ভালো ফলনের জন্য বন্যাপ্রবণ এলাকায় বোরো ধান চাষের জন্য জমি থেকে পানি বের করার পর কত দিন বয়সের চারা রোপণ করতে হয়?
আগাম জাতের বোরো ধান কত দিনের মধ্যে কাটা যায়?
রোপা আমনের জন্য অনুমোদিত বন্যা সহনশীল জাত কতটি?
দাপোগ পদ্ধতিতে ১ মিটার বীজতলায় কত কেজি বীজ বপন করা যায়?
২০০৪ সালের বন্যায় কত হেক্টর জমির ফসল নষ্ট হয়?
দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যাপ্রবণ এলাকায় চাষ করা যায়-
i. ব্রি ধান ৫১
ii. ব্রি ধান ৫২
iii. ব্রি ধান ৫৩
নিচের কোনটি সঠিক?
দীর্ঘস্থায়ী বন্যা হলে ঐ এলাকায় চাষ করা উচিত—
i. নাইজারশাইল
ii. বিআর ২২
iii. ব্রি ধান ৫৬
কামরুল তার বীজতলায় কত কেজি বীজ বপন করেছিলেন?
উদ্দীপকে উল্লিখিত বীজতলাটির জন্য —
i. বীজ ৫-৬ ঘণ্টা ভিজিয়ে রেখে বুনতে হবে
ii. চারা দুই সপ্তাহের মধ্যে মূল জমিতে লাগাতে হবে
iii. নাবি জাতের ধান লাগাতে হবে
কোন সময় প্রকৃতিতে ঘাস উৎপাদন কমে যায়?
ব্রয়লার মুরগি কত দিন পালন করে বাজারজাত করা যায়?
বন্যাপীড়িত এলাকায় ব্রয়লার মুরগি চাষ করা ভালো কারণ—
i. ব্রয়লার দ্রুত বাড়ে
ii. এক মাস বয়সে বাজারজাত করা যায়
iii. রোগ বালাই কম হয়
পশুপাখি উৎপাদনের জন্য প্রতিকূল পরিবেশ হচ্ছে-
i. খরা
ii. বন্যা
iii. লবণাক্ততা
লবণাক্ত এলাকায় চাষের জন্য উপযুক্ত ঘাস—
i. কার্পেট গ্রাস
ii. নেপিয়ার
iii. জার্মান গ্রাস
খরার সময় গোখাদ্য হিসেবে বেশি উপযোগী —
i. আখের উপজাত
ii. সংরক্ষিত ঘাস
iii. ইপিল ইপিল গাছের পাতা
গরমের সময় পশুকে প্রচুর পরিমাণে কী সরবরাহ করতে হয়?
শহীদুলের চাচা জমিতে চারা রোপণের জন্য কীভাবে চারার ব্যবস্থা করবেন?
উদ্দীপকে উল্লিখিত সমস্যার কারণে শহীদুলের চাচার গরু ছাগলগুলোর—
i. বৃদ্ধি ও দুধ উৎপাদন কমে যাবে
ii. খাদ্যের অভাব দেখা দিতে পারে
iii. পুষ্টিহীনতায় আক্রান্ত হতে পারে
রতনের এলাকায় কোন ধরনের প্রতিকূল পরিস্থিতি বিরাজ করছে?
রতনের গাভিগুলোকে খাওয়ানো যেতে পারে—
ii. সংরক্ষিত সবুজ ঘাস
iii. বিভিন্ন গাছের পাতা