বল-
i. বস্তুর গতির দিক পরিবর্তন করতে পারে
ii. গতিশীল বস্তুর গতি হ্রাস করতে পারে
iii. বস্তুর ভর পরিবর্তন করতে পারে
নিচের কোনটি সঠিক?
বল কী?
i. ভর ও ত্বরণের গুণফল
ii. স্কেলার রাশি
iii. এর একক নিউটন
নিউটনের ১ম সূত্র হতে ধারণা পাওয়া যায়—
i. গতি
ii. জড়তা
iii. বল
নিউটন গতি বিষয়ক তিনটি সূত্র প্রদান করতে সম্পর্ক স্থাপন করেন-
i. গতি ও জড়তা
ii. বেগ ও ত্বরণ
iii. বল ও ভর
F = ma সম্পর্কটি হলো-
i. ভর দ্বিগুণ হলে বলের মান দ্বিগুণ হবে
ii. ধ্রুব বল ত্বরণ সৃষ্টি করে
iii. বল দ্বিগুণ হলে বস্তুর ত্বরণ দ্বিগুণ হবে
ভরবেগের পরিবর্তনের হার হলো—
i. ভর × বেগের পরিবর্তনের হার
ii. ভর × দূরত্ব
iii. ভর × ত্বরণ
ক্রিয়া ও প্রতিক্রিয়া বল-
i. সব সময় দুটি ভিন্ন বস্তুর ওপর ক্রিয়া করে
ii. পরস্পর বিপরীত ক্রিয়া করে
iii. সব সময় সমান থাকে
মহাকর্ষ বল-
i. দুর্বল বল
ii. বিকর্ষণ বল
iii. আকর্ষণধর্মী
মাধ্যাকর্ষণ বলের জন্য—
i. পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘোরে
ii. চাঁদ সূর্যকে কেন্দ্র করে ঘোরে
iii. চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে
চুম্বক বল—
i. আকর্ষণধর্মী
ii. বিকর্ষণধর্মী
iii. নিরপেক্ষ
তড়িৎ চৌম্বকীয় বলের বৈশিষ্ট্য—
i. শুধু আকর্ষণ করে
ii. আকর্ষণ ও বিকর্ষণ দুটোই করে
iii. মাধ্যাকর্ষণ শক্তির তুলনায় অনেক শক্তিশালী
সবল নিউক্লিয় বল-
i. খুব স্বল্প পাল্লার
iii. নিউক্লিয়নগুলোকে একত্রে আবদ্ধ রাখে
শক্তিশালী নিউক্লিয় বলের ক্ষেত্রে-
1. আকর্ষণধর্মী
iii. আকর্ষণ ও বিকর্ষণধর্মী
গাড়ির টায়ারে সুতো থাকে যেন-
i. টায়ার সড়ককে ভালোভাবে আঁকড়ে ধরতে পারে
ii. ভিজা রাস্তা থেকে গাড়ি গড়িয়ে পড়ে না যায়
iii. গাড়ির গতি বৃদ্ধি পায়
ঘর্ষণ নির্ভর করে—
i. বস্তুর ভরের উপর
ii. বস্তুর গতির উপর
iii. পৃষ্ঠের প্রকৃতির উপর
অতিরিক্ত ঘর্ষণে-
i. তাপ উৎপন্ন হয়
ii. যন্ত্রের দক্ষতা বৃদ্ধি পায়
iii. পৃষ্ঠতল মসৃণ হয়
ব্রেক চাপায় সিফাত সামনের দিকে ঝুঁকে পড়ার কারণ—
i. গাড়ি সংলগ্ন দেহের অংশের গতি কমে যাওয়া
ii. গাড়ি সংলগ্ন দেহের অংশের গতি বেড়ে যাওয়া
iii. দেহের উপরের অংশের গতি পূর্বের মতো থাকতে চাওয়া