পাতি হাঁসের ক্ষেত্রে প্রযোজ্য
i. বছরে প্রায় ৮০-১৫০টি ডিম দেয়
ii. পানিতে থাকতে পছন্দ করে না
iii. মাংস সুস্বাদু
নিচের কোনটি সঠিক?
মাংস উৎপাদনকারী হাঁসের জাত কোনটি?
i. পেকিন
ii. আইলেস বারি
iii. জিনডিং
কবুতরের জাতকে প্রধানত কয়ভাগে ভাগ করা যায়?
কোন কবুতরের জাতটি মাংস উৎপাদনের জন্য পালন করা হয়?
কোন কবুতরের জাতটি চিত্তবিনোদনের জন্য পালিত হয়?
কোন কবুতর উড়ন্ত অবস্থায় শূন্যে ডিগবাজী খেয়ে মানুষের চিত্তাকর্ষণ করে?
পাকিস্তানের লাহোর ও ভারতের কলকাতায় জনপ্রিয় কবুতর যার ঠোঁট ছোট ও পায়ে লোম থাকে না, তাকে কী বলে?
রোলিং কবুতর বলা হয় কোন কবুতরকে?
সাজেদার কবুতরের ঘুরানো ঝুঁটি রয়েছে। এদের চোখ গাঢ় পিঙ্গল বর্ণের এবং পা লোমযুক্ত। এর নাম কী?
কোন জাতের কবুতরের মাথার পালক ঘাড় অবধি ছড়ানো থাকে যা বিশেষ ধরনের মস্তকাবরণের মত দেখায়?
পাখা গজায়নি বা উড়তে শেখেনি কবুতরের এমন ছানাকে কী বলে?
লোটন কবুতরের ক্ষেত্রে প্রযোজ্য-
i. রোলিং কবুতর নামে পরিচিত
ii. আকাশে ডিগবাজী খায়
iii. ঘুরানো ঝুঁটি আছে
ফ্যানটেইল কবুতর -
i. অতি প্রাচীন জাতের
ii. মূলত কালো
iii. লেজের পালক পাখার মতো মেলে দিতে পারে
জ্যাকোবিন জাতের কবুতরের -
i. চোখ মুক্তার মতো সাদা
ii. আদি জন্মস্থান মালয়েশিয়ায়
iii. দেহ বেশ লম্বাটে
সম্পূর্ণ আয়-ব্যয়ের ভিত্তিতে লাভজনকভাবে খামার স্থাপন ও পরিচালনা করলে তাকে কী বলে?
নিচের কোনটি স্থায়ী খরচ?
খামারে ভূমি, শ্রম, মূলধন ও ব্যবস্থাপনার উপযুক্ত সমন্বয় কার্যকরভাবে বাস্তবায়ন করার পদ্ধতিকে কী বলে?
বাংলাদেশে প্রতিষ্ঠিত সর্বপ্রথম বেসরকারি পোল্ট্রি খামার কোনটি?
পোল্ট্রি খামারের স্থায়ী খরচ হলো
i. জমির মূল্য
ii. ডিম সংরক্ষণাগার খরচ
iii. পরিবহন খরচ
মুরগির সুস্বাস্থ্য ও নিরাপত্তার পূর্বশর্ত কোনটি ?