কোন রোগ হলে মুরগির সব ধরনের টিকার কার্যকারিতা নষ্ট হয়ে যায়?
হাঁস-মুরগির সম্পূরক খাদ্যে কত ভাগ শুটকির গুঁড়া (ফিস মিল) থাকা প্রয়োজন?
ডিমের মাধ্যমে বংশ পরম্পরায় বিস্তার করে কোন রোগ?
মুরগির কলেরা রোগ হলে -
i. গল কম্বল ও কানের লতি নীলাভ হয়
ii. চুনের মতো পায়খানা করে
iii. মুখে সাদা পাতলা পর্দা দেখা যায়-
নিচের কোনটি সঠিক?
পোল্ট্রির টিকার কার্যকারিতা নষ্ট হয় -
i. সঠিক সময়ে ব্যবহার না করলে
ii . সুস্থ মুরগিকে টিকা দিলে।
iii. একই সময়ে বিভিন্ন রোগের টিকা দিলে
কৃমি রোগে আক্রান্ত মুরগির লক্ষণ কোনটি?
মুরগির রোগ প্রতিরোধ কর্মসূচির মধ্যে রয়েছে-
i. পরিচর্যার জন্য নির্দিষ্ট ব্যক্তি নির্ধারণ করা
ii. রোগ দেখামাত্র মুরগি বিক্রি করা
iii. মৃত মুরগিকে মাটিতে পুঁতে ফেলা
মুরগির রক্ত আমাশয় রোগ হলে -
প্লেগ রোগে আক্রান্ত হাঁস -
i. পানি গ্রহণে অনীহা দেখায়
ii. আলো দেখলে ভয় পায়
iii. শরীরে কাঁপুনি দেখা দেয়
সমবায় কী ধরনের প্রতিষ্ঠান?
সমবায় আইন সংশোধিত হয় কত সালে?
বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে সমবায়কে মালিকানার খাত হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে?
সমবায়ের কেন্দ্রীয় সমিতিতে সমিতির সদস্য কয়টি প্রাথমিক সমবায় থাকে?
সমবায় সমিতি আইন লঙ্ঘন করলে অন্যূন কত লক্ষ টাকা অর্থদণ্ড হতে পারে?
একজন সদস্য সমবায় সমিতির সর্বোচ্চ কতভাগ শেয়ার কিনতে পারে ?
সমবায় সমিতির নিরীক্ষা কাজ সম্পাদনের কত দিনের মধ্যে বার্ষিক সাধারণ সভার আয়োজন করতে হয়?
ধারাবাহিকভাবে পর পর কত বৎসর সাধারণ সভা অনুষ্ঠিত না হলে সমবায়ের অবসায়ন ঘটে?
সমবায়ের অবসায়নের আদেশ কে দেয়?
"সমবায় ঋণদান সমিতি আইন ১৯০৪" জারি করেন কে?
সমবায়ের নীতিমালা হলো- i. অবাধ সদস্যপদii. গণতন্ত্রiii. শেয়ারে সীমিত হারে সুদ প্রদান