বৈদ্যুতিক দুর্ঘটনা রোধ করতে হলে -
i. ঠিক মানের ফিউজ তার ব্যবহার করতে হবে
ii. উন্নত মানের তার ব্যবহার করতে হবে
iii. কখনো আর্থ সংযোগ দেওয়া যাবে না
নিচের কোনটি সঠিক?
বৈদ্যুতিক বর্তনীতে দুর্ঘটনা এড়ানোর জন্য যে ফিউজ ব্যবহার করা হয় তা—
i. টিন ও তামার তৈরি সরু তার
ii. টিন ও সীসার তৈরি সরু তার
iii. সরু ও কম গলনাঙ্কের তার
ফিউজ তারের ক্ষেত্রে—
i. তারুটি সরু
ii. তারটি মোটা ও শক্ত
iii. তারটি টিন ও সীসার তৈরি
নিচের কোন সঠিক?
ফিউজ তার সাধারণত -
i. টিন ও সীপার একটি সংকর ধাতুর তৈরি ছোট সরু তার
ii. একটি চীনামাটির কাঠামোর ওপর দিয়ে আটকানো থাকে
iii. ৫, ১৫, ৩০ এবং ৬০- অ্যাম্পিয়ারের হয়ে থাকে
ফিউজ তারের -
i. গলনাঙ্ক কম
ii. গলনাঙ্ক বেশি
iii. মধ্য দিয়ে অতিরিক্ত তড়িৎ প্রবাহিত হলে এটি গলে যায়
কত অ্যাম্পিয়ারের ফিউজ তার ব্যবহারে টেলিভিশনের ক্ষতি হতে পারে?
i. ৫ অ্যাম্পিয়ার
ii. ১০ অ্যাম্পিয়ার
iii. ২০ অ্যাম্পিয়ার
টিভির জন্য ফিউজে অ্যাম্পিয়ারের দুইটি তার ব্যবহার করলে–
i. ফিউজ তার বারবার পুড়ে যাবে
ii. ফিউজের মান বেড়ে যাবে
iii. টিভি নষ্ট হয়ে যেতে পারে
উক্ত বেডরুমে ইলেকট্রিক কেটলি ব্যবহার করলে –
i. সুইচ অন করলে ফিউজের তার গলে যাবে
ii. টিউবলাইট ও ফ্যান নষ্ট হয়ে যাবে
iii. বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটার সম্ভবনা আছে
নতুন ফিউজে সুইচ অন করলে–
i. বৈদ্যুতিক দুর্ঘটনা এড়ানো যাবে
iii. ফিউজটি গলে যাবে না
ব্যবহৃত সরু তারটি—
i. সংকর ধাতুর তৈরি
ii. কম গলনাঙ্কের
iii. বর্তনীতে সমান্তরাল সংযোগে যুক্ত করতে হয়
বাল্বটি ও ফ্যানটি সিরিজে সংযোগ দিলে—
i. বিদ্যুৎ প্রবাহ কমে যাবে
ii. দুটির মধ্য দিয়ে একই তড়িৎ প্রবাহিত হবে
iii. বাল্বটি নষ্ট হয়ে গেলেও ফ্যানটি ঘুরবে
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii