কোনটি মধ্যম লবণাক্ততা সহিষ্ণু ফসল?
কোন স্থানের ৩০ বছরের আবহাওয়ার গড়কে কী বলে?
কোনটি বন্যাজনিত সমস্যা?
নিচের কোনটি মৌসুম নিরপেক্ষ উদ্যান ফসল বহির্ভূত?
নিচের কোনটি দীর্ঘ দিবা দৈর্ঘ্যের উদ্ভিদ?
যে সকল উদ্ভিদের পুষ্প ধারণ দিন বা রাতের দৈর্ঘ্য দ্বারা প্রভাবিত হয় না তাদের কী বলে?
গাছ তার প্রাপ্ত আলোর কত ভাগ সালোকসংশ্লেষণে ব্যবহার করে?
বোরো ধানের উৎপাদন খরচের কত শতাংশ সেচের পানির জন্য লাগে?
বেশি বৃষ্টিপাত হয়-
i. সমুদ্রের কাছে
ii. মেরু অঞ্চলে
iii. বিষুবীয় অঞ্চলে
নিচের কোনটি সঠিক?
খাটো দিবসী উদ্ভিদ কোনটি?
গাছে ফুল ফোটা কোন্টির উপর নির্ভর করে?
i. তাপমাত্রা
ii. আলো
iii. অন্ধকার
আলো নিরপেক্ষ ধানের জাত কোনটি?
পাহাড়ি এলাকায় কোন সেচ প্রদান করা হয়?
৩০টি কৃষি পরিবেশ অঞ্চলকে আবার কতগুলো বৃহত্তর অঞ্চলে ভাগ করা হয়েছে?
মৌসুমি জলবায়ুর গুরুত্ব হলো-
i. জমি তৈরিতে
ii. বীজ বপনে
iii. ফসল উৎপাদনে
রাহাত সাহেব SRI পদ্ধতিতে ধান চাষ করলেন। এতে তিনি -i. নির্ধারিত সময়ের ১০ দিন আগে ফসল কাটতে পারবেনii. ধানের ফলন ৫০% বাড়াতে পারবেনiii. বিঘা প্রতি ১ টন ডার্মিকম্পোস্ট ব্যবহার করবেন
দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা মাটি কোনটি সৃষ্টিতে সহায়তা করে?
কত শতাংশ বৃষ্টির পানি গড়িয়ে অপচয় হয়?
বোরো ধান, সরিষা, মুলা ইত্যাদি কোন ঋতুর ফসল?
খরিপ-২ ফসল কোনটি?