একটি রাইফেলের গুলি 1টি তক্তাকে ভেদ করে থেমে যায়। বুলেটের গতি যদি 4 গুণ করা হয়, তবে বুলেটটি কয়টি তক্তা ভেদ করতে পারবে?
30m উচ্চতা থেকে ১টি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে কত উচ্চতায় ইহার গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে?
একটি সমবাহু প্রিজমের ন্যূনতম বিচ্যুতি 30° হলে, প্রতিসরাঙ্ক কত?
পর্যায়কাল দ্বিগুণ কর কের দৈর্ঘ্য কতগুণ বৃদ্ধি করতে হবে?
বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করে?
কোন বস্তুর তাপমাত্রা 32°F হলে, কেলভিন স্কেলে এ তাপমাত্রা কত হবে?
একটি দ্বি-পরমাণু বিশিষ্ট গ্যাসের ক্ষেত্রে CpCvহলো-
নিচের কোনটি ডায়াচৌম্বক-
একটি ট্রান্সফর্মারের মুখ্য কুন্ডলীর ভোল্টেজ 5V ও বিদ্যুৎ প্রবাহ মান 4A । গৌণ কুন্ডলীর পাক সংখ্যা 4 গুণ হলে প্রবাহমান কত হবে?
জটিল অনুবীক্ষণ যন্ত্রে গঠিত চূড়ান্ত প্রতিবিম্ব-
দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য কোনটি?
বিটা কণা ও নিউট্রিনো নির্গমন কোন মৌলিক বলের কারণে ঘটে থাকে?
তেজস্ক্রিয়তার একক কী?
তাপমাত্রা বাড়লে অর্থ পরিবাহীর রোধ-
আমরা যে গ্যালাক্সিতে বাস করি তার নাম কী?
3 km/h বেগে প্রবাহিত স্রোতের সাথে 30° কোণে 4km/h বেগে 2km চাওড়া নদী পার হতে কত সময় লাগবে?
একজন সাইকেল আরোহী সমতল রাস্তার উপর দিয়ে কত বেগে চললে 6 m/s বেগে বৃষ্টির ফোটা তার গায়ে 45° কোণে পড়বে।
সূর্যের চারদিকে মঙ্গলগ্রহ ও পৃথিবীর কক্ষপথ প্রায় বৃত্তাকার। মঙ্গল গ্রহের আবর্তন কাল 0.615 বছর হলে মঙ্গল ও পৃথিবীর কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত কত?
শূণ্যস্থানের ভেদ্যতা কত?
একটি বোমারু বিমান 147 ms-1 বেগে আনুভূমিক বরাবর চলার পথে 490 m উঁচু হতে একটি বোমা ফেলে দিল। বায়ুর বাধা উপেক্ষা করে বোমাটি কখন ও কোথায় মাটিতে পতিত হবে?
রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কোন ভৌত রাশি স্থির থাকে?