প্রমাণ তড়িৎদ্বারের ক্ষেত্রে-
i. দ্রবণের ঘনমাত্রা IM
ii. ক্যালোমেল সেকেন্ডারি তড়িৎদ্বার
iii. প্রয়োজনীয় তাপমাত্রা 25°C
নিচের কোনটি সঠিক?
নিচের কোন ক্ষেত্রে বিজারণ সম্ভব?
i. Mg, Zn2+ কে বিজারিত করতে পারে
ii. Zn, Fe2+ কে বিজারিত করতে পারে
iii. Fe, Cu2+ কে বিজারিত করতে পারে
জারণ-বিজারণ বিক্রিয়ায় ঘটে
i. অ্যানোডের ক্ষয়
ii. ইলেকট্রন গ্রহণ
iii. ইলেকট্রন প্রদান
তড়িৎ রাসায়নিক কোষের emf = ?
i. E° Anode(ox) + E°Cathode (Red)
11. E Cathode(Red) - E°Anode (Red)
111. E° Anode(ox) - E°Cathode (Red)
যদি Ecell
i. শূন্য থেকে বড় হয়, কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে
ii. শূন্য হয়, কোষটি মৃত হবে
iii. শূন্য থেকে ছোট হয়, কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে না
Pt.H2(s), H+(aq) || A+(aq)/A(s); Ecell = -2.92V কোষটিতে-
i. A ধাতুটির বিজারণ বিভব – 2.92V
ii. গ্যাস অর্ধকোষটি অ্যানোড
iii. বিদ্যুৎ পরিবহন ঘটে
Zn/Zn2+ = +0.76V এবং Ni/Ni2+ = +0.25V হলে-
i. দস্তার পাত্রে নিকেল দ্রবণ রাখা যাবে না
ii. কোষের তড়িচ্চালক বলের মান ঋণাত্মক
iii. নিকেলের পাত্রে জিঙ্কের দ্রবণ রাখা যাবে
Ni(s) + 2Ag+(aq) →2e 2Ni2+ (aq) + 2Ag(s); বিক্রিয়াটিতে-
i. জারিত হয়
ii. Ag জারিত হয়
iii. বিক্রিয়াটি একটি রিডক্স বিক্রিয়া
Fe(s) + CuSO4(aq) → FeSO4(aq) + Cu(s) Fe(s)/ Fe2+(aq) = +,0.44V; Cu(s)/Cu2+(aq) = -0.34V
উদ্দীপকের বিক্রিয়ার জন্য সঠিক তথ্য হলো-
i. তামার পাত্রে আয়রনের দ্রবণ রাখা যাবে।
ii. লোহার পাত্রে কপার লবণের দ্রবণ রাখা যাৰে।
iii. কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে।
কোন ক্ষেত্রে নার্নস্ট সমীকরণ প্রযোজ্য?
দ্রবণের ঘনমাত্রা কত মোলার এর বেশি হলে নার্নস্ট সমীকরণ প্রযোজ্য নয়?
কোনটি তড়িৎদ্বার এবং কোষের বিভব সংশ্লিষ্ট নার্নস্টের সমীকরণ?
নার্নস্ট সমীকরণে ব্যবহৃত মোলার গ্যাস ধ্রুবকের মান কত?
একটি Cu পাতকে 0.115 M Cu2+ আয়নের দ্রবণে ডুবালে 25°C উষ্ণতায় তার সঠিক বিভব হবে কোনটি যেখানে E°Cu2+\Cu=+0.34V
যদি E0 Al3+\Al= -1.662V ও E0zn2+/Zn = -0.76V হয়, তবে Al(s)|Al3+ (0.15 M) || Zn2+ (x M) | Zn কোষটির ক্ষেত্রে x এর মান কত হলে 25°C তাপমাত্রায় কোষের তড়িচ্চালক বলের মান শূন্য হবে?
চিত্রে ধনাত্মক আধান বিশিষ্ট তড়িৎদ্বারের নাম কী?
চিত্রে অ্যানোড ও ক্যাথোড তড়িৎদ্বার দুটিকে ব্যাটারি ও চাবি (K) দ্বারা সংযুক্ত করলে-
i. দ্রবণের ধনাত্মক আয়ন ক্যাথোডের দিকে প্রবাহিত হবে
ii. ঋণাত্মক আয়ন অ্যানোডের দিকে প্রবাহিত হবে
iii. দ্রবণে আয়নের সংখ্যা অপরিবর্তিত থাকবে
উদ্দীপকে কোন যৌগটি ব্যবহৃত হয় না-
চিত্রের দ্রবণে নিমজ্জিত পাতদ্বয়ের ক্ষেত্রে-
i. ধনাত্মক প্রান্তকে অ্যানোড বলে
ii. ঋণাত্মক প্রান্তকে ক্যাথোড বলে
iii. পাতদ্বয়ে জারণ-বিজারণ ক্রিয়া ঘটে
চিত্রে প্রদর্শিত রাসায়নিক দ্রবণটি কোন ধরনের?