স্কুলপড়ুয়া ছেলেটি মমতাদিকে কোথায় পাকড়াও করল?
'মমতাদি' গল্পে কাকে স্কুলপড়ুয়া ছেলেটির ভালো লেগেছিল?
মমতাদি গল্পে স্কুলপড়ুয়া ছেলেটি কী করতে রাস্ত হয়ে উঠেছিল?
'বার বার তোর দিকে এমন করে তাকাচ্ছিল'-
‘দীর্ঘদিন পর চাকরি পেয়ে সুমনের খুশির আর সীমা নেই— সুমনের সাথে মিল রয়েছে কোন চরিত্রের?
' কাজগুলিকে সে আপনার করে নিল'— এখানে মমতাদি চরিত্রের কোন দিকটি প্রকাশ পেয়েছে?
মমতাদির মিষ্টি খেতে বারণ করার মধ্যে কী ফুটে উঠেছিল?
মমতাদির গালে কিসের দাগ পড়েছিল?
মমতাদি কীভাবে আনমনা ও গম্ভীর হয়ে গেল?
ছেলেটি কেন বলল যে, মমতাদি মিথ্যা বলছে?
স্কুলপড়ুয়া ছেলেটি মমতাদির গেটের কাছে পাকড়াও করেছিল মমতাদিকে ?
কারো কাছে যা পাই না, তুমি তা দেবে কেন?”- বাক্যটিতে কী প্রকাশ পেয়েছে?
স্কুলপড়ুয়া ছেলেটি কী নিয়ে বেণি পাকানোর চেষ্টা আরম্ভ করল?
হরির লুট' শব্দটি 'মমতাদি' গল্পে কী অর্থে ব্যবহৃত হয়েছে?
স্বামীর চাকরি হওয়ার পরেও মমতাদির কাজ করার কারণ কী ?
'মমতাদি' গল্পের সাতাশ নম্বরের বাড়িটা কয় তলা ?
মমতাদি স্কুলপড়ুয়া ছেলেটিকে শোবার ঘরে নিয়ে গিয়ে কোথায় বসতে দিল?
মমতাদির পাঁচ বছরের ছেলেটি সারা রাত ঘুমায়নি কেন?
মমতাদির ঘরে কিসের দীনতা ছিল?
'তুমি এবার বাড়ি যাও ভাই। তোমার খিদে পেয়েছে। মমতাদির এই উক্তিতে প্রকাশ পায়-