কোনটি এসিডিটি কমাতে সাহায্য করে?
কোনো কারণে পাকস্থলীতে এসিডের পরিমাণ বেড়ে গেলে তাকে কি বলে?
মাখন, সয়া দুধ, বাদাম দুধ এগুলো কি ধরনের পদার্থ ?
কোনটি এসিডটি বাড়ায়?
নিরপেক্ষ দ্রবণে ক্ষার যোগ করতে থাকলে pH মানের কী রূপ পরিবর্তন ঘটে?
কোনো পদার্থ এসিড, ক্ষার না নিরপেক্ষ জানার জন্য কি ব্যবহার করা হয়?
কোনো পদার্থে কি পরিমাণ এসিড বা ক্ষার আছে তা বুঝা যায় কিসের মান থেকে?
আমাদের পাকস্থলীতে খাদ্য হজম করার জন্য দরকারি pH হলো-
pH এর মান কত এর বেশি হলে মাটির উর্বরতা নষ্ট হয়?
আমাদের ত্বকের pH কত?
প্রশমন বিক্রিয়ার পরে দ্রবণের pH এর মান কত হয়?
সকল ক্ষারক লাল লিটমাস কাগজের রং পরিবর্তন করে—
মিথাইল রেড নির্দেশকের রং-
মিথাইল রেড ক্ষারকে ধারণকৃত রং কোনটি?
কোন নির্দেশকের নির্দেশক রং বর্ণহীন?
মাটির উর্বরতা বৃদ্ধির জন্য কোনটি ব্যবহার করা হয়?
চুনাপাথরের রাসায়নিক সংকেত কোনটি?
নিচের কোনটি ক্ষারক?
গ্যাস্ট্রিকের ব্যথা বা এসিডিটির কারণে আমরা কি খাই?
যে বিক্রিয়া এসিড ও ক্ষারকের বিক্রিয়ায় লবণ ও পানি উৎপন্ন করে তাকে কি বলে?