স্নায়ুতন্ত্র কোন ভ্রৃনীয় স্তর থেকে উদ্ভুত হয়?
কোন মাছে প্ল্যাকয়েড আঁইশ পাওয়া যায়?
সারফেকট্যান্ট কোন প্রাচীর থেকে নিঃসৃত হয়?
মানব দেহের কোন অংশে হেনলির লুপ অবস্থিত?
সেরেবেলাম মস্তিষ্কের কোন অংশে অবস্থিত?
কোন গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলা হয়?
ক্লিভেজ প্রক্রিয়ায় জাইগোট বহুকোষী গোলকে রুপান্তরকে কী বলা হয়?
কোন প্রাণিটি পরিফেরা পর্বের অন্তর্গত?
কোনটি অ্যাসিলোমেট প্রাণী?
উজ্জ্বল আলোয় পুঞ্জাক্ষি কী ধরনের প্রতিবিম্ব সৃষ্টি করে?
রুই মাছের শ্রবণ অংঙ্গের অংশ কোনটি?
মানব দেহের দীর্ঘতম অস্থি কোনটি?
উওজেনেসিস প্রক্রিয়ায় কী তৈরি হয়?
নব্য -ডারউইনবাদ কে প্রস্তাব করেন?
ক্যাপসিড হলো -
ফ্ল্যাজেলা যুক্ত স্পোরকে বলে -
পাটের ক্রোমোসোম সংখ্যা (2n) হলো -
কোন গ্রুপের উদ্ভিদ উভচর প্রকৃতির ?
মূলের ভাস্কুলার বান্ডল হলাে-
আবৃতবীজী উদ্ভিদের এন্ডোস্পার্ম হলো -
সালোকসংশ্লেষণে উৎপাদিত আত্মীকরণ শক্তি হলো -
কোনটি C4 উদ্ভিদ ?
'লিগিউম' হলো নিম্নলিখিত কোন পরিবারের সদস্য -
নিচের কোন উদ্ভিদকে 'জীবন্ত জীবাশ্ম' বলা হয় ?
নিচের কোনটি জাইলেমের অংশ নয়?
শুষ্ক উদ্ভিদের নমুনা সংরক্ষণকে বলা হয় -
F2 জনুতে 12 : 3 : 1 হবার কারণ -
মিয়োসিস কোষ বিভাজনের কোন উপপর্যায়ে কায়াজমা তৈরি হয়?
নিচের কোনটি সরল প্রোটিনের উদাহরণ নয়?
সংক্রমন ক্ষমতাহীন ভাইরাসকে কী বলে?
বাংলাদেশে প্রাকৃতিকভাবে জন্মানো নগ্নবীজী উদ্ভিদ প্রজাতির সংখ্যা কত?
আনবিক কাচি বা `molecular scissor' বলা হয় কোনটিকে?
হাইড্রার দেহের ক্ষুদ্রতম নেমাটোসিস্ট কোনটি?
আমিষ পরিপাককারী এনজাইম কোনটি?
অদানাদার বা অ্যাগ্রানুলোসাইট কোনটি?
একজন সুস্থ পূর্ণবয়স্ক মানুষ বিশ্রামরত অবস্থায় মিনিটে কতবার শ্বসনক্রিয়া সম্পাদন করে?
ভ্রুণের বিভিন্ন কোষ থেকে প্রাণীর বিভিন্ন অঙ্গ গঠনকে কী বলে?
হৃৎপিন্ড প্রাচীর কী ধরনের পেশি দিয়ে গঠিত হয়?
মানবদেহে অ্যান্টিবডি তৈরি করে কোন কোষটি?
DNA অনুতে কোডন কয়টি নিউক্লিয়োটাইট দিয়ে গঠিত ?
উদ্ভিদের রূপান্তি কোন অংশ প্রজন্ম ক্ষম ফুলে রূপান্তি হয়?
একটি ডিম্বেকের মধ্যে একাধিক পুগ্যামট প্রবেশ করলে কী ধরনের এমব্রোয়া তৈরি হয়?
একই উদ্ভিদের দুটি ফুলের মধ্যে পরাগায়ন ঘটলে তাকে কী বলা হয়?
শর্করা ও শ্বেতসার জাতীয় খাদ্য সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে কী বলা হয়?
প্রয়োজনের অতিরিক্ত পানি কোন পথে উদ্ভিদ দেহ থেকে তরল আকারে বের হয়ে যায়-
পৃথিবীর সবচেয়ে কার্বন আধার কোনটি?
বৃক্কের অভ্যন্তরে মূত্র উৎপাদনের একক এর নাম কী?
ম্যালেরিয়ার জীবাণু মানবদেহের প্রবেশের পথ প্রথম আশ্রয় নেয়?
অন্তঃক্ষরা গ্রন্থি নয় কোনটি?
কোষের কোন ক্ষুদ্রাঙ্গে ক্রেবস বিক্রিয়া সংঘটিত হয়?