দুটি সুর শলাকাকে একত্রে শব্দায়িত করলে প্রতি সেকেন্ড 4 টি বীটের সৃষ্টি হয় । একটি শলাকার কম্পাংক 256 Hz হলে, অপরটির কম্পাংক কত?
নিচের কোন ঘটনা থেকে প্রমান করা যায় যে, আলো আড় তরঙ্গ?
কোনটি সংরক্ষণশীল বল নয়?
একটি AC তড়িৎ প্রবাহের সমীকরণ I =30 sin 628t হলে, কম্পাংক কত হার্জ হবে?
একটি ট্রান্সফরমারের মুখ্য ও গৌণ কুন্ডলীর পাক সংখ্যা যথাক্রমে 100 এবং 200 . মুখ্য কুন্ডলীতে ভল্টেজ 200 volt হলে, গৌণ কুন্ডলীতে কি পরিমান ভোল্টেজ সৃষ্টি হবে ?
কোন অধাতু পরিবাহীর মধ্য দিয়ে 2.5 amp অপরিবর্তনশীল তড়িৎ প্রবাহ চলছে। এক মিনিটে এর যে কোনো প্রচ্ছেদের মধ্য দিয়ে কি পরিমান চার্জ স্থানান্তরিত হবে তা নির্ণয় কর।
কৌণিক বিস্তার অল্প হলে কোন নির্দিষ্ট স্থানে সরল দোলকের দোলনকাল T এবং কার্যকরী দৈর্ঘ্য L এর সম্পর্ক কোনটি ?
সিলিন্ডারের মধ্যে পিস্টনের গতি একটি -
কৃষ্ণবিবর বা কৃষ্ণগহবর এর মুক্তি বেগ কত ?
একটি ফুটবলকে ভূমির সাথে 30° কোণে 30ms-1 বেগে ঠিক করা হল 1 সেকেন্ড পরে ফুটবলের বেগ কত হবে ?
কোন কৃষ্ণকায় আর একক ক্ষেত্রফলের প্রতি সেকেন্ডে বিকীর্ণ তাপের পরিমাণ এর পরম তাপমাত্রার কত ঘাতের সমানুপাতিক ?
টিভির পর্দায় শাকিব আল হাসান কে বল নিক্ষেপ করতে দেখা গেল। টিভির পর্দায় ঘটনাটি কত মাত্রিক ?
একই রোধের দুটি তারের দৈর্ঘ্যের অনুপাত 1:2, এদের ব্যাসের অনুপাত কত ?
একটি বন্দুকের গুলি কোন দেয়ালের মধ্যে 0.04m প্রবেশ করার পর অর্ধেক বেগ হারায় গুলিটি দেয়ালের মধ্যে আর কতদূর প্রবেশ করবে ?
একটি সরল দোল গতির বিস্তার A এবং দোলনকাল, T , এর সর্বোচ্চ বেগ কত ?
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির পাঠকক্ষের শব্দের তীব্রতা শব্দের তীব্রতা 10-8Wm-2 লেভেল ডেসিবেল কত ?
মেরু জ্যোতির কারন কি ?
চুম্বক দ্বারা ক্ষীণভাবে বিকর্ষিত হয় কোন পদার্থ ?
θ=90° হলে কৃতকাজের পরিমাণ কত ?
C.G.S পদ্ধতিতে তাপের ক্ষুদ্রতম একক -
টর্কের মাত্রা সমীকরণ কোনটি ?
রকেট জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় -
PV=k,সমীকরণটি কোন সূত্রের প্রকাশ ?
কোয়ান্টাম তত্ত্বের জনক -
কৌণিক বেগের একক rad/sec। 1 রেডিয়ানের মান কত ?
নিচের কোনটি প্যারাচৌম্বক পদার্থ ?
বরফের আপেক্ষিক তাপ হলো?
কোন স্থানে একই সঙ্গে বৈদ্যুতিক ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র বিদ্যমান থাকলে একটি গতিশীল চার্জ যে বল অনুভব করে তাঁকে বলে?
X-ray এর তরঙ্গ দৈর্ঘ্য λ1 এবং সাধারণ আলোকের তরঙ্গ দৈর্ঘ্য λ2 হলে কোন সম্পর্কটি সঠিক?
দুটি তারের দৈর্ঘ্য ও আপেক্সিক রোধ সমান। তার দুটির ব্যাস এর অনুপাত 2:1 । মোটা তারের রোধ 100Ω হলে সরু তারের রোধ কত?
বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করে?
একটি 220V-44W বাল্বের মধ্য দিয়ে কী পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে?
আলোক তড়িৎ প্রক্রিয়ায় আলোর কোন ধর্ম প্রদর্শন করে?
একটি প্রোটন ও একটি ইলেকট্রনের ডি- ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য সমান। কোনটির গতিশক্তি বেশি?
কোনটি পারমাণবিক ঘটনা?
5Ω রোধের একটি রোধের মধ্য দিয়ে প্রতি মিনিটে 720 কুলম্ব চার্জ প্রবাহিত হয়। রোধটির প্রান্তদ্বয়ে বিভব পার্থক্য কত হবে?
1.5 V ব্যাটারির অভ্যন্তরীণ রোধ 1.5Ω। এর প্রান্তদ্বয় 6Ω রোধের সাথে যুক্ত করলে তড়িৎ প্রবাহ কত হবে?
1020 Hz কম্পাঙ্কবিশিষ্ট তড়িৎ-চৌম্বকীয় তরঙ্গটির নাম কী?
যদি v-= (6xy+z3)i^+(3x2-z)j^+(3xz2-y)k^ হয়, তবে ভেক্টর
একটি ফ্লিট কাঁচের তৈরি প্রিজমের প্রতিসারক কোণ 12°। লাল আলোর জন্য এর উপাদানের প্রতিসরাঙ্ক 1.64 হলে, বিচ্যুতি কোণ কত?
প্রিজমের নূ্ন্যতম বিচ্যুতি কোণের শর্ত-
নিচের কোনটি ইউনিভার্সাল লজিক গেইট?
তাপ গতিবিদ্যার কোন সূত্র কজে লাগিয়ে তাপীয় ইঞ্জিন তৈরি করা হয়?
ইয়ং এর দ্বি-পরীক্ষায় চিড় ও পর্দার ব্যবধানে বাড়লে ডোবার ব্যবধান ও প্রস্থ-
200 পাকবিশিষ্ট একটি কুন্ডলীর মধ্য দিয়ে 4A তড়িৎ প্রবাহকালে 4×10-4Wb চৌম্বকফ্লাক্স উৎপন্ন হয়। কুন্ডলীর স্বকীয় -আবেশ গুণাঙ্ক কত?
কোন রং এর বিচ্যুতি সর্বনিম্ন?
নিম্নের কোন কেলাসটি দ্বৈত প্রতিসারক কেলাস
6000 ওয়াটের একটি মোটর 10 সেকেন্ডে কী পরিমাণ কাজ করে?
সেমি কন্ডাক্টরের আপক্ষিক রোধ তাপমাত্রা বাড়ার সাথে কিভাবে পরিবর্তন হয়?
পানিতে জৈব পদার্থ মিশালে এর পৃষ্টটান-