একটি ত্রিভুজের দুইটি কোনের পরিমাণ ৩৫° ও ৫৫°। ত্রিভুজটি কোন ধরনের?
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 300 বর্গমিটার হলে তার পরিসীমা কত?
4x = 8 হলে X এর মান কত?
যদি x + 2y = 4 এবং xy = 2 হয় তবে x = কত?
কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি কত হবে?
১৫০ মিটার লম্বা ট্রেন ৪৫০ মিটার লম্বা একটি প্লাটফর্ম ২০ সেকেন্ডে অতিক্রম করলে ঐ ট্রেনের গতিবেগ প্রতি সেকেন্ডে কত হবে?
ক : খ = ৪ : ৫, খ : গ = ২ : ৩। ক এর নিকট ৮০০ টাকা থাকলে গ এর টাকার পরিমান কত
ক্ষুদ্রতম সংখ্যাকে ২, ৩, ৪, ৫, ৬ দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে ১ অবশিষ্ট থাকে -
৬ জন পুরুষ, ৮ জন স্ত্রীলোক এবং ১ জন বালকের বয়সের গড় ৩৫ বছর। পুরুষদের বয়সের গড় ৪০ বছর এবং স্ত্রীলোকদের বয়সের গড় ৩৪ বছর। বালকের বয়স কত ?
একটি দ্রব্য ৫০০ টাকায় ক্রয় করে ১০% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম হলে কত টাকা লাভ হতো?
২, ৩, ৫, ৮, ১৩, ২১, ৩৪……. ধারাটির পরের সংখ্যা কত?
০.১×০.০১×০.০০১০.২×০.০২×০.০০২ = কত?
যদি x+1x=5 হয়, তবে xx2+x+1 এর মান কত?
14
৪
-4
16
দুইটির সংখ্যার অনুপাত 5 : 6 এবং এদের লসাগু 120 হলে সংখ্যা দুইটির গসাগু কত?
১ হতে ৫০ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি?