আরমান লিমিটেড ২০১০ সালের ১লা জানুয়ারি একটি আসবাবপত্র ক্রয় করে ১৫% হারে ক্রম হ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করার সিদ্ধান্ত গ্রহণ করে। ১লা জানুয়ারি ২০১৪ তারিখে আসবাবপত্রটির বহির্মূল্য ১,২২,৮২৫.০০ টাকা হলে ক্রয়মূল্য কত?
বছরের শুরুতে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মোট সম্পদের পরিমাণ ছিল ১২০০০০০ টাকা এবং মোট বহিঃদায় ছিল ৭০০০০০ টাকা। বছর শেষে মোট সম্পদ ২০০০০০ টাকা বেড়ে গেল এবং মোট বহিঃদায় ১০০০০০ টাকা কমে গেলে সমাপনী মালিকানা স্বত্ব কত হবে?