একটি ক্রয় চালানে প্রতিটি ৮০০ টাকার ৫টি পণ্য অন্তর্ভুক্ত রয়েছে, যাতে শতকরা ২৫ টাকা হারে কারবারি বাট্টা ও শতকরা ৫ টাকা হারে নগদ বাট্টা রয়েছে। যদি ধারে ক্রয়ের সময়কালের মধ্যে পরিশোধিত হয় তাহলে চেকটি কত টাকার হবে?
ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক অমর্যাদা হলে ব্যাংক হিসাবের কী এন্ট্রি হবে?
৫৯০ টাকার একটি প্রদেয় বিলের জন্য আদেষ্টার হিসাবকে ৯৫০ টাকা দ্বারা ক্রেডিট করা হলে রেওয়ামিলের অনিশ্চিত হিসাবের পরিমাণ কত হবে?
দেনাদার সঞ্চিতির প্রারম্ভিক জের ক্রেডিট ১০,০০০ টাকা। এ বছর আরও ১৫,০০০ টাকা অবচয় সঞ্চিতি ধরা হলো। একজন দেনাদার থেকে ১৩,০০০ টাকা আর পাওয়া যাবে না। বছর শেষে দেনাদার সঞ্চিতির জের টাকায় হবে-
নিচের কোনটি কোম্পানির উদ্বর্তপত্রে চলতি দায় হিসেবে প্রদর্শন করতে হয়?
জানুয়ারি ১ তারিখে প্রারম্ভিক সাপ্লাইজ ৩৫০০ টাকা, সাপ্লাইজ ক্রয় ৬৭৫০ টাকা, সমাপনী সাপ্লাইজ ২৫০০ টাকা হলে, সাপ্লাইজ ব্যয় কত?
মাংবার্ড কোম্পানির বিক্রয় ১,৫০,০০০ টাকা এবং বিক্রয়যোগ্য পণ্য ১,৩৫,০০০ টাকা। মোট মুনাফার হার ৩০% হলে সমাপনী মজুদ পণের ব্যয় কত?
ব্যবস্থাপনার সর্বশেষ কাজ কী?
২০০২ সালের ১লা জুলাই মাসুদ ২২,০০০ টাকার যন্ত্রপাতি বিক্রয় করে। যন্ত্রপাতির ক্রয়মূল্য ৬০,০০০ টাকা, আনুমানিক আয়ুষ্কাল ৫ বছর এবং আনুমানিক ভগ্নাবশেষ মূল্য ১০,০০০ টাকা। উক্ত বছরে জানুয়ারি মাসের ১ তারিখে পুঞ্জিভূত অবচয় হিসাবের জের ছিল ৩৫,০০০ টাকা। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করলে উক্ত সম্পত্তি বিক্রয়ে লাভ বা ক্ষতি হবে-
একটি শ্রেণিতে যতজন ছাত্র আছে প্রত্যেকে তত টাকা করে প্রদান করলে মোট ৬৫৬১ টাকা হয়। ছাত্র সংখ্যা কত?
হিসাব সমীকরণ সব সময় প্রভাবিত হয়-
যদি কোন কোম্পানির নিট আয় ৪৮,০০০ টাকা, নিট বিক্রয় ৪,০০,০০০ টাকা এবং গড় সম্পত্তি ৬,০০,০০০ টাকা হয়, তাহলে ঐ কোম্পানির মুনাফার হার কত?
তিন সন্তানের বয়সের গড় ৯ বছর। পিতাসহ তাদের বয়সের গড় ১৮ বছর হলে পিতার বয়স কত?