মুরগির চোখে কনজাংটিভাইটিস দেখা যায় কোন রোগে?
কোনটি মুরগির ব্যাকটেরিয়াজনিত রোগ?
মুরগির চোখ ও মাথা ফুলে নীলাভ হয়ে যায় কোন রোগে?
হাঁস-মুরগির রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে?
মুরগির প্যারালাইসিস হয় কোন ভিটামিনের অভাবে?
মুরগির 'নিউক্যাসল' রোগের লক্ষণ কোনটি?
মুরগির রাণীক্ষেত রোগের লক্ষণ হলো
i. শ্বাস-প্রশ্বাস ধীরে হয়
ii. মুখ দিয়ে লালা পড়ে
iii. আক্রান্ত মুরগি ২-১ দিনের মধ্যে মারা যায়
নিচের কোনটি সঠিক?
মুরগির বসন্ত রোগের লক্ষণের ক্ষেত্রে সঠিক –
i.' ডিম উৎপাদন ক্ষমতা কমে যায়
ii. চোখ ও নাক দিয়ে লালা নিঃসৃত হয়
iii. মুরগির পালকযুক্ত স্থানে ফোস্কা হয়
মুরগির এভিয়ান ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে সঠিক-
i. মারাত্মক আকারের জন্য দায়ী H10 ও H12
ii. দুই আকারে বিদ্যমান
iii. বার্ড ফ্লু নামে পরিচিত
পুলোরাম রোগের লক্ষণ হলো -
i. হা করে নিঃশ্বাস নেয়
ii. বাচ্চা ডিমের মধ্যে মারা যায়
iii. সাদা রঙের পাতলা পায়খানা করে
মুরগির ককসিডিওসিসের ক্ষেত্রে সঠিক -
i. মিউকাসযুক্ত পাতলা পায়খানা করে
ii. ব্যাকটেরিয়াজনিত রোগ
iii. খাওয়া-দাওয়া কমে যায়
বর্তমানে পৃথিবীতে কোয়েলের প্রজাতি রয়েছে কতটি?
কোনটি লেয়ার কোয়েল?
ডিম উৎপাদনকারী কোয়েলকে কী বলে?
একটি মুরগি পালনের সমান জায়গায় কতটি কোয়েল পালন করা যায়?
কত সপ্তাহ বয়সে কোয়েল ভিম দেয়?
কোয়েল সাধারণত কত বছর বাঁচে?
একটি বয়স্ক কোয়েলের ওজন কত গ্রাম?
কোয়েলের বাচ্চাদের কত দিন পর্যন্ত কৃত্রিম তাপ দিয়ে ব্রুডিং করতে হয়?
কোয়েলের ক্ষেত্রে প্রযোজ্য-
i. বছরে ১০০-১৫০টি ডিম দেয়
ii. দেহের ৭২% মাংস হিসাবে খাওয়া যায়
iii. ৬-৭ সপ্তাহে ডিম দেয়