2μF, 3 mF ও 6pF ধারকগুলোকে শ্রেণিত যুক্ত করলে তুল্য ধারকত্ব কত হবে?
দুটি ভেক্টর রাশির লব্ধির সর্বোচ্চ ও সর্বনিম্ন মান সমান হলে, ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণের মান কত হবে?
40 kg ভরের একটি ট্রলি 180 J গতিশক্তিসহ একটি মসৃণ অনুভূমিক রাস্তায় চলাকালে এর মধ্যে থেকে যদি 20 kg ভর তুলে নেয়া হয়, তবে এর বর্তমান গতিশক্তি কত হবে?
যদি পৃথিবীর ব্যাসার্ধ চন্দ্রের ব্যাসার্ধের 5 গুণ ও ভর 81 গুণ হয়, তবে একটি সেকেন্ড দোলকের দোলনকাল চন্দ্রপৃষ্ঠে কত হবে?
দুটি লেন্সকে সংযুক্ত করার পর তুল্য ক্ষমতা +2D হলে, লেন্সটির ফোকাস দূরত্ব কত?
একটি তরঙ্গের দুটি বিন্দুুর দশা পার্থক্য π হলে তাদের পথ পার্থক্য কত হবে?
2 I এবং 4 I প্রাবল্যের দুটি তরঙ্গ ব্যতিচার তৈরি করে। গঠনমূলক ব্যতিচার তৈরিতে প্রাবল্য হলো-
চুম্বকের মেরুশক্তি বৃদ্ধি করলে আবিষ্ট তড়িৎ প্রবাহের পরিমাণ-
আলোকবর্ষের একক কি?
অসীম দূরত্বে মহাকর্ষীয় তীব্রতার মান-
একটি রোধের গায়ে যথাক্রমে হলুদ, বেগুনী, কমলা ও সোনালী রঙ দেয়া আছে। রোধের সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের পার্থক্য কত?
একটি বৈদ্যুতিক বাতির গায়ে “220V - 60 W" লেখা আছে, বাতিটির রোধ কত?
একটি ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা 50, ভোল্টেজ 200 V । গৌণ কুন্ডলীর পাক সংখ্যা 100 হলে, ভোল্টেজ কত?
চুম্বক ভ্রামক এর একক কোনটি?
দিক পরিবর্তী প্রবাহের গড় মান ঐ প্রবাহের শীর্ষমান কত গুণ?
নিম্নের কোন বিজ্ঞানী সর্বপ্রথম আলোর তরঙ্গতত্ত্ব প্রদান করেন?
যদি প্রতিবিম্বের আকার বস্তুর আকারের চেয়ে বড় হয়, তরেব দর্পণটি-
পানিতে বসবাসকারী একটি পতঙ্গ যদি সূর্যোদয় দেখতে চায়, তবে তাকে পানির নিচ থেকে অনুভূমিক রেখার সাথে কত কোন তাকাতে হবে?
পৃথিবীর বিভবের মান কত?
কোন তরঙ্গকে সমবর্তন করা যায়?
ডিপ্লেশন এলাকায় যে ভোল্টেজ উৎপন্ন হয়, তার মান-
আলোর বেগে ধাবিত একটি বস্তুর ভর হবে-
বায়ু ও হীরকের মধ্যকার সংকট কোণের মান কত?
কোন চার্জকে চৌম্বকক্ষেত্রে রাখলে ঐ চার্জটি চৌম্বক বল অনুভব করবে যখন-
ফেরো চুম্বককে প্যারা চুম্বককে পরিণত করা যায়-
ট্রান্সফরমারে কুন্ডলী দুটির তড়িৎ প্রবাহমাত্রা তাদের পাক সংখ্যার-
দ্বিমুখী প্রবাহকে একমুখী প্রবাহে পরিণত করতে ব্যবহৃত হয়-
সর্বপ্রথম আলোর বেগি আবিষ্কার করেন-
ন্যূনতম বিচ্যুতির মান নির্ভর করে প্রিজমের-
একটি নভো দূরবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ ও অভিনেত্রের ফোকাস দূরত্ব 30 cm ও 2 cm। যথাক্রমে । এর দৈর্ঘ্য-
বিচ্ছুরণের ফলে সৃষ্ট মূল বর্ণসমূহের সজ্জাকে বলা হয়-
অ্যামিটারের সাথে রোধ যুক্ত থাকে-
অসীম থেকে প্রতি কুলম্ব ধনাত্মক চার্জকে তড়িৎক্ষেত্রের কোন বিন্দুতে আনতে এক জুল কাজ সম্পন্ন হয় তবে ঐ বিন্দুর বিভব-
ভূ-স্থির কৃত্রিম উপগ্রহের আবর্তন কাল-
ভূমিকম্পের ফলে যে তরঙ্গ সৃষ্টি হয় তা হলো-
কণ্ঠস্বর ধরে রাখা ও পুনরুৎপাদনের যন্ত্রের নাম-
সুপ্ততাপ প্রক্রিয়ায় পরিবর্তন ঘটে-
প্রান্তিক বেগের ক্ষেত্রে নীট ত্বরণ-
লোহার স্থিতিস্থাপকেতা রবারের চেয়ে-
যদি শ্রোতা স্থির উৎসের দিকে শব্দের বেগে অগ্রসর হয় তবে শ্রুত শব্দে কম্পাংক হবে-
নিউট্রনের চার্জ-
সাধারণত বিমুদ্ধ পরিবাহীর রোধ সঙ্কর ধাতুর রোধের চেয়ে-
থার্মোইলেক্ট্রিক প্রক্রিয়ায় বিদ্যুৎ উৎপাদনের প্রয়োজন হয়-
প্রতিটি গ্রহই সূর্যকে একটি ফোকাসে রেখে উপবৃত্তকার পথে ঘুরে এটি-
পড়ন্ত বস্তুর ক্ষেত্রে যান্ত্রির শক্তির সংরক্ষণশীলতার নীতি-
অতি বেগুনি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের বর্ণালীর বিস্তৃতি-
শ্রুতি বেদনা শুরু হয়-
দুইটি সমমানের বল কত ডিগ্রী কোণে ক্রিয়া করলে বলদ্বয়ের লব্ধি শূন্য হবে-
মানুষকে সামনে চলতে সাহায্য করে-
কৃষ্ণ বস্তুর সর্বাধিক বিকিরণ ক্ষমতা তার পরম তাপমাত্রার-