তিনটি সমান বল একটি বিন্দুতে ক্রিয়া করে ঐ বিন্দুকে সাম্যাবস্থায় রেখেছে । বলগুলির অন্তর্ভূক্ত কোণগুলির মান কোনটি?
100 পাক বিশিষ্ট একটি কুন্ডলীতে 5A তড়িৎ প্রবাহ চালালে 0.01 Wb চৌম্বক ফ্লাক্স উৎপন্ন হয় । কুন্ডলীর স্বকীয় আবেশ কত?
Au198 এর অবক্ষয় ধ্রুবক প্রতিদিন 0.257 । Au198 এর অর্ধায়ু কত?
একটি সিলিন্ডারে রক্ষিত অক্সিজেন গ্যাস-এর আয়তন 1×10-2 m3 , তাপমাত্রা 300 k এবং চাপ 2.5×105 Nm-2 । তাপমাত্রা স্থির রেখে কিছু অক্সিজেন বের করে নেয়া হল । ফলে চাপ কমে 1.3×105 Nm-2 হয়। ব্যবহৃত অক্সিজেন-এর ভর নির্ণয় কর?
স্থির অবস্থা থেকে মুক্তভাবে একটি প্রস্তর পড়ছে এবং পড়ন্ত অবস্থায় সর্বশেষ সেকেন্ডে এটা যে দূরত্ব অতিক্রম করে তা প্রথম তিন সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তার সমান । প্রস্তরটি বাতাসে ছিলঃ
একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু 20 min । 20% থেকে 40% এর মধ্যে ক্ষয় হতে সময় লাগবেঃ
একজন লোকের ভর 99 kg । কত বেগের উড়ন্ত রকেটে থাকাকালীন মাটিতে অবস্থিত একজন পর্যবেক্ষকের নিকট তার ভর 100 kg হবে?
হীরকের প্রতিফলক তলে একটি আলোক রশ্মি 60° কোণে আপতিত হল এবং হীরকের মধ্যে প্রতিসরণ কোণ 12° পাওয়া গেল । হীরকের সমাবর্তন কোণঃ
100 Hz কম্পাঙ্ক বিশিষ্ট হুইসেল বাজিয়ে একটি ট্রেন 75 kmh-1 বেগে একজন দণ্ডায়মান পর্যবেক্ষক এর দিকে এগিয়ে আসে । পর্যবেক্ষক এর নিকট হুইসেলটির আপাত প্রতীয়মান কম্পাঙ্ক কত?
নিম্নলিখিত ভেক্টর প্রডাক্টের মান বাহির করঃ 2i^-3j^.i^+j^-k^×3i^-k^
250 gm পানি এবং একই আয়তনের 200 gm ভরের তরলকে পরপর একই ক্যালরিমিটারে রাখা হল, এবং তা যথাক্রমে 130 seconds ও 60 seconds এ 60°-55°C পর্যন্ত ঠাণ্ডা করা হল । তরলের আপেক্ষিক তাপ নির্ণয় কর। [ক্যালরিমিটারের উপাদানের আপেক্ষিক তাপ 10 JK-1
শব্দের ক্ষেত্রে ডপলারের ক্রিয়াঃ
3×10-3 m ব্যাসার্ধের একটি সাবানের বুদবুদের পৃষ্ট-শক্তি নির্ণয় কর । সাবানের মিশ্রণে পৃষ্টটান 20×10-3 N/m ।
16 এবং 36 একক দীপন ক্ষমতা বিশিষ্ট বাতি পরস্পর থেকে 1 m দূরে আছে । দুর্বলতর বাতি থেকে কত দূরে একটি পর্দা রাখলে এবং এর উভয় পাশে সমান আলো পড়বে?
একটি ক্ষুদ্র চুম্বককে এমনভাবে স্থাপন করা হল যেন এর উত্তর মেরু উত্তর দিকে থাকে । এই অবস্থায় চুম্বকের মধ্যবিন্দু থেকে 10 cm দূরে নিরপেক্ষ বিন্দু পাওয়া গেল । চুম্বকটিকে 180° কোণে ঘুরিয়ে দিলে নতুন নিরপেক্ষ বিন্দু কোথায় পাওয়া যাবে?
কোন একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য যদি 1.69 গুণ বৃদ্ধি করা যায়, তাহলে এর দোলনকাল কত হবে?
মরিচিকা দ্বারা প্রাপ্ত প্রতিবিম্ব কি প্রকারের?
3 m দৈর্ঘ্য এবং 1 mm ব্যাস বিশিষ্ট একটি ধাতব তারকে 10 kg ওজন দ্বারা টানা হল । যদি ইহার উপাদানের ইয়াং-এর গুণাঙ্ক এবং পয়সনের অনুপাত যথাক্রমে 12.5×1011 dynes/cm2 ও 0.26 হয় তাহলে এর পার্শ্বীয় সংকোচন বের কর ।
বৃত্তাকার পথে 72 kmh-1 সমদ্রুতিতে চলমান একটি গাড়ির কেন্দ্রমুখী ত্বরণ 1 ms-2 বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত?
কোন তরল দ্বারা পূর্ণ একটি ফাঁপা প্রিজম এ ন্যূনতম বিচ্যুতি কোণ হল 30° । প্রিজম কোণ 60° হলে তরলের প্রতিসরাংক কত?
