মুরগির বার্ড ফ্লু রোগের লক্ষণ হলো-
i. চোখ লাল হয়ে ফুলে যায়
ii. পা ও ডানায় অবশতা দেখা যায়
iii. মাথা ও ঝুঁটিতে পানি জমে যায়
নিচের কোনটি সঠিক?
মুরগির কলেরা রোগ হলে -
i. সবুজ বা হলুদ বর্ণের পাতলা পায়খানা করে
ii. নাক, মুখ দিয়ে লালা ঝরে
iii. মুখের ভিতর সাদা পাতলা পর্দা দেখা যায়
অস্বাভাবিক ডিমের বৈশিষ্ট্য হলো-
i. ডিমের খোসা অমসৃণ ও পাতলা হওয়া
ii. নরম হওয়া
iii. কুসুম মাঝখানে না থাকা
ডিম ফুটানোর প্রাকৃতিক পদ্ধতিতে
i. ১-১৫ দিনের মধ্যে বাচ্চা ফুটে
ii. দেশি মুরগি ব্যবহার করা হয়
iii. এক বছরের কম বয়সি মুরগি দিয়ে ডিম বসানো যাবে না
রানীক্ষেত রোগের টিকা হলো -
i. বি সি আর ডিভি
ii. আর ডি ভি
iii. ও ভিপি
ইন্ডিয়ান রানারের -
i. দেহ হালকা, লম্বা ও গলা চিকন
ii. পালক আঁটসাট ও শরীরের তুলনায় পাখা ছোট
iii. উৎপত্তিস্থল ইংল্যান্ড
ভাসমান পালন পদ্ধতিতে।
i. বাড়ন্ত হাঁস পালন করা যায় না
ii. বন্যাপ্রবণ এলাকায় হাঁস পালন করা হয়
iii. ১২০০ বর্গমি পুকুরে ১২০টি হাঁস পালন করা যায়
উন্মুক্ত পদ্মম্মম্মতিতে হাঁস পালনের সুবিধা হলো-
i.. খাদ্য খরচ বেশি
ii. বাসস্থান তৈরিতে খরচ কম
iii. শ্রমিক কম লাগে
কবুতরের জাত হলো-
i. সিরাজী
ii. ফারাও
iii. গিরিবাজ
ডিম উৎপাদনকারী কোয়েলের জাত
i. ইংলিশ হোয়াইট
ii. ব্রিটিশ রেঞ্জ
iii. হোয়াইট ব্রেস্টেড
কোয়েল পালন লাভজনক কারণ
i. দেহের ৮২.৫% ই মাংস
ii. ২৯০-৩০০টি ডিম দেয় বছরে
iii. ৫ সপ্তাহে বাজারজাত করা যায়
শর্করা জাতীয় খাদ্য -
i. দেহে তাপ উৎপাদন করে
ii. দেহে শক্তির উৎস হিসেবে কাজ করে
iii. দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
বাংলাদেশে পোল্ট্রি শিল্পে সবচেয়ে কোন সমস্যা প্রকট?
সবচেয়ে বেশি ডিম উৎপাদনকারী মুরগির জাত কোনটি?
দ্বৈত জাত কোনটি?
সবচেয়ে বেশি ডিম উৎপাদনকারী হাঁসের জাত কোনটি?
ইন্ডিয়ান রানার হাঁসের বৈশিষ্ট্য কোনটি?
i. পালক সাদা
ii. দ্রুত দৌড়ায়
iii. ডিমের খোসা সাদা
বাংলাদেশে পোল্ট্রি শিল্পের সম্ভাবনা কেমন?
কোনটি পোল্ট্রি?
লেয়ার মুরগি কত মাস বয়সে ডিম পাড়ে?