শব্দের বেগ কোনটিতে বেশি?
ঘাসের ডগায় শিশির বিন্দু জমে কেন?
একটি সেকেন্ড দোলক 24 ঘন্টায় 43200 টি দোলন দেয়। দোলকটির দোলনকাল কত?
নিম্নের চিত্রে 12Ω রোধের মধ্য দিয়ে কত বিদ্যুৎ প্রবাহিত হবে?
একজন লোক 48 ms-1 বেগে একটি বল খাড়া উপরের দিকে নিক্ষেপ করল। বলটি কত সময় শূন্যে থাকবে?
কোনো সিস্টেমের শক্তির রূপান্তরের অক্ষমতা হলো-
1V বিভব পার্থক্যে একিট ইলেক্ট্রনের অর্জিত শক্তি সমান-
কোন লেন্স 80 cm দূরে স্থাপিত একটি বস্তুর সমান ও বাস্তুব বিম্ব গঠন করে। লেন্সটির ক্ষমতা কত?
পড়ন্ত বস্তুর সূত্র পরীক্ষার সাহায্যে প্রমাণ করেন-
ডায়নামোতে পরিবর্তী প্রবাহকে একমুখী প্রবাহে পরিণত করা হয় কোন যন্ত্রাংশ দ্বারা?
বৈদ্যুতিক বলরেখার ধর্ম নয় কোনটি?
তরঙ্গ তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায় না-
একটি রেকটিফায়ার রূপান্তর করে-
একটি বাড়ির মেইন মিটারে 15A, 220V লেখা আছে। কতটি 100 ওয়াটের বাতি ঐ বাড়িতে নিরাপদে ব্যবহার করা যাবে?
কোনটি ক্ষুদ্রতম?
একটি উৎস 4 sec সময়ে 20টি তরঙ্গ সৃষ্টি করে। তরঙ্গশীর্ষ ও তরঙ্গপদের মধ্যবর্তী দূরত্ব 10 cm । কম্পাঙ্ক কত?
দুটি সুসঙ্গত এক বর্ণী আলোকের গঠনমূলক ব্যতিচার তৈরি হবে যখন তাদের দশা পার্থক্য-
কোন বর্তনীতে IE=2mA এবং IB=20μA পাওয়া গেলে প্রবাহ বিবর্ধক গুণক কত হবে?
পীড়নের মাত্রা কোনটি?
একটি সীমাবদ্ধ মাধ্যমে সৃষ্ট তরঙ্গের কম্পাঙ্ক 256 Hz, তরঙ্গের পর পর দুটি সুস্পন্দ বিন্দুর দূরত্ব 0.5m । মাধ্যমে তরঙ্গের বেগ নির্ণয় কর।
A→=i^-3j^+5k^এবং B→=mi^+6j^-10k^দুটি ভেক্টর। m এর মান কত হলে ভেক্টরদ্বয় পরস্পর সমান্তরাল হবে?
একটি টানা তার 100 কম্পাংক সৃষ্টি করতে পারে। ঐ একই তারে দ্বিগুণ কম্পাংক সৃষ্টি করতে হলে তারে টানের পরিমাণ কত হওয়া উচিত?
রেডিয়ামের অর্ধায়ু 1622 বছর হলে, এর ক্ষয় ধ্রুবক কত?
একটি বস্তু স্থির অবস্থান হতে 5 ms−2 সমত্বরণে চলা শুরু করল। সপ্তম সেকেন্ডে এটি কত দূরত্ব অতিক্রম করবে?
একটি 2kΩ এবং একটি 3kΩ রোধ একটি 10Volt ব্যাটারির সাথে শ্রেণি সমবায়ে যুক্ত আছে। 2kΩ রোধের প্রান্তে বিভব পার্থক্য কত?
4i^+2j^-3k^এবং i^-3j^+2k^ভেক্টরদ্বয় পরস্পর লম্ব হবে যদি α এর মান হয়-
দুটি সমান বল একটি বিন্দুতে কার্যরত, এদের লব্ধির বর্গ এদের গুণফলের তিনগুণ হলে বলদ্বয়ের মধ্যবর্তী কোণের মান হবে-
মল্টেজের দ্রবণকে কি বলে?
নিচের কোন বিজ্ঞানী বিদ্যুৎ চুম্বকীয় বল ও দুর্বল বল অভিন্ন প্রমাণ করেন?
গাছ থেকে একটি বল পড়ে গেল। 2 সেকেন্ড পর এটি ভূমিতে আঘাত করার মুহূর্ত্বে এর বেগ কত হবে?
একটি চাকার ভর 2 kg এবং চক্রগতির ব্যাসার্ধ 50 cm হলে জড়তার ভ্রামক কত?
কোন স্থানে ভূ-চৌম্বক ক্ষেত্রের মান ও বিনতির মান যথাক্রমে 4×10-5T এবং 60° হলে ঐ স্থানে ভূ-চৌম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশের মান কত?
100 পাক বিশিষ্ট একটি কুন্ডলীতে 5A তড়িৎ প্রবাহ চালালে 0.01 Wb চৌম্বক ফ্লাক্স উৎপন্ন হয়্ কুন্ডলীর স্বকীয় আবেশ গুনাংক কত?
একটি ধারকের ধারকত্ব 40F । এত কত আধান প্রদান করলে এর বিভব 8 V হবে?
ক্যাথোড রশ্মি কোন আধান বিশিষ্ট?
ভূমি কম্পনের ফলে তরঙ্গ কি ধরনের?
নিচের কোনটি একই রশ্মি প্রদর্শন করে-
নিউটনের প্রথম সূত্র থেকে জানা যায়-
ট্যানজেন্ট সূত্র কোনটি?
একটি বস্তকে 98m/s বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হল। বস্তুটি সর্বাধিক কত উচ্চতায় উঠবে?
একটি লিফট 1ms-2 ত্বরণে উপরে উঠছে। লিফটে আরোহনকারীর ওজন আনুমানিক-
সমচাপে এবং 17°C তাপমাত্রায় 2 লিটার আয়তনকে 3 লিটার করার জন্য তাপমাত্রা কত বৃদ্ধি করতে হবে?
তাপমাত্রা বৃদ্ধি করলে পরিবাহী পদার্থের বিদ্যু পরিবাহিতা কি হবে?
"তড়িৎবর্তনীর যে কোন সংযোগ বিন্দুতে মিলিত প্রবাহমাত্রা গুলোর বীজগাণিতিক সমষ্টি শুন্য’’সুত্রটি কে বর্ণনা করেন?
আপতন কোণ সঙ্কট কোন হলে প্রতসিরণ কোন কত?
স্বর্ণের গলনাংক কত?
যে সমস্ত পরমাণুর ভর সংখ্যা এক কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন তাদেকে বলা হয়-
কক্ষ তাপমাত্রায় গ্লিসারিনের সান্দ্রতা সহগ পানির চেয়ে কত গুণ বেশী
100 পাক বিশিষ্ট একটি কুন্ডলীতে 4 তড়িৎ প্রবাহ চালালে 0.02 Wb চৌম্বক ফ্লাক্স উৎপন্ন হয়। কুন্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক কত?
একটি কামারের মালিক তার ফর্মের তার ফার্শের মুরগীর সংখ্যা 500 থেকে বাড়িয়ে 1000 করার সিদ্ধান্ত নিলেন। িএর ফরে ফার্মের শব্দের তূব্রতা রেভেল কত বৃদ্ধি পাবে?