10 সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র হতে জ্যা-এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বৃত্তটির অর্ধ জ্যা অপেক্ষা 2 সে.মি. কম। জ্যা এর দৈর্ঘ্য কত?
বনভোজেনে যাওয়ার জন্য একটি বাস 2400 টাকায় ভাড়া ভাড়া করা হলো এবং সিদ্ধান্ত গৃহীত হলো যে, প্রত্যেক যাত্রী সমান ভাড়া দিবে। 10 যাত্রী অনুপস্থিত থাকায় মাথাপিছু ভাড়া 4 টাকা বৃদ্ধি পেল। বাসে কতজন যাত্রী গিয়েছিল?
p2-2p - 1 = 0 হলে (p-1/p) এর মান কত?
যদি a এর 120% সমান b এর 80% হয়, তবে a+b = ?
একটি ঘড়ি 150 টাকায় বিক্রি করলে 25% ক্ষতি হয়। ঘড়িটির ক্রয়মূল্য কত?