যদি X=-1 হয়, তবে নিচের কোন সংখ্যাটি বড়/
পৃতিভীর ব্যাসার্ধ যদি চন্দ্রের ব্যসার্ধের 4 গুণ বড় হয়, তবে পৃথিবীর পৃষ্ঠদেশ চন্দ্রের পৃষ্ঠদেশের কত গুণ?
যদি x2=84 হয় তবে নিচের কোনটি সত্য/
ঘণ্টা মিনিট সেকেন্ড - নিচের কোনটির সাথে সবচেয়ে বেশি সামঞ্জস্যপূর্ণ ?
x=4y/3, y=5x/4 হলে z ও x এর অনুপাত কত?
একটি ধাতব ঘন বস্তুর ওজন ৬ পাউন্ড। একই ধাতুর নির্মিত অন্য একটি ঘন বস্তু যার একটি বাহুর পূর্ভেটির তুলনায় দ্বিগুণ। বস্তুটির কত পাউন্ড হবে?
একটি কক্ষের দৈর্ঘ্য প্রস্থের 4/3 গুণ। কক্ষটির ক্ষেত্রফল 300 বর্গমিটার হলে দৈর্ঘ্য ও প্রস্থের পার্থক্য কত হবে?
রানু ও তার মায়ের বয়সের অনুপাত 3:8 । তাদের বয়সের পার্থক্য 35 বছর। 4 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে?
দুই অংক বিশিষ্ট একটি সংখ্যা যা সংখ্যাটির অংকদ্বয়ের যোগফলের 3 গুণ ্ সংখ্যাটির সাথে 45 যোগ করলে াংকদ্বয় স্থান পরিবর্তন করে। সংখ্যাটি কত?
45 কি.মি/ ঘণ্টা চলন্ত ট্রেন 60 সেকেন্ড 200 মিটার লম্বা একটি প্ল্যাটফরম অতিক্রম কর্ একটি খুঁটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় প্রয়োজন?
ab=15 হলে (5a+2b5a-2b) এর মান কত?
যদি a+b=10 হলে তবে [(a+b2)+(b+a2)]এর মান কত ?
একটি পরীক্ষঅয় মোট ছাত্রের 35% বাংলায় , 45% ইংরেজীতে এবং 20% দুটোতেই ফেল করে। শতকরা কত জন ছাত্র দুটোই পাশ করেছে?
জাহাঙ্গীর 6000 টাকা খাটিয়ে একটি ব্যবসা শুরু করার ছয় মাস পর 4000 টাকার নিয়ে সাকিব তার সাথে যোগ দিলো। বছর শেষে ব্যবসায়ে 5200 টাকা লাভ হলে সাকিব কত টাকা পাবে?
একটি দ্রব্যের মূল্য 10 শতাংশ কমানোর পর পূর্বের মূল্য বহা রাখতে হলে কত বৃদ্ধি করতে হবে?
সেট D=5,4,3,2,1 এর একটি সাব সেট হচ্ছে
fx=3x+4 হলে f-1x এর সমান নিচের কোনটি
যদি fx=x+x-1 হয় তাহলে fx2 এর মান নির্ণয় কর -
x2-12x9 এর বিস্ত্রিতে x এর বর্জিত পদটি কত ?
a এবং b এর সমান্তর মধ্যক কত ?
cos12θ+π4 ফাংশনটির মৌলিক পর্যায় (যদি থাকে ) কত ?
একটি কণা স্থিরাবস্থা থেকে ধ্রুব ত্বরণে 4 মি/সে.2 সহকারে কতে শুরু করলে তৃতীয় সেকেন্ডে কণাটির অতিক্রান্ত দূরত্ব কত ?
কোন বৃত্তের পরিধির বৃদ্ধির হার বৃত্তের ব্যাসার্ধের বৃদ্ধির -
কি পরিমান বল 40kg ভরের একটি বস্তুর উপর প্রয়োগ করলে 6 সেকেন্ডে তার বেগ 18 মি /সে. হবে ?
