পুকুরে নিচের স্তরের খাবার খায় কোন মাছ?
মিশ্র চাষের সুবিধা -
i. রোগ-বালাই কম হয়
ii. উৎপাদন বৃদ্ধি পায়
iii. খাবার জমা হয়ে নষ্ট হয়
নিচের কোনটি সঠিক?
মিশ্র চাষে বিভিন্ন প্রজাতির মাছগুলো—
i. জলাশয়ের বিভিন্ন স্তরে বাস করে
ii. বিভিন্ন স্তরের খাবার খায়
iii. পুকুরের পরিবেশ নষ্ট করে
হাসান কোন পদ্ধতিতে মাছ চাষ করেছিল?
উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে হাসানের মাছের কোন গুণটির প্রাধান্য বেশি?
মিশ্র চাষের জন্য পুকুরের পানির গড় গভীরতা কত মিটার হওয়া উচিত?
শুকনো মৌসুমে মিশ্র চাষের জন্য আদর্শ পুকুরের গভীরতা কমপক্ষে কত মিটার হতে হবে?
কোন ধরনের মাটির পুকুর মিশ্র চাষের জন্য সবচেয়ে ভালো?
একটি আদর্শ পুকুরের আয়তন কত শতক হওয়া সুবিধাজনক?
কোনটি মাছের প্রাকৃতিক খাদ্য?
পুকুরের পানি ঘোলাটে হওয়া রোধে প্রতি শতকে কত গ্রাম হারে ফিটকিরি দিতে হয়?
পানির উপর লাল স্তর পড়ে কেন?
আয়রন বা লাল শেওলার জন্য পুকুরে কোনটির ঘাটতি হয়?
পুকুরে সার ও সম্পূরক খাদ্যের পরিমাণ কমিয়ে দিতে হয় কখন?
রুই জাতীয় মাছ চাষে উপযোগী তাপমাত্রা হলো-
পুকুরের পানির গভীরতা ২-৩ মিটার হলে -
i. সূর্যালোক পানির তলদেশে পৌছাবে
ii. প্রচুর উদ্ভিদকণা জন্মাবে
iii. মাছ আহরণে সুবিধা হবে
মিশ্র চাষের জন্য আদর্শ পুকুরের বৈশিষ্ট্য হলো-
i. পুকুরটি বন্যামুক্ত হবে
ii. পুকুরের তলায় বেশি কাদা থাকবে
iii. পুকুরে আগাছা থাকবে না
পুকুরের পানিতে অক্সিজেনের ঘাটতি দূর করা হয়—
i. পুকুরে বাঁশ পিটিয়ে
ii. সাঁতার কেটে
iii. খড় ছিটিয়ে
লায়লা বেগমের পুকুরে এ ধরনের সমস্যা হওয়ার কারণ কী?
মৎস্য কর্মকর্তা সমস্যা সমাধানে কী পরামর্শ দিয়ে থাকতে পারেন?