অম্ল ও ক্ষারক সম্পর্কিত মতবাদ-
i. আরহেনিয়াস মতবাদ
ii. পাউলিং মতবাদ
iii. লুইস মতবাদ
নিচের কোনটি সঠিক?
আরহেনিয়াস তত্ত্ব অনুসারে-
L H2SO3 এসিড
ii. NH3 ক্ষারক
iii. HI জলীয় দ্রবণ অম্লীয়
আরহেনিয়াসের তত্ত্ব অনুযায়ী-
1. AICl3 এর জলীয় দ্রবণের অম্লতা ব্যাখ্যা করা যায়
ii. OH আয়ন বিহীন অ্যামোনিয়ার ক্ষারকত্ব ব্যাখ্যা করা যায় না
iii. H+ + OH-→ H2O প্রশমন বিক্রিয়ার আণবিক প্রশমন তাপ নির্ণয় করা যায়
গাঢ় H2SO4 পানিতে ঢাললে-
i. পানি স্টিমে পরিণত হয়
ii. মিশ্রণের আয়তন বৃদ্ধি পায়
iii. চারিদিকে ছিটকে পড়ে
জলীয় দ্রবণে এসিড হতে মুক্ত H+ আয়ন স্থায়িত্ব লাভ করে-
i. H2 গঠনের মাধ্যমে
ii. H3O+ গঠনের মাধ্যমে
iii. পানির সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমে
ব্রনস্টেড-লাউরী অম্ল-ক্ষারক সম্পর্কে তাদের মতবাদ কত সালে প্রদান করেন?
অনুবন্ধী এসিড ও ক্ষারক যুগলের মধ্যে পার্থক্য কী?
কোনটি প্রোটন দান করে?
ব্রনস্টেড-লাউরী মতবাদ অনুযায়ী, নিচের কোনটি ক্ষারক?
ব্রনস্টেড-লাউরী মতবাদ অনুসারে পানির বৈশিষ্ট্য কীরূপ?
ব্রনস্টেড-লাউরীর তত্ত্ব দ্বারা নিম্নের কোন যৌগের অম্লীয় ধর্ম ব্যাখ্যা করা যায় না?
HCI + HCO3- → H2CO3 + Cl-
এই বিক্রিয়ায় HCO3 কীরূপ আচরণ করে?
CH2- COOH ক্ষারক হিসেবে কাজ করে কার উপস্থিতিতে?
OH- এর অনুবন্ধী ক্ষার কোনটি?
কোনটি HCO-3 এর অনুবন্ধী ক্ষারক?
Na2CO3 এর অনুবন্ধী এসিড কোনটি?
NO-2 আয়নের অনুবন্ধী অল্প হচ্ছে-
প্রোটন দানের উপর ভিত্তি করে অম্ল প্রধানত কত প্রকার?
নিচের কোনটি তীব্র এসিড?
NH3 ক্ষারধর্মী। কারণ এটি-
i. মুক্তজোড় ইলেকট্রন গ্রহিতা
ii. এসিডের সাথে বিক্রিয়া করে
iii. প্রোটন গ্রহিতা