'আজ যদি সুমন আসত, কেমন মজা হতো'- বাক্যটি কোন কালের উদাহরণ?
সাধারণ মধ্যম পুরুষের বর্তমান কালের অনুজ্ঞার চলিতরীতির বিভক্তি কোনটি?
কোনটির বিশেষ্যের পূর্বে বসে?
একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন যতিচিহ্ন ব্যবহৃত হয়?
কাজটা ভালো দেখায় না- কোন বাচ্যের উদাহরণ?
'ভূত' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
'খন্ড প্রলয়' বাগধারাটির ঠিক অর্থ কোনটি?
'নিমেষ মাঝেই সব শেষ'- বাক্যে কোন অর্থে অনুসর্গ ব্যবহৃত হয়েছে?
কোনটি কর্ম সম্বন্ধের উদাহরণ?
পদের মধ্যে কোনো ব্যঞ্জনধ্বনি লোপ পেলে তাকে কী বলে?
‘সকলের জন্য প্রযোজ্য’- এক কথায় কী হবে?
নিচের কোনটি যোগরূঢ় শব্দ?
অপত্য অর্ধে তদ্ধিত প্রত্যেয়ের ব্যবহার ঘটেছে কোনটিতে?
তার বয়স হলেও বুদ্ধি হয়নি'- কোন ধরনের বাক্য?
'ধাতুর গণ' ঠিক করতে কয়টি বিষয় লক্ষ রাখতে হয়?
বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসকে কী বলে?
সমধাতুজ কর্মের প্রয়োগ ঘটেছে নিচের কোন বাক্যে?
ভাববাচ্যের কর্তায় কোন বিভক্তি হয়?
‘ক্রেতা' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
কর্তৃবাচ্যের ক্রিয়া কাকে অনুসরণ করে?