0°C তাপমাত্রায় একটি কয়েলের রােধ 2Ω এবং রােধের উষ্ণতা গুনাংক α= 0.004/°C হলে, 100°C তাপমাত্রায় কয়েলের রােধ হবে-
2l দৈর্ঘ্য, M চৌম্বক ভ্রামক এবং m মেরু শক্তি বিশিষ্ট একটি দীর্ঘ চুম্বক শলাকাকে সমান দুভাগে ভাগ করা হল। প্রত্যেক টুকরার চৌম্বক ভ্রামক ও মেরু শক্তি হবে-
কোন স্থানে ভূ-চুম্বকের চৌম্বকক্ষেত্রের অনুভূমিক উপাংশ H ও উলম্ব উপাংশ V এর মধ্যে নিম্নের কোন সম্পর্কটি সঠিক যেখানে বিনতি কোণ 60°?
স্থির শ্রোতার দিকে চলমান কোন শব্দ উৎসের গতিবেগ ও কম্পাঙ্ক যথাক্রমে 110 m/s ও 150 Hz শব্দের বেগ 330 m/s হলে স্থির শ্রোতার কাছে আপাত কম্পাঙ্ক হবে-
কোন বিন্দু উৎস থেকে শব্দ চারদিকে ছড়িয়ে পড়ছে। উৎস থেকে 9 m এবং 25 m দূরে শব্দের বিস্তারের অনুপাত হবে-
a বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের কৌণিক বিন্দু A, B, C ও D তে যথাক্রমে চারটি চার্জ +q, +q, -q ও -q স্থাপন করা হল। উহার কেন্দ্র 0 বিন্দুতে বৈদ্যুতিক বিভবের মান হবে-
সমান্তরাল পাত ধারকের দুই পাতের মধ্যে ডাইইলেকট্রিক দ্বারা পূর্ণ করায় ধারকত্ব 5 থেকে বেড়ে 60 μF হয় । ডাইইলেকট্রিকের ডাইইলেকট্রিক (পরাবৈদ্যুতিক) ধ্রুবকের মান হবে-
যদি কোন উৎস থেকে সর্বোচ্চ বিকীর্ণ তাপের তরঙ্গ দৈর্ঘ্য 2.9× 10-7m হয় তবে উৎসটির তাপমাত্রা হবে-
T টানা একটি তারের মধ্যে দিয়া চলমান একটি তরঙ্গের কম্পাঙ্ক ∫ এবং তরঙ্গ দৈর্ঘ্য λ। যদি তারের টান বৃদ্ধি করে 4T করা হয় এবং এ তরঙ্গের কম্পাঙ্ক অপরিবর্তিত থাকে তাহলে তরঙ্গ দৈর্ঘ্য হবে-
একটি সরল দোলকের দৈর্ঘ্য কি পরিমাণ পরিবর্তন করলে তার দোলনকাল দ্বিগুন হবে?
একটি শব্দ-তরঙ্গ এক মাধ্যম হতে অন্য মাধ্যমে প্রবেশ করলে, পরিবর্তিত হয়-
1 m দীর্ঘ ও 1 mm ব্যাসের একটি তারের দৈর্ঘ্য 0.05 cm বৃদ্ধি করা হলে ও তারটির ব্যাস হ্রাস পাবে- [Poisson ratio, Y = 0.25]
50 km উঁচু থেকে পড়ন্ত দুটি শিলাপিন্ডের ব্যাসার্ধের অনুপাত 1 : 2 শিলাপিন্ড দুইটির অন্তবেগের অনুপাত হবে-
রুদ্ধতাপীয় পরিবর্তনে নিচের কোন সম্পর্কটি সত্য?
একটি বস্তু 4 cm বিস্তারে সরল ছন্দিত স্পন্দন সম্পন্ন করছে। সাম্যবস্থ্য থেকে কত দূরত্বে বস্তুটির গতিশক্তি ও স্থিতিশকি সমান হবে?
100Ω রোধে একটি গ্যালভানোমিটারের সাথে 5Ω এর সান্ট যুক্ত করে একটি তড়িৎ বর্তনীর সাথে সংযুক্ত করা হল। গ্যালভানোমিটারের মধ্য দিয়ে 0.5 A প্রবাহ পাওয়া গেলে, বর্তনীর মূল প্রবাহ কত?
কোন তাপমাত্রায় ফারেনহাইট ও কেলভিন স্কেলে একই পাঠ পাওয়া যায়?
চাপ স্থির রেখে 27°C তাপমাত্রার কোন নির্দিষ্ট ভরের গ্যাসকে কত তাপমাত্রার এর আয়তন দ্বিগুণ হবে?
তড়িৎ প্রবাহ I বহন করা L দৈর্ঘ্যের একটি তারকে বৃত্তাকার করা হলো। এই বৃত্তের কেন্দ্রে চৌম্বকক্ষেত্রের মান কত?
কোন প্রিজমের প্রতিসারাংক 2 এবং প্রিজম কোন 60° হলে নুন্যতম বিচুত্যি কোণ কত?
