একটি ক্রিকেট বলকে 49 মি/সে বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে কত সময় পর তা আবার পূর্বের অবস্থানে ফিরে আসবে?
10 একক মানের একটি ভেক্টরকে দুইটি লম্ব উপাংশে বিভক্ত করায় একটির মান 8 একক পাওয়া গেল। অপরটির মান কত?
একটি কার্নো ইঞ্জিনের জন্য যদি তাপ উৎসের তাপমাত্রা অপরিবর্তিত রেখে তাপ গ্রাহকের তাপমাত্রা ধীরে ধীরে কমানো হয়, তাহলে ইঞ্জিনের কর্মদক্ষতা কেমনভাবে পরিবর্তিত হবে ?
100 গিগাবাইটে কত বাইট?
গড় মুক্তপথ গ্যাসের ঘনত্ব -এর
আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি নির্ভর করে -
50 m গভীর হ্রদের তলদেশ থেকে V আয়তনের একটি বায়ুর বুদবুদ উপরিতলে বাতাসে উঠে এলে, তার আয়তনের কি পরিবর্তন হবে ? [বায়ুচাপ: 105N/m2]?
একটি গাড়ির ইঞ্জিন 200 kN বল প্রয়োগ করে এবং গাড়িটি এক মিনিটে 21 m স্থানচ্যুতি হয়। গাড়িটির ক্ষমতা কত?
একটি হালকা বস্তু ও একটি ভারী বস্তুর ভরবেগ সমান, এর মধ্যে কোনটি গতিশক্তি বেশি?
দুইটি সুরশলাকার কম্পাঙ্ক যথাক্রমে 128 Hz ও 384 Hz । বায়ুতে শলাকা দুইটি হতে সৃষ্ট তরঙ্গদৈর্ঘ্যের অনুপাত কত?
এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়লে শব্দের বেগের পরিবর্তন হবে?
একই তীব্রতার উৎস হতে উৎপন্ন শব্দ কোন সময় সবচেয়ে বেশি দূরত্বে শোনা যাবে?
মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা হলো?
কোনো বস্তুর ভর 100 kg ± 2% এবং আয়তন 10 m3 ±3% হলে ঐ বস্তুর ঘনত্বের শতকরা ত্রুটি কত হবে ?
সরল দোলকের ববের ভর বেশি হলে, দোলনকাল কী হবে?
একটি কাচ পৃষ্ঠের উপর পানি ঢাললে তা যতটা ছড়ায় দুধ ততটা ছড়ায় না । এর কারণ -
একটি দ্বি-পরমাণু বিশিষ্ট গ্যাসের ক্ষেত্রে Cp/Cv হল?
একটি কৃষ্ণবিবরের যে কেন্দ্রস্থলীয় অংশে তার পদার্থসমূহ আবদ্ধ থাকে সেই ব্যাসার্ধকে কী বলে?
মহাবিশ্বে লোহা অপেক্ষা ভারী মৌলিক পদার্থ সৃষ্টির কারণ-
আনুভূমিক পথে সমগতিতে উড্ডয়নশীল একটি বোমারু বিমানের তলদেশ থেকে একটি বোমার বাঁধন আলগা করে ছেড়ে দেওয়া হলো। এটির গতিপথের আকার কি হবে?