স্বাধীনতার প্রথম ডাকটিকেটে কোন ছবি ছিল?
জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে কত তারিখে পদত্যাগ করেন?
জাতীয় শিশু দিবস কবে পালিত হয়?
২০১৮ সালে বিশ্বকাপ ফুটবল খেলার যোগ্যতা কোন দেশ পায়নি?
১৬১টি আম তিন ভাইয়ের মধ্যে ১/৩, ১/৫, ১/৯, অনুপাতে ভাগ করে দিলে প্রথম ভাই কয়টি আম পাবে?
কোনো কর্মকর্তার বেতন একমাসে ১০% বৃদ্ধি পেলো, আবার পরবর্তী মাসে তার বেতন ১০% কমে গেলো। এতে মূল বেতনের কীরূপ পরিবর্তন হলো?
কোন সংখ্যার ১/২ অংশের সাথে ৬ যোগ করলে সংখ্যাটির ২/৩ অংশ হবে?
৯/? = ?/৮১। প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
১টি ঘড়ি প্রতিদিন ১০ মিনিট সময় হারায়। কতদিন পর ঘড়িটি পুন:রায় সঠিক সময় দেবে?
একটি গোলাকার মুদ্রা টেবিলে রাখা হলো। এর চারপাশে কতটি মুদ্রা রাখতে তারা মাঝের মুদ্রাটি এবং দুপাশের মুদ্রাগুলোকে স্পর্শ করতে পারবে?
একটি খুঁটির অর্ধাংশ মাটির নিচে; এক-তৃতীয়াংশ পানির মধ্যে এবং ২ মিটার পানির উপরে আছে। খুঁটিটির দৈর্ঘ্য কত?
’একাত্তরের যিশু’ চলচ্চিত্রের পরিচালক কে?
ফ্রান্সের পুরাতন নাম কী?
নীল বিপ্লব কোন দেশে হয়?
ব্লু হোয়েল নামক গেমের উদ্ভাবক কে?
ভলগা নদীর উৎপত্তিস্থল কোথায়?
বার্ষিক উন্নয়ন কর্মসূচি (ADP) এর অন্তর্ভূক্ত খাত নয় কোনটি?
বাংলাদেশের রঙ্গিন টিভি সম্প্রচার শুরু হয় কত সালে?
দুই জার্মানি বিভক্তকারী বিখ্যাত বার্লিন প্রাচীর তৈরি হয়েছিল কত সালে?
কাতালোনিয়ার স্বাধীনতাকামী নেতা কে?
আরব দেশগুলোর মধ্যে বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম দেশ কোনটি?
২০০৯ সালের ১লা জানুয়ারি বৃহস্পতিবার হলে ঐ বছরের ৩১ ডিসেম্বর কী বার ছিল?
নীচের কোন ব্যাক্তি বর্ণবাদবিরোধী আন্দোলোনের নেতৃত্ব দিয়েছিলেন?
এ পর্যন্ত কত বার বাংলাদেশের সংবিধান সংশোধন করা হয়েছে?
গণতন্ত্র দরিদ্রতম, অজ্ঞ ও অযোগ্য তমদের শাসন’ বলেছেন-
'The Politics' গ্রন্থটিকার লেখা?
2014 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তি কোন দেশের নাগরিক?
PPP এরপূর্ণরুপক
ESCAP এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
Das Capital গ্রন্থটিকার লেখা?
যে বাজারে শুধুমাত্র একজন বিক্রেতা ও অনেক ক্রেতা থাকে তাকে বলা হয়?
স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে আয়ের সাথে চাহিদার পরিমাণ এর সম্পর্ক-----
অর্থনীতি কল্যাণের বিজ্ঞান বলেছেন----
বাংলাদেশের কোন জেলায় দারিদ্র্যের হার সবচেয়ে বেশি?
ক্রিকেটে বাংলাদেশ প্রথম টেস্ট জিতে কততম ম্যাচে?
বিশ্ব ডায়াবেটিস দিবস কোনটি?
বাংলাদেশ ব্যাংকের দশম শাখা কোনটি ?
পোল্যান্ড এর মুদ্রার নাম কোনটি?
মেসিডোনিয়ার রাজধানী কোনটি ?
বুশ হাউজ কোথায় অবস্থিত?
বাংলাদেশে অনলাইন ইন্টারনেট সেবা চালু হয় কত ?
বাংলাদেশের সবচেয়ে বেশি গম উৎপন্ন হয় কোন জেলায়?
সমতট জনপদ কোথায় অবস্থিত?
নোবেল বিজয়ী বাঙ্গালী জ্ঞান সাধকের সংখ্যা কত?
বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরী কোথায় অবস্থিত?
নিঝুম দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত?
'I have a Dream' শীর্ষক বিখ্যাত ভাষণটি প্রদান করেন-
জাতীয় মানবাধিকার কমিশন কবে গঠিত হয়?
আলফ্রেড নোবেল জীবনের শেস উইলে স্বাক্ষর করেন কোন শহরে?
ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রতীক কোনটি?