আত্মসম্মান বোধ ফুটে উঠেছে মমতাদির কোন কথায়?
'সবাই যদি তোমার মত ভালোবাসত' বাক্যটিতে প্রকাশ পেয়েছে মমতাদির-
মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন?
আশাতীত বেতন দেওয়ায় মমতাদি কীভাবে কৃতজ্ঞতা প্রকাশ করলেন?
লেখকের মুখে 'বামুনদি' ডাকটি শুনে মমতাদি হাসি বন্ধ করছ কেন?
মমতাদির কোন দিকটি দেখে বাড়ির সকলে খুশি হলেন?
মমতাদি স্বামীর চাকরি সংক্রান্ত মিথ্যা কথা বলেছিলেন কেন?
'তুমি মিথ্যা বলছ দিদি'- 'মমতাদি' গল্পে এ উক্তিটি কার?
'মমতাদি' গল্পে স্কুলপড়ুয়া ছেলেটির কাছে জীবনময়ের গলিটা কেমন ছিল?
আগাগোড়া দড়ির ব্যান্ডেজের জোরে কোনোমতে দাঁড়িয়ে আছে কী?
ছোট মেয়ে লিজা গৃহকর্মী পারুলকে ছাড়া এক মুহূর্তও থাকতে চায় না। পারুল একটু চোখের আড়াল হলেই সে কান্না শুরু করে দেয়। পারুল তাকে অত্যন্ত আদর করে। উদ্দীপকের 'লিজার' সাথে 'মমতাদি' গল্পের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে?
মানিক বন্দ্যোপাধ্যায় মাত্র একুশ বছর বয়সে কোন উপন্যাস রচনা করেন?
কোন গ্রন্থ থেকে “মমতাদি' গল্পটি সংকলন করা হয়েছে?
মমতাদির কোন কথার ভর্ৎসনা নয়, আবেদন প্রকাশ পেয়েছে?
মমতাদির নিঃসংকোচ আবেদন' বলতে কী বোঝানো হয়েছে?
রুনু মধ্যবিত্ত ঘরের মেয়ে। পড়াশুনায়ও ভালো। কিন্তু হঠাৎ তার বাবা সড়ক দুর্ঘটনায় দুটি পা হারায়। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির এ অবস্থায় গোটা পরিবার পথে বসার উপক্রম। তাই রুনু সবকিছু ভেবেই পড়ালেখার ফাঁকে কাজ করে অন্যের বাড়িতে উদ্দীপকের রুনুর সাথে 'মমতাদি' গল্পের কোন চরিত্রের মিল রয়েছে।
আমায় ছাড়বেন না। আমার কাজ কি ভালো হচ্ছে না।' উক্তিটিতে প্রকাশ পেয়েছে মমতাদির-
i. সংশয়ii. আনুগত্যiii. দায়িত্ববোধ
নিচের কোনটি সঠিক?
'মমতাদি' গল্পে মমতাদি চরিত্রে প্রকাশ পেয়েছে—i. আত্মমর্যাদাবোধii. দায়িত্বশীলতাiii. স্নেহবাৎসল্য
‘তোমার কষ্ট দূর হয়েছে তাতে আমরাও সুখী’ - মায়ের এ উক্তিতে ফুটে উঠেছে-
i. মমতাদিকে সম্মানিত করাii. মমতাদিকে নিজের লোক মনে করাiii. মমতাদির কাজের প্রতি সন্তুষ্ট থাকা
বাড়িতে সেদিন কুটুম এসেছিল । কুটুম মানে কী?