মোলার আয়তনভিত্তিক রাসায়নিক গণনা প্রযোজ্য কোনটির ক্ষেত্রে?
সকল পদার্থের 1 mol ভরে কোনটির সংখ্যা একই হয়?
কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ?
কোনটি সেকেন্ডারি স্টান্ডার্ড পদার্থ-
নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ?
2H2O2(aq) → 2H2O(l) + O2(g) এই বিক্রিয়ার মাধ্যমে 16 g O2 তৈরিতে কত গ্রাম H2O2 লাগবে?
অ্যামোনিয়াম ক্লোরাইড ও ক্যালসিয়াম অক্সাইড বিক্রিয়া করে STP তে 44.8L NH, গ্যাস প্রস্তুত করতে ব্যবহৃত ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণ কত?
STP তে 16 g SO2 এর আয়তন কত dm3?
প্রমাণ অবস্থায় 9.0 g পানিতে কয়টি হাইড্রোজেন পরমাণু থাকে?
প্রমাণ অবস্থায় 250 mL N2 গ্যাসে অণুর সংখ্যা কত?
40.0 g সোডিয়াম হাইড্রোক্সাইড (NaOH) এ কতটি অক্সিজেন পরমাণু আছে?
একটি অক্সিজেন পরমাণুর ভর কত?
1টি নাইট্রোজেন অণুর ভর কত?
হাইড্রোজেনের 6.023 × 1023 টি পরমাণুর ভর কত?
অ্যাভোগেড্রোর সংখ্যার ক্ষেত্রে—
i. একে NA দ্বারা প্রকাশ করা হয়
ii. এর মান 6.023 x 1023
iii. সংখ্যাটি এক মোল আয়নের ক্ষেত্রে প্রযোজ্য
নিচের কোনটি সঠিক?
39.1g পটাশিয়াম এর অর্থ হলো-
i. 1 mol পটাশিয়াম
ii. 6.02 × 1023 টি পটাশিয়াম পরমাণু
iii. 22.4 L পটাশিয়াম
SATP ও STP-তে-
i. চাপ প্রায় একই থাকে
ii. গ্যাসের ভর ভিন্ন হয়
iii. আয়তনের পার্থক্য থাকে
একই তাপমাত্রা ও চাপে সমমোলার সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে, প্রকল্পটি
i. অ্যাভোগাড্রো প্রদান করেন
ii. কঠিন ও তরল বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য
iii. NTP-তে প্রমাণ করা যায়
কোনো গ্যাসকে STP থেকে SATP অবস্থায় রূপান্তর করলে
i. আয়তন বৃদ্ধি পায়
ii. চাপের পরিবর্তন হয়
iii. গ্যাস তরল হয়ে যায়
মোলার আয়তন নির্ভর করে -
i. চাপের উপর
ii. তাপমাত্রার উপর
iii. পদার্থের অবস্থার উপর