4 ms-1 বেগে হাঁটার সময় একজন লোক 6 ms-1 বেগে লম্বভাবে পতিত বৃষ্টির সম্মুখীন হলো। বৃষ্টি থেকে রক্ষ পেতে হলে কত কোণে ছাতা ধরতে হবে ?
3 ω রোধের একটি তারকে টেনে তিন গুন করলে তারটির বর্তমান রোধ কত হবে ?
3 রোধের একটি তারকে সমবাহু ত্রিভুজের আকারে বাঁকানো হল । এর একটি বাহুর প্রান্তদ্বয়ের মধ্যবতী রোধের মান হবে -
একটি পিজমের প্রতিসারক কোণ 60° এবং এর উপাদানের প্রতিসরাংক 1.48 । ন্যূনতম বিচ্যুতি কোণ ?
h মিটার উচু স্থান থেকে একটি বস্ত পড়ছে । কোথায় তার গতি-শক্তি স্থিতি-শক্তির অর্ধেক হবে ?
এক খনড রেডাণের ৬০% ক্ষয় হতে কত সময় লাগবে ? রেডনের অর্ধায়ু 3.82 দিন ।
একটি ৬০ ওয়াটের বাতি ৫ মিনিটে কত বিদ্যুত শক্তি ব্যবহার করবে ?
একজন ক্রিকেটার একটি বলকে সর্বোচ্চ 100 m। আনুভূমিক দূরত্বে ছুড়তে পারে। একই বলকে ক্রিকেটার মাটি থেকে উপরের দিকে কত উচ্চতায়? ছুড়তে পারবে?
27° C তাপমাত্রায় 3 g নাইট্রোজেনের মোট গতি শক্তি কত?
কোন শ্রেণিকক্ষে শব্দের তীব্রতা 10-8Wm-2 হলে শব্দর তীব্রতা লেভেল ডেসিবেলে র্ণিয় কর ।
কোন বর্তনীতে 30 ω রোধ যোগ করলে প্রবাহমাত্রা 6 : 5 অনুপাতে কমে - যায় । বর্তশীতে পূর্বে কত রোধ ছিল?
যে সব বন্ত একটি বাজ পাখির চোখে ন্যুনতম 1.7×10-2 ডিগ্রি কোণ উৎপন্ন করে সে সব বস্তর অভিত্ব পাখিটি বুঝতে পারে । পাখিটি যখন 100m উপর দিয়ে উড়ে তখন ভূমির উপর কত ক্ষুদ্র বস্তুর অস্তিত্ব বুঝতে পারে?
একটি চন্দ্রতরী 10 ms-1 সমবেগে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করেছেন । চন্দ্রপৃষ্ঠে হতে 120m উঁচুতে থাকা অবস্থায় এর গিয়ার থেকে ছোট একটি বস্তু পড়ে গেল চন্দ্রপৃষ্ঠে আঘাতের সময় বস্তুটির বেগ নির্ণয় কত। (চাঁদে g=1.6 ms-2)
h উচ্চতার একটি সুইমিং পুলের কত গভীর পর্যন্ত পানি দিয়ে পূর্ণ করলে মনে হবে যে তা অর্ধেক পূর্ণ হয়েছে ?
দু'টি β কণা একে অপরকে বিপরীত দিকে 0:8c (এখানে c আলোর গতিবেগ) গতিতে অগ্রসর হলে তাদের আপেক্ষিক গতিবেগ কত?
একটি ইটের দৈর্ঘ্য 0.24m, প্রস্থ 0.12 ও উচ্চতা 0.06m এবং ভর 2 kg ইটের দৈঘ্যকে আনুভ্মিক অবস্থান হতে উলম্ব অবস্থানে রাখতে কি পরিমাণ কাজ করতে হবে?
একটি ফ্যান 90W এবং একটি বাতি 43 W ব্যবহার করলে 450 W এর একটি IPS দ্বারা কতটি ফ্যান ও বাতি চালানো যানে?
