কোন বাক্যে অপাদান কারকে দ্বিতীয়া বিভক্তির উদাহরণ দেওয়া হয়েছে?
যা পূর্বে দেখা যায়নি এমন-এক কথায় কি হবে?
তৎপুরুষ সমাসে অর্থ প্রাধান্য পায়-
ক্রিয়াপদের মূল অংশকে কি বলে?
মুনীর চৌধুরী তার ‘রক্তাক্ত প্রান্তর’ নাটকের কাহিনি সংক্ষেপ সংগ্রহ করেছেন কোথা থেকে?
কোনটা ‘বাতাস’ শব্দের সমার্থক নয়?
বাংলা বর্ণমালার ‘পরাশ্রয়ী বর্ণ” কয়টি?
’চুলা’ কোন ভাষার শব্দ?
এক------------সংখ্যা-
মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি এটি একটি-
বাংলা উপসর্গের সু. বি, নি উপসর্গগুলি কোন শব্দে পাওয়া যায়?
কবর কবিতায় সাপের কামড়ে মারা যায়-
ধ্বনিগত মাধুর্য সম্পাদক করে কোনটি?
’সর্বনাশ কী? ক্ষতি কী? আদালতে এ জিজ্ঞাসা কার?
নজরুলের ‘অগ্নি-বীণা’ কাব্যগ্রন্থটি উৎসর্গ করা হয়-
টা, টি, খানা ইত্যাদি-
’সেরকশ’ শব্দের অর্থ কী?
’চন্দ্র’ শব্দের তদ্ভব রূপ-
কোনটি শুদ্ধ বানান?
ণির" কোন শব্দের সমার্থক শব্দ ?
নিচের কোন বানানটি সঠিক?
ফেব্রুয়ারি ১৯৬৯" কবিতায় সালামের হাট থেকে কি ঝরে ?
সেই অন্তর কবিতার কবির অন্তর মানুষকে কী করে?
মধ্যযুগের কৰি দ্বিজ কানাই রচিত মহুয়া” পালার্টি মধ্যযুগের বাংলাসাহিতোর কোন ধারার সম্পদ?
বিভক্তিহীন নাম শব্দকে কী বলে
না বুঝে বোঝার ভন্ডামি করে পাঁচ জনের শ্রন্ধা আর প্রশংসা পাবার লোভ আমি কোন দিনই করব না'--- কে করবে না?
“সালতি” শব্দের অর্থ--
রক্তে আমার অনাদি অস্থি" কবিতায় কী বাকে বাকে ঘুরে?
বিড়ালের সুবিচারিক কথা শুনে কমলাকান্তের কেমন বাধী মনে পড়ল?
বেগম রোকেয়া এন্ডি পোকা চাষে তৎপর হওয়ার জন্য রংপুরবাঁসিনী ললনাগণের সাথে আর কোন স্থানের কথা বলেছেন?
জীবন ও বৃক্ষ” প্রবন্ধে কোন চক্ষুকে বড় করে তুলতে বলা হয়েছে?
নূরুলদিন যে পূর্ণিমায় মায় ডাক দিবে সে পূর্ণিমা কেমন?
বাক্যের অন্তর্গত পদগুলো উপযুক্ত স্থানে বসানোকে কি বলে?
কর্তৃবাচ্যের ক্রিয়া কী হলে কর্মবাচ্য হয় না?
কোন শব্দটি গুরুচন্ডার্লী দোষে দুষ্ট নয়?
অব্যয় পদ কত প্রকার ?
ক্রিয়াপপকে বিশ্লেষণ করলে পাওয়া যায়---
ব্রিপুরা জাতিসত্তার ভাষার নাম--
নৃ' শব্দের অর্থ কি ?
বঙ্গবন্ধুর ৭ মার্চের তাষণ কতটি ভাষায় অনুদিত হয়েছে?
”উকিলবাবুর অধিকারী-” আমি যাত্রার ছেলে ; - ব্যাকংশটিতে “ অধিকারী” বলতে বোঝানো হয়েছে ?
”গড়ের মাঠে’র উল্লেখ আছে কোন রচনায় ?
“পয়জার” শব্দের অর্থ কি ?
“বঙ্গভাষা “ কবিতায় বন্ধনীবন্ধ শব্দদুটো হলো-
নিচের কোনটি কাজী নজরুল ইসলাম লিখিত প্রবন্ধগ্রন্থ ?
“কলিমুদ্দিন দফাদার” গল্পে বর্ণিত “ আগুইনা চিন্তা “ বলতে বোঝায় ?
নিচের কোনটি তাড়নজাত ধ্বনি ?
”বিলাসী’ গল্পে বিলাসীর মৃত্যু হয় কিভাবে ?
’কি হেতু এসেছ তুমি কহ বিস্থারিত’- এ বাক্যটিতে ‘হেতু’ শদ্বটি কি অর্থে ব্যাহৃত হয়েছে?
’ভাষার কথা’ প্রবন্ধটি প্রথম প্রকাশিত হয়-