1+x-5 এর বিস্তৃতে কত তম পদে x10 আছে ?
∫40dx1-x3 এর মান কোনটি ?
cot-13+sin-115 এর মান কত ?
2x-3y7 এর বিস্তৃতিতে সোহগগুলোর বীজগণিতীয় সমষ্টি কত ?
AB→=2i^+j^ এবং AC→=3i^-j^ +5k^ ভেক্টরদ্বয়কে দুটি সন্নিহিত বাহু ধরে অঙ্কিত ক্ষেত্রফল কত ?
একটি বিন্দুর চতুর্দিকে কোন বলের ভ্রামকের মান ঐ বিন্দু ও প্রদত্ত বলটির নির্দেশক সরল রেখার প্রান্ত বিন্দুদ্বয়ের দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফলের
যদি a,b∈R এবং c=ab হয় তবে কখন c<a এবং c<b হবে ?
ABC ত্রিভুজের AB,CA,AB বাহুর মধ্যবিন্দু যথাক্রমে D,E,F হলে AB→+BC→=?
নির্ণায়ক 5102 এর মান 10 হলে মেট্রিক্স 5102 এর মান কত ?
যদি A=a,b,B=2,3 এবং C=3,5 হলে nA×B∩C কত ?
x-2,2y+1 এবং y-2,3y দ্বারা একই ক্রমজোড় সূচিত হলে x এর মান কত হবে ?
ধ্রুবক a এর মান কত হলে 2i^+j^-k^,3i^-2j^+4k^ এবং i^-3j^+4k^ এই তিনটি ভেক্টর একই সমতলে থাকবে ?
16 সংখ্যাটি কোন সংখ্যার 20 শতাংশ /
একটি বৃত্তের ব্যাস 8 সে.মি ছিল। ব্যাস 12 সে.মি করা হলে আয়তন কত হবে?
যদি r+q=s এবং r+q+s=w হয় , তবে w এর মান r এবং q এর সাপেক্ষে কত?
একটি ত্রিভুজের উচ্চতাকে দ্বিগুণ করা হলে আয়তনের কী পরিবর্তন হবে?
1,53,17,4,101 সংখ্যাগুলির মধ্যে কোনটি বেমানান/
8 মিটার বাহুবিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত?
10 বছররে পূর্বে রুনুর বয়স শানুর বয়সের দ্বিগুণ ছিল। 10 বছর পর রুনুর বয়স 40 বছল হলে শানুর বর্তমান বয়স কত?
দুইটি সংখ্যার যোগফল তাদের পার্থকের দ্বিগুণ। যদি একটি সংখ্যা 10 হয় তবে অন্য সংখ্যাটি কত?
যদি x=6+5 এবং y=6-5 হয় তবে 2x2-5xy+2y2 এর মান কত হবে?
ট্রেন ঘন্টায় 48 কিলোমিটার বেগে চলে 12 সেকেন্ডে একটি নিদির্ষ্ট বিন্দু অতিক্রম করল। ট্রেনটির দৈর্ঘ্য কত?
যদি x҂0 এবং y>0 হয় তবে xyyx2 এর মান কত হবে?
রেহানা এর কাচে 1 টাকার নোট, ৫ টাকার নোট এবং ১০ টাকার নোট মিলিয়ে ৪৮০ টাকা আছে এবং সবগুলো নোটই সমান সংখ্যক । রেহানার কাছে কতগুলো নোট আছে।
যদি ৫০ ভাগ মানুষ বাংলা খবরের কাগজ, ৪০ ভাগ মানুষ ইংরেজি খবরের কাগজ এবং ১০ ভাগ মানুষ উভয় ধরনের খবরের কাগজ পড়ে। তবে শতকরা কতজন মানুষ কোনটিই পড়ে না?
কোনো আসলের উপর 614 বৎসরের যে সরর সুদ হয় , তা আসলের 38 অংশ হলে, সুদের হার কত?