একটি ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য 6000 A0 হলে এর কম্পাংক কত?
যদি কোন বস্তু পর্যবেক্ষকের সাপেক্ষে V বেগে গতিশিল হয়, তবে বেগের অভিমুখে এর দৈর্ঘ্য সংকুচিত হওয়ার মান-
কোন স্থানে ভূচৌম্বক ক্ষেত্রের মান এবং বিণতি ৬০ । উক্ত স্থানে ভূচৌম্বক ক্ষেত্রের আনুভূমিক উপাংশের মান কত?
আপেক্ষিক রোধের একক-
কোন স্থানে ভূচৌম্বক ক্ষেত্রের প্রাবল্যের অনভূমিক উপাংশ 31.85NWb-1 এবং উলম্ব উপাংশ 47.77 NWb-1 হলে ঐ স্থানে ভূচৌম্বক ক্ষেত্রের বিনতির মান-
কোন বিন্দু চৌম্বক ক্ষেত্র এবং চৌম্বক প্রবেশ্যতার অনুপাতকে বলে-
220 ভোল্টের একটি ডায়নামো 55 ওহম রোধের একটি বাতির ভেতর দিয়ে 4A তড়িৎ প্রবাহ পাঠায় । বাতির ব্যয়িত ক্ষমতা-
100 পাক বিশিষ্ট একটি কুণ্ডলীতে 5A তড়িৎ প্রবাহ চালালে 0.01Wb চৌম্বক ফ্লাস্ক তৈরি হয় । কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক -
একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব 20cm । দর্পণ হতে কত দূরে বস্তু স্থাপন করলে চারগুণ বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া যাবে?
3m গভীর একটি পুকুরের তলদেশ কত মনে হবে যদি পানির প্রতিসরাংক 1.33 হয় ।
প্রতিটি গ্রহ সূর্যকে উপবৃত্তের নাভিতে রেখে একটি উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করেছে। এটি-
মান শূন্য নয় এমন দুটি ভেক্টরের ডট গুণফল শূন্য হলে ভেক্টরদ্বয় পরস্পর -
একটি মটর মিনিটে 5.5×105kg পানি 100 m উপরে তুলতে পারে । মটরটির দক্ষতা 70% হলে এর ক্ষমতা কত?
A→=3i^- 4j^+2 k^ ও B→=6i^+2j^ -3k^ এর ভেক্টর গুণফল হবে-
সাধারণত একটি মাত্র কম্পাংকের শব্দকে বলে-
বায়ুতে শব্দের বেগ 32ms-1। 664Hz কম্পাংকের একটি সুরেলী কাঁটার শব্দ কাঁটাটির 100টি পূর্ণ কম্পনকালে দূরত্ব অতিক্রম করবে-
বলের ভ্রামকের মাত্রা সমীকরণ-
30ms-1 বেগে গতিশিল একটি বস্তুর বেগ প্রতি সেকেন্ডে 3ms-1 হারে হ্রাস পায় । থেমে যাওয়ার আগে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে?
একটি বস্তুর উপর 10N বল 10S ক্রিয়া করে । ভরবেগের পরিবর্তন কত?
কোর পরিবাহকের একটি আহিত বস্তুকে রেখে আহিত বস্তুর প্রভাবে পরিবাহকটিকে সাময়িকভাবে আহিত করার পদ্ধতিকে বলে-
দ্বন্দের ভ্রামকের মাত্রা সমীকরণ-
তরল স্ফটিক কোন ধর্ম প্রদর্শন করে?
মান শূণ্য নয় এমন দুটি ভেক্টরের ক্রস গুনফল শূণ্য হলে ভেক্টদ্বয় পরস্পর-
দৈঘ্য পরিবর্তন না করে কোন টানা তারে প্রযুক্ত টান চার গুণ করা হলে-
একটি কার্নেো ইঞ্জিনের দক্ষতা 60% । যতদ উৎসের তাপমাত্রা 400K হয় গ্রাহকে তাপমাত্রা কত?
ডায়নামোতে শক্তির যে রূপান্তর ঘটে তা হলো-
সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘে্র বিকরণ কোনটি?
পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ক্ষেত্রে কোনটি সত্য নয়?
