একটি লক্ষ্যস্থলে গুলি ছোড়া হল। 9 cm ভেদ করার পর গুলিটির বেগ অর্ধেক হয়ে গেল । গুলিটি আর কতদূর ভেদ করবে?
10 N এর একটি বল 2 kg ভর বিশিষ্ট একটি স্থির বস্তুর উপর ক্রিয়া করে। যদি 4s প বলের ক্রিয়া বন্ধ হয়ে যায় , তবে প্রথম থেকে 8s এ বস্তুটি কত দূর যাবে?
10 gm ভরের একটি বুলেট 4 kg ভরের একটি বন্দুক থেকে 200 ms-1 বেগে নিক্ষিপ্ত হল, বন্দুকটির পশ্চাৎ বেগ কত হবে?
কোন মোটর সাইকেল আরোহী r ব্যাসার্ধের বৃত্তাকার পথে কত বেগে ঘুরলে তলের সাথে θ কোণে আনত থাকবেন?
একটি মটর মিনিটে 5.5×105 kg পানি 100 m উপরে উঠাতে পারে। মটরটির দক্ষতা 70% হলে এর ক্ষমতা কত?
কোন একটি গ্যাসের অণুগুলোর গড় মুক্ত পথ 6×10-8 m ও অণুর ব্যাস 2.5×10-10 m প্রতি ঘন মিটারে অণুর সংখ্যা কত?
এক পারমাণবিক আদর্শ গ্যাসের জন্য Cp = ?
সৌর বর্ণালীর সর্বউচ্চ 475 nm হলে সূর্যের তাপমাত্রা কত?
বায়ু এবং পানিতে 300 Hz কম্পাঙ্কের একটি শব্দ তরঙ্গদৈর্ঘ্য পার্থক্য 4.16 m বায়ুতে শব্দের বেগ 352 m/s হলে পানিতে শব্দের বেগ কত?
একটি এমপ্লিফায়ার থেকে নিঃসৃত শব্দের ক্ষমতা 10 mW থেকে 20 mW এ পরিবর্তিত হলে শব্দের তীব্রতা লেভেলের কত ডেসিবেল পরিবর্তন হবে?
কোন তাপমাত্রায় বাতাসে শব্দের দ্রুতি প্রমাণ তাপমাত্রায় শব্দের দ্রুতির 3 গুণ হবে?
উত্তল লেন্সের লক্ষ্যবস্তু আলোর কেন্দ্র ও প্রধান ফোকাসের মধ্যে হলে বিম্বের অবস্থান-
কোন তরঙ্গের কম্পনের উপর যদি এমন শর্ত আরোপ করা হয় যে কম্পনের বল একটি নির্দিষ্ট দিকে বা তলে সীমাবদ্ধ থাকে তবে তাকে বলা হয়-
তেজস্ক্রিয় মৌল থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গমনের ঘটনাকে বলা হয় তেজস্ক্রিয়তার । এস আই সিস্টেম-এ এর এককের নাম-
পরিবাহকের কোন বিন্দুর চারদিকে প্রতি একক ক্ষেত্রফলের উপর আধানের পরিমাণকে ঐ বিন্দুর-
উত্তল দর্পণের ফোকাস দূরত্ব -
কেরোসিনের ঘনত্ব ৮০০ পানির ঘনত্ব ১০০০ কেরোসিনের প্রতিসরাঙ্ক ১/৪৪ এবং পানির প্রতিসরাঙ্ক ১.৩৩। কেরোসিনের মধ্য থেকে আলো পানিতে প্রবেশ করলে প্রতিসরিত রস্মি-
কোন সমীকরণটিকে গ্যালিলিও রূপান্তর বলা হয়?
বিবর্ধক হিসেবে ট্রানজিস্টরের প্রবাহ বিবর্ধন গুণকের মান-
একটি গ্যালভানোমিটারের (G) সাথে সমান্তরাল সমবায়ে S মানের রোধ যোগ করা হয়েছে। গ্যালভানোমিটার এর মধ্যে প্রবাহিত বর্তনীর প্রবাহ Ig এবং মূল প্রবাহ I হলে Ig এর মান।
স্বকীয় আবেশ গুণাঙ্ক হচ্ছে কোন কুণ্ডলীতে একক তড়িৎ প্রবাহিত হলে কুন্ডলীতে সংযুক্ত মোট চৌম্বক ফ্লাক্স। এর মান-
একটি বৈদ্যুতিক বাল্বকে 40W - 220 Vএভাবে চিহ্নিত করা আছে বাল্বটির রোধ কত ?
পৃথিবীর বিভবের মান -
গতি সমীকরণের লেখ হতে আদিবেগ ও ত্বরণ হবে-
ছবিটি কোন সূত্রের নির্দেশ করে ।
যদি P→=4i^+3j^ এবং Q→=-2i^+5j^ হয় তাহলে P→ এবং Q→ দ্বারা দুই সন্নিহিত বাহু নির্দেশিত সামন্তরিকের ক্ষেত্রফল হবে-
ফিল্ড এফেক্ট ট্রানজিস্টরের কোনটি অংশ নয়-