রক্তে এসিটোন নামক বিষাক্ত দ্রব্য অধিক মাত্রায় জমা হয়ে কোন রোগ সৃষ্টি করে?
গাভির পেটে বাচ্চার অবস্থান বোঝা যাবে -
i. জরায়ুর প্রসারণ দেখে
ii. মলদ্বারে হাত দিয়ে
iii. রাসায়নিক পরীক্ষা দ্বারা
নিচের কোনটি সঠিক?
গাভির ওলান প্রদাহ রোগে শরীরের তাপমাত্রা কত ডিগ্রি সে. পর্যন্ত হয়ে থাকে?
দুধের তাপমাত্রা কত ডিগ্রি ফারেনহাইট হলে ল্যাকটোমিটার রিডিং সরাসরি নেওয়া যায়?
হাইড্রোজেন পারঅক্সাইড প্রয়োগ করে ১৫-২০° সে এ রাখলে কত ঘণ্টা দুধ ভালো থাকবে?
হোমোজিনাইজেশন বলতে কী বুঝ?
কোন খাদ্য খাওয়ালে গাভির দুধ উৎপাদন বাড়ে?
নাক দিয়ে মাটির ঘ্রাণ নেয় কোন রোগ হলে?
জন্মের সময় সবচেয়ে কোন জাতের গরুর বাছুর বড় হয়?
পশুর জন্য 'হে' কী জাতীয় খাদ্য?
ব্ল্যাক বেঙ্গল ছাগলের পূর্বপুরুষ কোনটি?
কিসের অভাবে কিটোসিস রোগ হয়?
পাস্তুরাইজেশনের পদ্ধতি কয়টি?
গাভির ঘর কী দ্বারা ধুয়ে জীবাণুমুক্ত করা উচিত?
গর্ভবতী গাভির কিটোসিস রোগ হলে -
i. বাঁট দিয়ে আঠালো পদার্থ বের হয়
ii. কোষ্ঠকাঠিন্য দেখা দেয়
iii. গাভি দাঁড়িয়ে চারদিকে ঘুরতে থাকে
কলোস্ট্রামে কোন খাদ্য উপাদানের পরিমাণ বেশি থাকে?
মহিষের জন্য তৈরি শুষ্ক খাদ্যে থাকবে
i. দুই ভাগ আঁশজাতীয় খাদ্য
ii. ১ ভাগ দানাদার খাদ্য
iii. ৩ ভাগ মিশ্র খাদ্য
বাছুরের ৬ মাস বয়স হওয়া পর্যন্ত দিতে হবে -
i. ১-১.৫ কেজি দানাদার খাদ্য
ii. ৭ কেজি কাঁচা ঘাস
iii. ওজন অনুযায়ী ১০% হারে দুধ
গাভির বাছুর বড় হওয়ার পর থেকে পুনরায় গর্ভবতী হওয়ার আগ পর্যন্ত সময়কে কী বলে?
দীর্ঘ বিরতির পর বাচ্চা প্রসব করলে গাভির দুধ উৎপাদনের পরিমাণ কেমন হয়?