হেপাটিক সাইজোগনি কোথায় ঘটে?
আরশোলার পা কত খন্ডে বিভক্ত?
কোন অঙ্গ থেকে পিত্তরস তৈরী হয়?
কোনটির প্রভাবে রক্ত জমাট বাঁধে না?
ঘ্রাণের সাথে জড়িত করোটিক স্নায়ু কোনটি?
ইনসুলিন হচ্ছে একটি:
একটি পুষ্প মঞ্জুরীর সব পুষ্প মিলে একটি মাত্র ফল গঠন করে কোন গাছে?
ভেক্সিলারী বা ধ্বজক ধরনের পাপড়ির এস্টিভেশন দেখা যায় কোনটিতে?
নিচের কোনটিতে DNA অনুপস্থিত?
ডিপ্লয়েড উদ্ভিদের ভ্রুণথলির ডিম্বাণুতে ক্রোমোজোম সংখ্যা কত?
অক্সিডেটিভ ফসফোরাইলেশন কোথায় হয়?
সিলিকুয়া জাতীয় ফল কোন পরিবারের উদ্ভিদে দেখা যায়?
ছত্রাক আক্রমণকারী ভাইরাস কোনটি?
কোন জাতীয় উদ্ভিদ জীবিত জীবাশ্ম হিসেবে পরিচিত?
কোন ঔষধি উদ্ভিদে এট্রোপিন পাওয়া যায়?
নিম্নের কোন পরজীবীর চলৎশক্তি নাই?
শুক্রাণু ও ডিম্বাণুর মিলনকে বলে-
মধু উৎপাদনের জন্য মৌমাছি পালন পদ্ধতিকে কি বলা হয়?
কোষের শক্তিঘর কোনটি?
মানুষ জলাতঙ্ক রোগে আক্রান্ত হয় কোন ভাইরাসের কারণে?
উভয়লিঙ্গ প্রাণী কোনটি?
অনুজীব বিজ্ঞানের জনক কে?
পরিবেশের সাথে জীবের সর্ম্পক বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে বলে-
পূর্ণাঙ্গ প্রাণীদেহের স্নায়ুতন্ত্র কোন ভ্রুণীয় স্তর থেকে উৎপন্ন হয়?
নিউরনের দীর্ঘ সুতার ন্যায় অংশকে বলে-
মশকির দেহে ম্যালেরিয়া পরজীবীর যে প্রক্রিয়াগুলি ঘটে তা হল-
মানবদেহে ধমনীতন্ত্র শুরু হয়-
রক্ত ও বায়ুর মধ্যে O2 এবং CO2 এর বিনিময় ঘটে মানবদেহের -
কোন অঙ্গটি অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা উভয় প্রকৃতির ?
বংশগতি রক্ষাকারী DNA কোষের কোথায় থাকে?
পাতা থেকে নতুন গাছের জন্ম হয় কোন উদ্ভিদে?
সপুষ্পক উদ্ভিদের পাতার শীর্ষ প্রধানত কোন টিস্যু দ্বারা গঠিত?
মিষ্টি আলু গাছের বংশ বৃ্দ্ধি প্রধানত কি দ্বারা হয়?
আমাদের জাতীয় ফুলের বৈজ্ঞানিক নাম কি?
মিয়োসিসের কোন উপ-পর্যায়ে ক্রসিং ওভার সংঘটিত হয়?
নিচের কোনটি জাইলেম টিস্যুর উপাদান নয়?
ডিম্বকের নিষেক পরবর্তী অবস্থা কি?
রাবার গাছের কান্ড থেকে নির্গত রস কোন ধরনের টিস্যু?
টিস্যু কালচার পদ্ধতিতে উৎপন্ন ভ্রুণকে বলা হয়-
ঈস্ট বেশী ব্যবহৃত হয়-
একটি উভলিঙ্গ ফুলের দুইটি অত্যাবশ্যক অংশ কি?
কোন পরজীবীটি মানুষের দেহে ম্যালেরিয়া সৃষ্টি করে না?
কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের শোষণ নিউন্ত্রণ করে-
প্লাজমিডের ক্ষেত্রে কোন বৈশিষ্ট্যটি সত্য নয়-
কোন এনজাইমটি DNA জোড়া লাগাতে ব্যবহৃত হয়?
‘রয়েল বেঙ্গল টাইগার’ কোন প্রাণীভৌগলিক অঞ্চলের এন্ডোমিক প্রাণী?
মুক্তামাতা স্তর নয় কোনটি?
ডেনড্রাইট কিসের অংশ?
Sertoli Cell পাওয়া যায়-
মাতৃদুগ্ধের কোন উপাদান শিশুর মস্তিষ্ক গঠনে সাহায্য করে?