কোন রশ্মির তরঙ্গদৈর্ঘ্য অধিক?
ইলেকট্রোম্যাগনেটিক বর্ণালিতে নিচের কোনটির তরঙ্গদৈর্ঘ্য দীর্ঘ?
ট্রাফিক সিগন্যালের লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য 665 nm হলে সংশ্লিষ্ট ফোটনের শক্তি কত? (h = 6.62 x 10-34 Js)
একটি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য 820 nm হলে, রশ্মিটির শক্তি কত?
কোন রশ্মিটির শক্তি সর্বাধিক?
উচ্চ শক্তিস্তর হতে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন তৃতীয় শক্তিস্তরে স্থানান্তর হলে নিচের কোন সিরিজ উৎপন্ন হবে?
হাইড্রোজেন পরমাণুর বর্ণালিতে প্যাশ্চেন সিরিজের জন্য সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা কত?
শক্তি বিকিরণ করে ইলেকট্রন যখন ২য় শক্তি স্তরে ফিরে আসে তখন তাকে বলা হয়-
ইলেকট্রনের কোন স্থানান্তর বামার সারির তৃতীয় রেখার উৎপত্তির কারণ-
দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য কত nm?
নিচের কোন বর্ণের আলোক রশ্মির ফোটনের শক্তি সর্বাধিক?
কোন বিকিরিত রশ্মির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি?
H পরমাণুর কোন সিরিজটি দৃশ্যমান বর্ণালির অন্তর্গত?
মৌলের অঙ্গুলির ছাপ (Finger Print) বলা হয় কোনটিকে?
রেখা বর্ণালি ব্যবহৃত হয়-
i. জাল টাকা ও জাল পাসপোের্ট শনাক্তকরণে
ii. রাসায়নিক মৌল শনাক্তকরণ
iii. রোগ নির্ণয় ও নিরাময়ে
নিচের কোনটি সঠিক?
অবলোহিত রশ্মির অন্তর্গত সিরিজ হলো-
i. ব্রাকেট
ii. প্যাশ্চেন
iii. লাইমেন
প্লাঙ্কের ধ্রুবকের মান হলো-
i. 6.626 x 10-34 Js
ii. 6.626 x 10-27 ergs
iii. 6.626 x 10-37 kJs
হাইড্রোজেন বর্ণালির-
i. লাইম্যান সিরিজ অতিবেগুনি অঞ্চলে অবস্থিত
ii. বামার সিরিজ দৃশ্যমান অঞ্চলে অবস্থিত
iii. ফুন্ড সিরিজ অবলোহিত অঞ্চলে অবস্থিত
জাল টাকা শনাক্তকরণে কোনটি ব্যবহৃত হয়?
জাল পাসপোের্ট শনাক্তকরণে কোনটি ব্যবহার করা হয়?