'অনুমতিপত্র' ইংরেজি কোন শব্দের বাংলা পরিভাষা।
“বিশ্বাসের পাথরে যেন খোদাই করা সে-চোখ।” - কার চোখ?
'মানব কল্যান আলৌকিক কিছু নয়।'- এই বাক্যের অস্থিবাচক রূপ কী?
রক্তজবার মতো প্রতিরোধের উচ্চারণ কী?
'ঐতিহ্য' শব্দের প্রমিত উচ্চারণ হচ্ছে-
ঐতিজ্ঝো
ওইতিঝঝো
ওইতিজ্ঝো
ওইতিঝ্জো
আমার পথ প্রবন্ধনুসারে যে নিজের ধর্মের সত্ত্বাকে চিনেছে, সে কখনো -
কোন সমাসের পূর্বপদে স্ত্রীবাচক বিশ্লেষণ থাকলে সমাসঘটিত শব্দ পুরুষবাচক হয় ।
কত টাকার বিনিময়ে মোহাম্মদি বেগ সিরাজউদ্দেলাকে হত্যা করেন?
'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় কোন কোন ভাষা শহিদের নামের উল্লেখ রয়েছে—
'মানব কল্যান' প্রবন্ধানুসারে রাষ্ট্রের বৃহত্তর দায়িত্ব হচ্ছে -
"মহা-বিদ্রোহী রণ ক্লান্ত/ আমি সেই দিন হব শান্ত' এখানকার 'ক্লান্ত' ও 'শান্ত' শব্দদ্বয়ের প্রয়োগকে কী বলা হয় ?
বায়ান্নোর দিনগুলোর লেখক অনশন করেছিলেন কেন?
প্রমিত বানানরূপ কোনটি?
"বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি।' আঠারো বছর বয়সে কেন দুঃসাহস উকি দেয়?
'লালসালু' উপন্যাসে গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন কে?