কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ১০২ ও ১৮৬ কে ভাগ করলে প্রত্যেক বার ৬ অবশিষ্ট থাকবে?
একটি গহনার ওজন ৩২ গ্রাম । এর সোনার পরিমাণঃতামার পরিমাণ=৩ : ১ । এতে কি পরিমাণ সোনা মিশালে অনুপাত ৪ : ১ হবে?
কোন ভগ্নাংশটি ২/৩ থেকে বড় ?
সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সে . মি. হলে তার অতিভুজের মান কত?
একটি আয়তাকার মসজিদের ১৫ মিটার দীর্ঘ এবং ১১ মিটার প্রশস্ত মেঝে ২.২ মিটার লম্বা এবং ১.২৫ মিটার চওড়া কতটি মাদুর দিয়ে ঢাকা যাবে?
কোনো আসল ৩ বছরে সুদে আসলে ৪৬০ টাকা এবং ৫ বছরে সুদে আসলে ৫০০ টাকা হলে শতকরা সুদের হার হবে-
কাফিলাতলী হাই স্কুলে ৭০% পরীক্ষার্থী ইংরেজি এবং ৮০% বাংলায় পাস করেছে। উভয় বিষয়ে ফেল করেছে ১০% । যদি উভয় বিষয়ে ৩৬০ জন পাস করে থাক ঐ স্কুল হতে কত জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে?
a-bab+b-cbc+c-aca= কত?
ত্রিভুজের ক্ষেত্রফল-
পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৭২ বছর । পিতার বয়স পুত্রের বয়সের ৩ গুণ। পুত্রের বয়স কত?