রেডিয়ামের অর্থজীবন 1590 বছর। এর গড় জীবন কত বছর?
একটি দেওয়াল ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য 18 cm হলে এর কৌণিক বেগ কত?
গরমের ফলে একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য বৃদ্ধি পেল। এর ফলে দোলকটি দিনে 200 sec ধীরে চলে। পরিবর্তিত দোলনকাল কত?
ডানপার্শ্বের বর্তনীটির তুল্য ধারকত্ব কত µA?
গাছ থেকে 2 kg ভরের একটি নারিকেল সোজা নিচের দিকে পড়ছে। বাতাসের বাধা 8.6 N হলে নারিকেলটির ত্বরণ কত?
কত তাপমাত্রায় অক্সিজেন অণুর মূল গড় বর্গবেগ - 100°C তাপমাত্রায় হাইড্রোজেন অণুর মূল গড় বর্গবেগের সমান হবে?
কোন চিরের প্রন্থ 3 x 10-4 cm। যে আলো দিয়ে তাকে আলোকিত করা হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য 6000 Å। কেন্দ্রীয় চরমের উভয় পাশে প্রথমক্রম অবমগুলোর মধ্যবর্তী কৌণিক দূরত্ব কত?
কোন তাপমাত্রায় কেলভিন ও ফারেনহাইট স্কেলে একই পাঠ পাওয়া যায়?
ফেরোমিটারের সাহায্যে একটি উত্তল লেন্সের উচ্চতা পরিমাপ করে গড় উচ্চতা 5.21 cm এবং সমতল কাঁচ প্লেটের উচ্চতা 0.25 cm পাওয়া গেল। স্ফেরোমিটারের তিন পায়ের মধ্যবর্তী দূরত্ব যথাক্রমে 6.3 cm, 6.5 cm 3 6.4 cm। উত্তল লেন্সটির গভীরতা ও কাঁচ প্লেটের উচ্চতা একই হলে উত্তল লেন্সটির বক্রতার ব্যাসার্ধ নির্ণয় কর।
একটি সিলিকন ট্রানজিস্টরের ইনপুট রোধ 150 Ω। পীঠ প্রবাহ 50 µA পরিবর্তনের জন্য কালেক্টর প্রবাহের পরিবর্তন হয় 2.5 mA। ট্রানজিস্টরটি সাধারণ এমিটার অ্যামপ্লিফায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে যার ভার রোধ 5 k2। অ্যামপ্লিফায়ারের ভোল্টেজ লাভ কত?
কোন স্প্রিং-এর এক প্রান্তে m ভরের একটি বস্তু ঝুলালে এটি 8 cm প্রসারিত হয়। বস্তুটি এরপর একটু টেনে ছেড়ে দিলে এর পর্যায়কাল কত হবে?
250 m উঁচু একটি ঝর্ণা থেকে পানি মাটিতে পড়ে অনুভূমিকভাবে নির্দিষ্ট গতিবেগে গড়িয়ে যাচ্ছে। শক্তির অপচয় অগ্রাহ্য করলে পানির বেগ কত?
ডানপার্শ্বের বর্তনীতে x, y, z এর কোন মানগুলোর জন্য R বাল্বটি জ্বলবে?
A→=3i^+j^+2k^ এবং B →= 2i^ - 2j^+ 4k^ উভয় ভেক্টরের উপর অভিলম্ব ভেক্টর হলো-
একটি উপগ্রহ নিজ অক্ষে 10 ঘণ্টায় আবর্তন করে। এর ব্যাস 14 × 104 m; 104 kg ভরবিশিষ্ট একটি নভোযান উপগ্রহটিতে অবতরণ করলে উপগ্রহের নিজ অক্ষের ঘূর্ণনের কারণে নভোযানের ওজন কত হ্রাস পাবে?
ধ্বংসাত্মক ব্যতিচারের জন্য পথ পার্থক্য কত হবে?
প্রতি সেকেন্ডে 10 লি. পানি 10 m উপরে তোলার জন্য কত ক্ষমতার পাম্প প্রয়োজন হবে?
200 g ভরের একটি বস্তু 20 m উপর থেকে পড়লে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে গতিশক্তি কত হবে?
একটি বাড়ির বৈদ্যুতিক মিটারে "10 A-220 V" লেখা আছে। কতগুলো 40 W-এর বাতি নিরাপদে লাগানো যাবে?
একজন সাইকেল আরোহী ঘণ্টায় 24 km বেগে 30 m ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে মোড় নিচ্ছে। তাকে উল্লম্বের সাথে কত কোণে হেলে থাকতে হবে?
কোনটি মৌলিক এককের পরিমাপ নয়?
কোন একটি হ্রদের তলদেশ হতে একটি বায়ু বুদ্বুদ পানির উপরিপৃষ্ঠে আসলে এর আয়তন দ্বিগুণ হয়। বায়ুর চাপ 1.01 × 105 Pa হলে হ্রদের গভীরতা কত?
ডান পার্শ্বের বর্তনীটির প্রবাহমাত্রা কত?
একটি তরঙ্গের দুটি বিন্দুর মধ্যে দশা পার্থক্য π/2। বিন্দুদ্বয়ের পথ পার্থক্য কত?
হীরকের পৃষ্ঠতলে একটি আলোক রশ্মি 60° কোণে আপতিত হয়ে 12° কোণে প্রতিসূত হল। হীরকের সমাবর্তন কোণ কত ডিগ্রি?