20 বার ঘুরবার পর একটি বৈদ্যুতিক পাখার কৌণিক বেগ 30 rad/sec হতে হ্রাস পেয়ে 10 rad/sec হয় । কৌণিক মন্দন হবেঃ
একটি লিফট 1 m/sec2 ত্বরণে নিচে নামছে । লিফটের মধ্যে দাঁড়ানো একজন ব্যক্তির ভর 65 kg হলে তিনি যে বল অনুভব করবেনঃ
নিচের যে সমীকরণ দ্বারা ভীনের সরন সূত্র প্রকাশ করা হয়ঃ
একটি বাজারে উপস্থিত মানুষের সংখ্যা দ্বিগুণ বৃদ্ধি পেলে শব্দের তীব্রতা কতটুকু বৃদ্ধি পাবে?
2.0 μC আধানের একটি বস্তু 2.0×106 m/s বেগে x অক্ষ বরাবর চলছে । সেখানে একই সময়ে একটি তড়িৎক্ষেত্র E⇀=106ax¯vm এবং একটি চৌম্বক ক্ষেত্র B⇀=0.20ay⇀+0.40az⇀T আধানটির উপর ক্রিয়াশীল হলে আধানটির উপর কত বল ক্রিয়াশীল হবে?
নিচের কোন তথ্যটি শব্দ তরঙ্গের জন্য প্রযোজ্য নয়?
একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ y=0.2sinπ500t-x, সরণ মিটারে ও সময় সেকেন্ডে প্রকাশ করা আছে; এ তরঙ্গের কম্পাংক কত?
একটি কার্নো ইঞ্জিন-এর সিঙ্কের তাপমাত্রা 27°C এবং ক্ষমতা 50% । উৎসের তাপমাত্রা কি পরিমাণ বৃদ্ধি করলে দক্ষতা 60% হবে?
পানির ত্রৈধ বিন্দুতে পানির চাপ কত?
পানির আয়তন গুনাংক কত?
30°C তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ কত?
ক্লিনিক্যাল থার্মোমিটারে 95°F এবং 110°F পর্যন্ত দাগ কাটা থাকে। সেলসিয়াস স্কেলে এদের মান কত?
মঙ্গল গ্রহের ক্ষেত্রে মুক্তি বেগে মান কত?
5 ক্যালরি তাপ সম্পূর্ণরূপে কাজে রূপান্তরিত করলে কত জুল কাজ সম্পন্ন হবে?
পানির ভিতর তরঙ্গ দৈর্ঘ্য 5.4 মিটার পানিতে শব্দের বেগ 145 মিটার/সেকেন্ড হলে কম্পাংক কত হবে?
আলোর কোন প্রতিভাস তরঙ্গতত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায় না?
কাঁচ এর তড়িৎ মধ্যমাংক কত?
20 m/s বেগে গতিশীল একটি বস্তুর বেগ প্রতি সেকেন্ডে 3 m/s হারে হ্রাস পায়। থামার আগে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে?
একটি কনা 2.5 m ব্যাসার্ধের বৃত্তাকার পথে মিনিটে 120 বার আবর্তন করে। এর রৈখিক বেগ কত?
কৌনিক ভর-বেগের মাত্রা হল-
সরল দোলকের পর্যায়কাল, T এর মান-
দুটি তারকা যে তরঙ্গ দৈর্ঘ্যে সর্বোচ্চ শক্তি বিকিরণ করে তা যথাক্রমে 3.6×10-1m এবং 4.8×10-1m । এদের তাপমাত্রার অনুপাত হবে-
নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট উপাদানের পরিবাহকের দৈর্ঘ্য স্থির খাকলে পরিবাহকের রোধ তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের-
Killowatt দ্বারা পরিমাপ করা হয়-
আলফা রশ্মির আধান-
10cm ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি অবতল দর্পণ থেকে কত দূরে একটি বস্তু স্থাপন করলে বাস্তুব বিম্বের আকার বস্তুর আকারের চারগুণ হবে?
20 mm2 ক্ষেত্রফলের একটি চামচে 0.1 mm পুরু রূপার প্রলেপ দিতে 0.15A প্রবাহ কতক্ষণ ধরে প্রবাহিত করতে হবে? রূপার তড়িৎ রাসায়নিক তুলাঙ্ক 1.118×10-6 kgC-1 এবং ঘনত্ব 10500 kgm-3
বায়ুতে একটি কাঁচ লেন্সের ফোকাস দূরত্ব 20 cm হলে পানিতে এর ফোকাস দূরত্ব কত? বায়ুর সাপেক্ষে কাঁচের ও পানির প্রতিসরণাঙ্ক যথাক্রমে 32 ও 43
14 m/s আদি বেগে একটি পাথরকে উপর দিকে ছুড়ে দেওয়া হল। পাথরটি ফিরে আসতে কত সময় লাগবে?
2.86s
2.13s
3.15s
1.43s
কোন সরল ছন্দিত স্পন্দন গতিসম্পন্ন কণার বিস্তার 3 cm এবং সর্বোচ্চ বেগ 6.24 cm s-1 হলে, কণাটির পর্যায়কাল কত?