস্তুর বাতাসে ওজন 100 গ্রাম এবং পানিতে ওজন 80 গ্রাম । বস্তুর ঘনত্ব -
মানবদেহে স্বাভাবিক তাপমাত্রা 98.4 ফারেনহাইট। সেলসিয়াস স্কেলে এই তাপমাত্রা কত হবে?
10 সেন্টিগ্রেড তাপমাত্রার 10 গ্রাম বরফকে 120 সেন্টিগ্রেড তাপমাত্রার বাষ্পে পরিণত করতে কত তাপের প্রয়োজন হবে ? (বরফ ও বাষ্পের আপেক্ষিক তা 0.5 )
একটি তাপ ইঞ্জিন 227° সেন্টিগ্রেড 102° সেন্টিগ্রেড এর মধ্যে ক্রিয়া করে । ইহার কর্মক্ষমতা কত?
নিউক্লিয়াস এটমের কেন্দ্রে অবস্থিত। ইহা কে আবিষ্কার করেন?
আলোক রশ্মি কাঁচ (প্রতিসরাঙ্ক =1.53) হতে পানিতে (প্রতিসরাঙ্গ = 1.33) যাবার সময় সীমানায় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে । এখানে সঙ্কট কোণ -
9 সে. মি. বক্রতার ব্যাসার্ধ বিশিষ্ট একটি অবতল দর্পণের 5 সেমি দূরে একটি বস্তু রাখা হলে প্রতিবিম্বের বিবর্ধন কত হবে?
বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক 1.60 এবং বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক 1.30 হলে পানির সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক কত?
4 সেমি ব্যবধানে অবস্থিত দুটি সমধর্মী ও সমশক্তিসম্পন্ন মেরু পরস্পরকে 100 ডাইন বল দ্বারা বিকর্ষণ কের । এদের মেরু শক্তি হবে -
1 মিটার দূরে অবস্থিত দুটি সমান্তরাল তারের ভিতর দিয়ে একই দিকে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে। তার দুটির মধ্যে বল হবে -
1 ম্যাইক্রোফ্যারাড এবং 3 মাইক্রোফ্যারাডে দুটি ধারককে একটি 60 ভোল্ট ব্যাটারির সাথে শ্রেণী সংযোগ করা হলো। প্রত্যেকটি ধারকের চার্জ কুলম্বে
একটি হুইটস্টোন ব্রীজের প্রথম, দ্বিতীয় , তৃতীয় ও চতুর্থ বাহুতে যথাক্রমে 4 ওহম , 12 ওহম, 7 ওহম ও 17.5 ওহম রােধ যুক্ত আছে। দ্বিতীয় বাহুতে কি পরিবর্তন করলে ব্রিজটি সাম্যাবস্থায় আসবে?
কোন রডল্যাম্পের ভিতর দিয়ে 5 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে তাতে 1 সেকেন্ড চার্জ প্রবাহের পরিমাণ হবে -
কোন তেজস্ক্রিয় পদার্থ তড়িৎক্ষেত্রে স্থাপন করলে যে রশ্মির উপর তড়িৎ ক্ষেত্রের কোন প্রভাব দেখা যায় না সেই রশ্মি হচ্ছে -
একটি টিউনিং ফর্ক যে শব্দ তরঙ্গ সৃষ্টি করে তার দৈর্ঘ্য 2.5 ফুট । বায়ু মাধ্যমে শব্দ তরঙ্গের বেগ 1100 ফুট/সেকেন্ড হলে, উক্তি টিউনিং ফর্কের কম্পাঙ্ক কত?
→A=2i∧-j∧+2k∧ ও →B=3i∧-6j∧+2k∧ দুটি দিক রাশি হলে →A ও →B এর মধ্যবর্তী কোণ হবে-
একটি বৈদ্যুতিক ইস্ত্রিতে 220V এবং 1000 Watt লেখা আছে। এর রোধ হবে -