নিচের কোনটি সবচেয়ে শক্তিশালী এসিড?
মুক্ত e- এর উপর আকর্ষণ বেশী হলে, এদের ধাতব বন্ধনে দৃঢ়তার কী হয়?
ফ্রুক্টোজের মধ্যে নিন্মলিখিত উপাদানগুলি আছে C = 40%, H = 6.6% । এর স্থুল সংকেত নির্ণয় কর ।
গ্যাসোলিনে কার্বন শিকলের দৈর্ঘ্য কোনটি?
বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস সম্ভারের প্রায় কতটুকু CH4?
নিচের কোনটি Ester?
6.00gm Fe2(SO4)3 এ কতগ্রাম sulfar আছে?
ডাচ মেটাল কি কি ধাতুর সংকর?
নিম্নের কোনটি কার্বক্সিলের কার্যকরী মূলক?
S2145c কে নিউটন কণা দ্বারা আঘাত করলে C2045a আইসোটোপ উৎপন্ন হয় । নিউক্লিয়ার বিক্রিয়ার সমীকরণ কি?
সামুদ্রিক পানির আপেক্ষিক গুরুত্ব 1.03 । এর 1.0 dm3 পানি নিয়ে বাষ্পীভূত করে 36.4 gm শুষ্ক লবণ পাওয়া যায় । সামুদ্রিক পানিতে কঠিন বস্তুর শতকরা পরিমাণ নির্ণয় কর ।
একটি বাফার দ্রবণে HCN ও NaCN উভয় দ্রবণের ঘনমাত্রা 0.01M । যদি HCN এর আয়নীকরণ ধ্রুবক 7.2×10-10 হয় তাহলে বাফার দ্রবণে H+ আয়নের ঘনমাত্রা কত?
একটি ১ম ক্রয় বিক্রিয়ার 15% সম্পন্ন হয় 20 মিনিটে। বিক্রিয়াটির 60% সম্পন্ন করতে কত সময় লাগবে?
1.88 1 gm ভেজালযুক্ত Na2CO3 কে পানিতে দ্রবীভূত আয়তন 250 cm3 করা হল। এ দ্রবণের 25cm3, M/10 মাত্রার 24.05cm3HCl দ্রবণে পূর্ণ প্রশমিত করে। Na2CO3 এর মধ্যে ভেজালের শতকরা পরিমাণ কত?
রক্তের বাফার ক্রিয়ার সমীকরণ কোনটি?
A→x বিক্রিয়াটির বিক্রিয়া হার হলো-
কোন দ্রবনের PH=8.5, দ্রবনে কতটি H+ আয়ন আছে? (দ্রবনের আয়তন = 2.5 liter)
মেলামাইন কার ট্রাইমার?
অনার্দ্র সোডিয়াম কার্বনেটকে কি বল হয়?
নিম্নের কোনটি জারন-বিজারন বিক্রিয়া?
নিচের কোন যৌগটি ডায়াজোনিয়াম লবণ উৎপন্ন করে?
জৈব যৌগে কার্বন-কার্বন দ্বিবন্ধনের অবস্থান নির্ণয়ে নিচের কোন পদ্ধতিটি ব্যবহার করা যায়?
দস্তা চুর্ণের সাথে ফেনল পাতিত করলে পাওয়া যায়-
ক্ষার ধাতু সমূহের মধ্যে সবচেয়ে তড়িৎ ধনাত্মক এবং সক্রিয় ধাতু কোনটি?
একটি পরমাণুর 17 টি প্রোটন ও 20 টি নিউট্রন থাকলে পারমাণুর আইসোটোপটি সংকেত হবে-
নিচের কোন যৌগটি আয়োডোর্ফম বিক্রিয়া দেয় না-
রান্নার তৈজসপত্রে ননষ্টিক আবরণ হিসেবে নিম্নের কোন পরিমারটি ব্যবহার করা হয়?
"খাদ্য লবণ ও বরফ” মিশ্রণের তাপমাত্রা হবে-
তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস হতে বিটা-রশ্মির বিকিরণের কি বৃদ্ধি পায়?
নিম্নের কোন যৌগটির গলনাঙ্ক সবচেয়ে বেশী ?
ইথানয়িক এসিড ও কস্টিক সোডা দ্রবণের টাইট্রেশনে উপযোগী নির্দেশক কোনটি?
NaOCI যৌগটি কোন কাজে ব্যবহৃত হয়?
T.S.P তে P2O5 এর পরিমান কত?
কোন অ্যালকোহলটি জারিত হওয়ার পর ফেহলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে না?
ইনসুলিনে অ্যামাইনো এসিডের মোট সংখ্যা কত?
তিনটি ধারকের শ্রেণীবদ্ধ বিন্যাসের মোট ধারকত্ব 1 μF। দুই ধারকের মান যথাক্রমে 2 ও 3 μF হলে তৃতীয়টির মান কত?
37°C তাপমাত্রাতে Zn ⋮ZnCI2(0.25m) অর্ধকোষটির সেল বিভব (emf) কত হবে? [E°zn⋮zn2+=0.758 Volts]
Americium এর বন্ধন মক্তি MeV-তে কত হবে, যদি তার ভর-ত্রুটি 1.35 amu হয়?
AuCI3 এর মধ্যে দিয়ে 2.50 ampere বিদ্যুৎ 30 মিনিট ধরে প্রবাহিত করলে ক্যাথোডে কি পরিমান gold জমা হবে?
নীচের কোন বিক্রিয়াটি সঠিক নয়?
নীচের সক্রিয়াতা সিরিজের কোনটি সঠিক?
নিম্নের কোনটি প্রুসিয়ান ব্লু?
নিম্নে কোনটি সঠিক?
288K তাপমাত্রা ও 745 mm চাপে 0.25g জৈব যৌগ 30cm3 আর্দ্র নাইট্রোজেন অণু তৈরি করে। একই শর্তে কত মোল নাইট্রোজেন পরমাণু তৈরি হবে। [288K তাপমাত্রায় আর্দ্র নাইট্রোজেনের বাষ্পচাপ=12.7mm]
থায়োসালফেট আয়ন আয়োডিন দ্বারা জারিত হলে কি পাওয়া যাবে?
ZaCI2 এর উপস্থিতিতে ফেনলকে অ্যামোনিয়ার সাথে তাপমাত্রা ও উচ্চ চাপে উত্তপ্ত করলে কি পাওয়া যাবে?
TNT-তে শতকরা কত ভাগ হাইড্রোজেন আছে?
নিম্নের বিক্রিয়ার দ্বারা কোনটি তৈরি হবে? RCOOH→20°CR-COONH4→20°C
25°C তাপমাত্রায় একটি খাঁটি দ্রাবকের বাষ্প চাপ হল 400 m Hg।25°C তাপমাত্রায় দ্রবণের বাষ্প চাপ 300 m Hg হলে দ্রাবকের মোল-ভগ্নাংশ কত?
হাইড্রোজেন সালফেইডকে অ্যাকোয়াস ব্রোমিন দ্রবণের মধ্য দিয়ে চালিত করলে তা জারিত হয়ে সালফিউরিক এসিড উৎপন্ন করে। সমতাকৃত বিক্রিয়াটিতে কত মোল ইলেকট্রন আদান-প্রদান হয়?