একটি সুরশলাকার কম্পাংক এর বাহুর দৈর্ঘ্যর-
একটি আরোহী ট্রান্সফরমারে 100V সরবরাহ করে 2V তড়িৎ প্রবাহ পাওয়া যায়। এর মূখ্য ও গৌণ কুন্ডলীর পাকসংখ্যার অনুপাত 1:20।গৌণ কুন্ডলীকে সৃষ্ট ভােল্টেজ কত?
10N বলে টানা একটি তারের কম্পাংক 326Hz, তারের টান কত হলে কম্পাংক 256Hz হবে?
অ্যামপ্লিফায়ার হিসেবে ব্যবহৃত হয়-
একটি বেতার তরঙ্গের দৈর্ঘ্য 150m । এর কম্পাংক কত?
কোন বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রী বৃদ্ধি করতে যে পরিমান তাপের প্রয়োজন হয় তাকে বলা হয়-
কোনটি তড়িৎ-চুম্বকীয় তরঙ্গ নয়?
একটি জলাশয়ের প্রবৃত গভীরতা 12m। পানির প্রতিসরাংক 4/3 হলে, জলাশয়টির আপাত গভীরতা কত?
কোন স্থানে বাতাস 30km/hr বেগে পশ্চিম দিকের সাথে 45° কোণে দক্ষিণ দিকে বইছে । বাতাসে বেগের পূর্বমুখী উপাংশের মান কত ? km/hr
9.8 ° বেগে খাড়া উপরের দিকে একটি পাথরকে ছোড়া হলে, কত সেকেন্ড পর এটি ভূপৃষ্ঠে ফিরে আসবে ?
একটি গাড়ি 50 km/hr বেগে 60 m ব্যাসার্ধের একটি রাস্তার মোরে নিতে হলে, আনুভূমিকের সাথে রাস্তাটির ব্যাংকিং কত ডিগ্রি হওয়া প্রয়োজন ?
60 kg ভরের জনৈক ব্যক্তি 20 min এ 180 m উচ্চ চূড়ায় আহোরণ করেন । তার বিভবশক্তি কত জুল ?
2 kg ভরের কোন বস্তু চাঁদে ওজন কত নিউটন হবে ?
0.01 m2 ক্ষেত্রফল বিশিষ্ঠ একটি পাত 2 mm পুরু গ্লিসারিনের একটি স্তরের উপর রাখা রয়েছে । পাতটি 0.05 ms-1 বেগে চালনা করতে 0.4 N আনুভূমিক বলের প্রয়োজন হলে, সান্দ্রতা গুনাঙ্কের মান কত ?
একটি দেয়ালঘড়ির মিনিটের কাঁটার কৌণিক বেগ কত rads-1?
কোন শ্রেণিকক্ষের শব্দের তীব্রতা 1×10-6 Wm-2 হলে, শব্দের তীব্রতা লেভেল ডেসিবেলে কত ?
γ = 1.67 হলে, গ্যাসটির অনু কত পারমাণবিক হবে ?
তাপ গতিবিদ্যার প্রথম সূত্র নিচের কোন দুটির মধ্যে সম্পর্ক স্থাপন করে ?
দুটি ধারককে সমান্তরালভাবে যুক্ত করলে, তুল্য ধারকত্ব 5F এবং শ্রেণিতে যুক্ত করলে তুল্য ধারকত্ব 1.2F হয় । ধারক দুটির ধারকত্ব কত ফ্যারাডে ?
100 Ω রোধের একটি গ্যালভানোমিটার 10 mA বিদ্যুৎ প্রবাহ নিরাপদে গ্রহণ করতে পারে । 10 A বিদ্যুৎ প্রবাহ পরিমাপের জন্য কত Ω রোধের শান্ট ব্যবহার করা দরকার ?
45 cm2 ক্ষেত্রফলবিশিষ্ঠ একটি তল 5×10-5T সুষম চৌম্বকক্ষেত্রের সাথে 60° কোণ তৈরি করে । তলের মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স কত Wb ?
একটি উভোত্তল লেন্সের দুই পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ যথাক্রমে 15cm এবং 30cm. লেন্সেটির ফোকাস দূরত্ব 20cm হলে, এর উপাদানের প্রতিসরাঙ্ক কত ?