আলিমা খাতুন সর্বাধিক বাচ্চা পেত যদি ডিমগুলো-
i. ৫০-৫৫ গ্রাম ওজনের হতো
ii. দুই কুসুমযুক্ত হতো
iii. সংকরায়ণকৃত হতো
নিচের কোনটি সঠিক?
সালেহার জানা অসুবিধাগুলো হলো-
i. বাসস্থান স্যাঁতস্যাঁতে হয়ে যায়
ii. খরচ বেশি লাগে
iii. বাচ্চা হাঁস খুঁজে বের করা কঠিন হয়
এ রোগের ক্ষেত্রে প্রযোজ্য -
i. পরজীবীঘটিত রোগ
ii. ফাউল পক্স নামে পরিচিত
iii. মুরগির ডিম উৎপাদন ক্ষমতা কমে যায়
মৎস্য বিশেষজ্ঞ আব্দুস ছালামের মাছের রোগের প্রতিকারে পরামর্শ দেন - i. ডিপটারেক্স প্রয়োগ করতেii. পর্যাপ্ত পরিমাণ চুন দিতেiii. পটাশ দ্রবণে মাছ গোসল করাতেনিচের কোনটি সঠিক?
জরিনার পালনকৃত হাঁসের ক্ষেত্রে প্রযোজ্য -
. মাংস ও ডিম উৎপাদনের জন্য পালন করা হয়
ii. এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি
iii. উৎপাদন ক্ষমতা বেশি
এ পদ্ধতিতে হাঁস পালন করা যায়-
i. ফসল কাটা জমি এলাকায়।
ii. বিল এলাকায়
iii. হাওর এলাকায়
কৃষি কর্মকর্তার পরামর্শ ছিল -
i. তিন সপ্তাহ বয়স পর্যন্ত বাচ্চা হাঁসকে বয়স্ক হাঁস থেকে আলাদা রাখতে হবে
ii. বাচ্চার মাংসপেশিতে ০.৫ মি মি অ্যান্টিসিরাম দিতে হবে
iii. বাচ্চাকে কৃমির ওষুধ খাওয়াতে হবে
অল্প উড়তে শেখা বাচ্চা পাখিগুলোর ক্ষেত্রে
i. বয়স ২১ দিন সম্পন্ন হয়েছে
ii. মাংস খুবই সুস্বাদু ও বলকারক
iii. দানাদার খাদ্য নিজেরাই খেতে পারে