তীর্যকভাবে নিক্ষিপ্ত কোন বুলেট সর্বাধিক 190m উচ্চতায় উঠে 2s পরে মাটিতে গড়ল ।সর্বাধিক উচ্চতায় বুলেটটির বেগের উলম্দ উপাংশের মান কত?
নিচের কোন দুটির মাত্রা সমীকরণ একই?
অলিম্পিক গেমসের চাকতি নিক্ষেপ ইভেন্টে বাংলাদেশের প্রতিযোগী রহিম চীকতিটিকে 20ms-1 বেগে এবং আনুভূমি সাথে 30° কোণে নিক্ষেপ করল । চাকতিটি আনুভূমিক দিকে কত দূরত্ব অতিক্রম করবে?
ছানাবাসের একজন ছাত্র কলেজের ঘণ্টাধবনি শুনে তাঁর ঘড়ি ঠিক করল এতে তার হড়ি 1sec ধীরে চলতে লাগলো । ঐ দিনের তাপমাত্রা 25° C হলে কলেজ হতে ছাত্রাবাসের দূরত্ব কত?
একটি রোধের গায়ে বাদামী, কালো, লাল ও সোনালী রং দেওয়া আছে। রোধের মান কত?
ঘণ্টায়. 40kmবেগে পূর্বদিকে চলমান একটি গাড়ির চালক ঘন্টায় 403km বেগে একটি ট্রাককে উত্তর দিকে চলতে দেখল ।ট্রীকটি কোন দিকে চলছে?
2mm ব্যাসার্ধের একটি বৃষ্টির ফোঁটা 250m উচ্চতা থেকে মাটির উপর পড়ছে । বৃষ্টির ফোঁটার উপর অভিকর্ষীয় বল কতটা কাজ করবে?
একটি রাস্তা 60m ব্যাসার্ধে বীক নিয়েছে। এ স্থানে রাস্তাটি 6m চওড়া এবং এর ভিতরের কিনারা হতে বাইরের কিনারা 0.6m উচু | সর্বোচ্চ কত বেগে এ স্থানে নিরাপদে বাক নেয়া সম্ভব ।
প্রতি সেকেন্ডে 200 চক্রের ডপলার পরিবর্তন উৎপন্ন করতে হলে 1050 Hz বম্পঙ্ক বিশিষ্ট শব্দ উৎসকে কোন স্থির দর্শকের দিকে কি বেগে আগমন করতে হবে?
0.02m ব্যাসার্ধ বিশিষ্ট 64 টি. গোলাকার ফোঁটাকে -একহিত করে একটি বড় ফোটায় পরিণত করা হল । যদি প্রতি ফোঁটায় 1C চার্জ. বিদ্যমান থাকে তবে বড় ফৌটার বিভব কত?
খাড়া অবস্থায় রাখা একটি মিটার দণ্ড কাত হয়ে পড়ে । দণ্ডটি কত কৌণিক বেগে ভূমিকে আঘাত করবে?
একটি রকেট প্রতি সেকেন্ডে 0.07kg জ্বালানি খরচ করে । রকেট থেকে নির্গত গ্যাসের বেগ 100km/s হলে রকেটের উপর কত বল ক্রিয়া করে? (এখানে অভিকর্ষ বলের প্রভাব উপেক্ষা করা যেতে পারে)।
°
একটি বিদ্যুৎ পরিবাহী দুটি শাখায় বিভক্ত হয়েছে এবং এই দুই শাখায় রোধের অনুপাত 5 :7 শাখা দুটিতে উৎপন্ন তাপের অনুপাত কত?
