বৃত্তের কেন্দ্র ছেদকারী জ্যা কে কি বলা হয়?
যদি a+ b = 2 এবং ab = 1 হলে a এবং b এর মান কত?
একটি সংখ্যা ৩০১ হতে যত বড়, ৩৮১ হতে তত ছােট, সংখ্যাটি কত?
০, ১, ২ ও ৩ দ্বারা গঠিত ৪ অংকের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত?
কোন সংখ্যাটি সবচেয়ে ছােট?
একটি গাড়ির গতি সেকেন্ডে ১৫ মিটার, ঘন্টায় গাড়িটির গতিবেগ কত কি.মি.?
a:b = ৪:৭, b:e = ৫:৬ হলে abc = কত?
৭৫ টাকায় ১৫টি বলপেন কিনে ৯০ টাকায় বিক্রয় করলে শতকরা লাভ কত?
১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাগুলাে লিখতে ১ লেখা হয় কতবার?
০.০০০১ এর বর্গমূল কত?
০.০২৫-এর ১% সমান কত
যদি A:B = 5:4 এবং A:C = 6:5 হয়, তবে, C:B = কত?
৭,১০,১৬,২৮,৫২....ধারাটির পরবর্তী সংখ্যা কত?
এক কুড়ি কমলা ৫০ টাকায় ক্রয় করে ১ ডজন কমলা ৩৬ টাকায় বিক্রয় করা হলে, শতকরা কত লাভ হবে?
যদি তেলের দাম ২৫% বাড়ে তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ খরচ বাড়বে না?
১০-েএর ৩০% কোন সংখ্যার ১০%?
প্রতি বছর শতকরা ৮ টাকা হারে লাভের চুক্তিতে ১০০০ টাকা করে ২ বছর পর ঐ বিনিয়োগকারী মোট কত টাকা লাভ পাবে?
৩০ ডিগ্রী সেলসিয়াস = কত ফারহেনহাইট?
x2 + y2 = 34 এবং xy = 15 হলে, (x - y)2 কত?
Which number is not a prime number?
আয়তকার কোনো ক্ষেত্রে দৈর্ঘ্য বিস্তারের ৩ গুণ। দৈর্ঘ্য ৪৮ মিটার হলে, পরিসীমা কত?
90 কোন সংখ্যার 75%?
১ নটিকেল মাইল = কত কিলোমিটার-
মালিকানা সত্ত্বের অংশ নয় কোনটি-
৫০০ টাকার যন্ত্রপাতি ক্রয় হিসাব রক্ষক ক্রয় হিসাবে গণ্য করে হিসাবভূক্ত করেছেন। এটা কোন ধরনের ভুল?
একটি ফার্মের নিট মুনাফা ৫০০০ টাকা হলে, এবং কর হার ৪০% হলে, কর পূর্ব মুনাফা কত?
চলতি সম্পত্তিসমূহ উপস্থাপিত হয়-
’ট্রেড লাইসেন্সের নবায়য়ন’ কোন জাতীয় ব্যয়?
হিসাব সমীকরণ সবসময় প্রভাবিত হয়-
সুনাম কোন ধরনের সম্পত্তি?
উৎপাদন ব্যয় হিসাবে রূপান্তর ব্যয় হলো-
হিসাববিজ্ঞােনের জনক প্যাসিওলি কত সালে মৃত্যুবরণ করেন?
অবচয় একটি......প্রকিয়া।
অনুপার্জিত আয় একটি-
যন্ত্রপাতি সংযোজন একটি-
বাংলাদেশে 'Cost Audit' বাধ্যতামূলক করার ঘোষণা দেয়া হয় কত সালে?
ক্রয়মূল্যের উপর ১০০% মুনাফা বিক্রয়মুল্যের উপর মুনাফার হার হবে-
যখন কোন কোম্পানি প্রথমবারের মতো জনগণের নিকট শেয়ার ইস্যু করে, তখন তাকে বলে-
যদি কোন প্রতিষ্ঠানের বিক্রয় ৫০,০০০ টাকা। বিক্রীত দ্রব্যের ক্রয়মূল্য ৪০,০০০ টাকা ও বহিঃপরিবহন ১০০০ টাকা হয়, তাহলে মোট লাভ কত?
একটি মেশিনের ক্রয়মূল্য ৮,০০ টাকা, সংস্থাপন ব্যয় ৩,০০০ টাকা, ক্রমহ্রাসমান অবচয় হার ১০% হলে, ২য় বছরের অবচয় কত?
উৎপাদন ব্যয় হিসাবে ২টি মূখ্য উদ্দেশ্য হলো-
মেয়াদি বিলের ক্ষেত্রে অনুগ্রহ দিবস কত দিন?
হিসাববিজ্ঞানের কোন নীতি অনুসরণ করে উদ্বৃত্তপত্রে স্থায়ী সম্পত্তির মূল্য দেখানো হয়?
বিক্রয়ের উপর মুসক কোন ধরনের আিইটেন?
মেশিন স্থাপনের জন্য ২০,০০০ টাকা মজুরিা খরচ হয়, যার জন্য ডেবিট করতে হবে-
নিচের কোনটি কারখানা উপরি খরচ নয়?
শতকরা বাষির্ক কত হার সুদে কোন মূলধনে ৫ বছরে সুদাসলে দ্গিগুন হবে।
১টি বর্গাকৃতি ক্ষেত্রের পরিসীমা ৪৪ মিটার হলে ক্ষেত্রফল কত মিটার ?
সমবাহু ত্রিভুজের একটি কোনের পরিমাপ কত ডিগ্রি ?
x+y=7 এবং xy=10 হলে (x+y)2 এর মান কত ?