একটি সামান্তরাল পাত ধারকের প্রতিটি পাতের পৃস্ট ক্ষেত্রফল 1.4m2 এবং বায়ুর মাধ্যে পাতদ্বয়ের মধ্যবর্তী দুরত্ব 3cm ইহার ধারকতত্ব নির্নয় কর।
একটি 40 Wait বাতি 10 মিনিট ধরে জ্বলে ব্যায়িত বৈদুতিক শক্তি Joule- এ নির্নয় কর।
একটি ট্রান্সফরমার মুখ্য কুন্ডলীর পাক সংখ্যা 60 এবং ভোল্টেজ 240V এর গৌণ কুন্ডলীর পাক সংখ্যা 106 হলে গৌণ কুন্ডলীর ভোল্টেজ কত।
একটি ইঞ্জিন স্থির দর্শক অতিক্রম কালে এর হুয়েলসেল অপাতপ্রতিয় মান কম্পাংক 6:5 অনুপাতে পরিবর্তন হয়।যদি বাতাসে শব্দের বেগ 332 ms-1 হয়। তবে ইঞ্জিনের বেগ নির্নয় করো।
একই তরঙ্গেরর দুটি বিন্দুর মধ্যে পথ পার্থক্য λ4 এই বিন্দু দুটির মধ্যে দশা পার্থক্য নির্নয় কর।
0.2mm বিশিষ্ট পানির 1000 ক্ষুদ্র ফোটা মিলে একটি বৃহৎ ফোটা তৈরি করে। বৃহৎ ফোটাটি তৈরি করতে নির্গত শক্তি নির্নয় করো।
0.5kg ভরের 0° C তাপমাত্রা বরফকে 100°C তাপমাত্রায় বাস্পে পরিনত করতে কত তাপমাত্রা প্রয়োজন?
যদি সেকেন্ডে দোলকের দৈর্ঘ্য 22.5%বাড়ানো হয় তাহলে দোলন কাল কত?
2m দৈর্ঘ্যর এবং 1mm2 একটি প্রস্হচ্ছেদ এর একটি স্টিল তারের যুক্ত 20N বল প্রয়োগ করলে কতটুক দৈর্ঘ্যর বৃদ্ধি পাবে? [Y=2×1011Nm-2]
22ms-1 বেগে আগত 0.25kg ভরের একটি ক্রিকেট বলকে খেলোয়ার ধরে 0.12s সময়ের মধ্যে থামিয়ে দিলে। খেলোয়ার কৃতক প্রুযুক্ত বল।
4.2×104 ms-1 বেগে চলমান একটি নিউট্রন এর গতি বেগ বের কর।নিউট্রনের ভর 1.67×10-27
ভেক্টর A¯=2i^+3j^-k^ এবং B¯=6-3j^+2k^এর মধ্যাকার কোণ নির্নয় কর।
একটি গোলাকার বুদবুদে ব্যাসার্ধ বৃদ্ধির হার 0.2mm/sec যখন ব্যাসার্ধ 7mm তখন ঐ গোলাকার আয়তন বৃদ্ধির হার হলো ?
0.25kg এবং 0.50 kg ভরের দুইটি বস্তু যথাক্রমে h1 এবং h2 উচ্চতা হতে মুক্তভাবে পরে একই সমান গতিপৃস্টের ভূপৃষ্ঠে পড়লে। h1/h2 এর মান কত?
একটি অবতল দর্পনের ফোকাস দুরুত্ব 22cm দর্পন হতে কত দুরে বস্তু স্থাপন করলে চারগুন বির্বধিত প্রতিবিম্ব পাওয়া যাবে।
ফিজোর একটি পরিক্ষায় আলোর বেগ 3×108ms-1 পাওয়া গেল। চাকার দাতের সংখ্যা ছিলো 780 এবং এটি প্রতি সেকেন্ডে 11 বার ঘুরেছিল। চাকা ও দর্পনের মধ্যাকার দুরুত্ব নির্নয় কর।
কোন ধাতুর ক্ষেত্রে ফটোইলোট্রন নিঃসরন সুচন তরঙ্গ দৈর্ঘ্য 600nm. ধাতুটির কার্যপেক্ষ ইলেকট্রন ভোল্টে প্রকাশ করো।
একটি ট্রানজিস্টার এর ক্ষেত্র α=0.95এবং IE=0.9mAহলে β কত হবে?
পারমানবিক বিক্রিয়া হতে উৎপাদিত তড়িৎ শক্তির পরিমান 5.8×108 MWh. রুপান্তরিত ভরের পরিমান কত।
একটি নিদিস্ট ভরের শুষ্ক বায়ুর 20°C তাপমাত্রা আয়তন 100cc যদি উক্ত শুশ্ক বায়ু কে স্থির চাপে 50°C উতপ্ত করা হয় তাহলে আয়তন কত হবে?
একজন সাইকেল চালক 25 সেকেন্ডে 600m দুরুত্বেরর একটি মোড়ে বাক নেয়।উলম্বের সাথে তার কোনের মান নির্নয় কর।
একটি সমবাহু প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক 3 হলে ন্যূনতম বিচ্যুতি কত?
কাঁচ ও পারদের মধ্যকার স্পর্শকোণ কোনটি ?
10 cm ফোকাস দুরত্বের একটি অবতল দর্পনের সামনে কিত দুরে বস্তু স্থাপন করলে বস্তুর সমান আকারের সদবিম্ব পাওয়া যাবে?
প্লাটিনামের কর্যাপেক্ষক 6.13 eV হলে, সূচন কম্পাঙ্ক কত?
দীর্ঘদৃষ্টি প্রতিকারে কোন লেন্স ব্যবহৃত হয়?
1.4μF ধারকত্ব বিশিষ্ট একটি ইলেকট্রনিক যন্ত্রের টার্মিনাল দ্বয়ের মধ্যে 3000 V বিভব পার্থক্য দেওয়া হল। ধারকে সঞ্চিত শক্তির পরিমাণ কত?
সর্বনিম্ন কত বেগে কোন বস্তুকে উপরে দিকে নিক্ষেপ করলে তা আর পৃথিবীতে ফিরে আসবে না -
ধাতব পদার্থের ক্ষেত্রে পয়সনের অনুপাত কত?
1.5 প্রতিসারাঙ্কের কাঁচ দ্বারা নির্মিত একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব এবং বক্রতার ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কোনটি?