পানির 3M গভীরতায় স্থাপিত একটি ক্ষুদ্র আলোর উৎস হতে আলোট পানির তল হতে চারদিকে ছড়িয়ে পড়েছে । আলোর প্রতিসরণে পানির উপরিতলে যে আলোকিত বৃত্তের সৃষ্টি হবে তার ব্যাসার্ধ কত? μ=5/4
পৃথিবী সূর্যের চারদিকে পরিভ্রমণ করছে । পৃথিবীর পর্যায়কাল প্রায় 365 দিন এবং পৃথিবীর কেন্দ্র থেকে সূর্ষের দূরত্ব 1.5×1011m হলে সূর্যের ভর কত?
রুদ্ধ তাপীয় পরিবর্তনে আয়তন ও তাপমাত্রার সম্পর্ক-
বর্তনীতে সংযুক্ত তিনটি রোধকের মান যথাক্রমে 6.5 ওহম এবং 1.3 ওহম। উহারা সিরিজ সংযোগের মাধ্যমে 18 ভোল্টের একটি ব্যাটারী সহিত যুক্ত থাকলে বর্তনীতে প্রবাহিত তড়িতের পরিমাপ কত?
কোন ট্রানজিস্টরের কমন বেস সার্কিটে 100μA এ ক্ষেত্রে উন্নীত করায় কালেক্টর কারেন্ট 80μAথেকে 98 μA এ- উন্নীত হলো। এক্ষেত্রে কারেন্ট এ্যমপ্লিফিকেশন অ্যাক্টর নির্ণয় কর।
1mm2 প্রস্তচ্ছেদ বিশিষ্ট একটি ইস্পাতের তারের দৈর্ঘ্য 6% বৃদ্ধি করলে কত বর প্রয়োগ করতে হবে? [ ইস্পাতের Y=2×1011Nm-2]
লেপ্টন কণার স্পিন-
একটি p টাইপের অর্ধপরিবাহী তৈরি করার জন্য বিশুদ্ধ সিলিকনকে যে অদ্রব্য পরামণূ দিয়ে ডোপিং করা হয়, সেটি হল-
একটি আবেশেকের স্বকীয় আবেশ গুনাংক 10 হেনরি। এর মধ্যে দিয়া 6×10-1 সেকেন্ডে তড়িৎ প্রবাহমাত্রা 10 এম্পিয়ার হতে হ্রাস পাইয়া 7 এম্পিয়ার মাত্রায় নেমে আসলে আবিষ্ট তড়িচ্চালক শক্তির মান কত?
একটি মোটরের ক্ষমতা 16 W । 4 মিনিটে এর দ্বারা কৃত কাজ কত?
1m দীর্ঘ একটি তারের দৈর্ঘ্য 0.01m বৃদ্ধি পেলে তারটির অর্ণুদৈর্ঘ্য বিকৃত হবে-
প্রায় 1200 ফুট উচ্চতায় অবস্থিত বিমান হতে 1 কেজি ওজনের একটি বস্তুকে ছেড়ে দেয়া হল। প্রতি সেকেন্ডে কত গতিবেগ উহা পৃথিবী পৃষ্ঠের দিক ধাবিত হবে?
m এর মান কত হলে A→=3i^+mj^+k^ এবং B→=4i^+3j^-6k^ ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে?
স্থির তাপমাত্রার কোন গ্যাসের আয়তন স্বাভাবিক চাপের আয়তনের 4 গুণ করার জন্য কত পরিমান চাপ প্রয়োগ করতে হবে?
SI পদ্ধতিতে জড়তার ভ্রামকের একক কোনটি?
একটি গাড়ি চলতে থাকলে এর টায়ারের ভেতরে একটি তাপগতীয় প্রক্রিয়া চলে এই প্রক্রিয়া হল-
কোন স্থানে ভূ-চুম্বক ক্ষেত্রের অনুভূমিক ও উলম্ব উপাংশের মান সমান হলে, ঐ স্থানে বিনতি কোণের মান কত?
দুটি বস্তুর মধ্যে যে দূরত্ব আছে তা অর্ধেক নেমে অসলে মহাকর্ষ বল-
সরল, ছন্দিত স্পন্দনে স্পন্দিত কণার ক্ষেত্রে 12kA2 হচ্ছে -