ডাক প্লেগ ভ্যাকসিন রোগে হাঁসের জন্মের কত দিন বয়সে টিকার প্রাথমিক মাত্রা দিতে হয়?
হাঁসের ডাক প্লেগের লক্ষণ হলো -
i. চোখে পুঁজ হওয়া
ii. মিউকাস যুক্ত পাতলা পায়খানা হওয়া
iii. হাঁসের ঝাপটা দিয়ে বসে থাকা
নিচের কোনটি সঠিক?
হাঁসের ডাক কলেরা রোগের লক্ষণ হলো
i. দেহের তাপমাত্রা বৃদ্ধি পায়
ii. পানি শূন্যতা দেখা যায়
iii. রক্তযুক্ত পাতলা পায়খানা হয়
হাঁসের ডাক ভাইরাল হেপাটাইসিস রোগে -
i. চলাফেরা বন্ধ হয়ে যায়
ii. চোখ বন্ধ হয়ে যায়
iii. খিঁচুনি হয় না
কোন পাখিকে বাহক পাখি বলে?
কবুতর কয় মাস বয়সে ডিম দেয়?
একজোড়া কবুতর বছরে কত জোড়া বাচ্চা দেয়?
কত সপ্তাহের মাঝেই কবুতরের বাচ্চা খাবার উপযোগী হয়?
কবুতরের জীবনচক্রের ক্ষেত্রে সঠিক
i. এরা ২৫-৩০ বছর বাঁচে
ii. ১৮ দিনে বাচ্চা ফোটে
iii. ৫/৬ মাস বয়স হতে স্ত্রী কবুতর ডিম দিতে শুরু করে
কবুতর পালনের সুবিধা হলো-
i. রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি
ii. ৫-৬ সপ্তাহ বয়সে ডিম দেয়
iii. বছরে ১০-১২ জোড়া বাচ্চা পাওয়া যায়
একটি খামারের জন্য কত জোড়া কবুতর আদর্শ?
কবুতরের বাচ্চার বয়স কত দিন না হওয়া পর্যন্ত নিজের ঠোঁট দিয়ে খাদ্য গ্রহণ করতে পারে না?
স্ত্রী ও পুরুষ উভয় কবুতরের খাদ্য থলিতে তৈরি কোন খাদ্য খেয়ে বাচ্চারা বৃদ্ধি পায়?
কত দিন পর কবুতরের বাচ্চার পাখা গজায়?
একটি পূর্ণবয়স্ক কবুতর দৈনিক গড়ে কতগ্রাম দানাদার খাদ্য খায়?
নিচের কোনটির ঘাটতি হলে কবুতরের ডিম পাড়া কমে যায় ও ডিমের আকৃতি অস্বাভাবিক হয়?
পিজিয়ন পক্স রোগে কত সপ্তাহ বয়সে টিকা দিতে হয়?
কোন রোগে কবুতর রক্তমিশ্রিত মলত্যাগ করে যার ফলে ক্ষুধামন্দা ও দুর্বলতা দেখা যায় এবং পালক ঝুলে পড়ে?
রাণীক্ষেত রোগের জীবিত টিকা কোথায় দেওয়া হয়?
রাণীক্ষেত রোগের জন্য মৃত টিকা দেওয়া হয় কোথায়?