বিবি খাদিজার অন্যতম পরিচয়-
হযরত মুহম্মদ (স.)-এর সহধর্মিণী-
রাহী-পথিকের সেবা করাই যাদের ব্রত-
ছাগীদুগ্ধ দিয়ে কে হযরত মুহম্মদ (স.)-এর তৃষ্ণা দূর করেন কি ?
হযরত মুহম্মদ (স.)-এর রূপলাবণ্য-
'তিনি দীর্ঘ নন, খর্ব নন, কৃশ নন'- এ তিনি কে?
“বড় সুন্দর, বড় মনোহর সেই অপরূপ রূপের অধিকারী” – হযরত মুহম্মদ (স.)-এর লাবণ্যের বর্ণনা দিতে গিয়ে কে একথা বলেছিলেন?
“সত্যের নিবিড় সাধনায় তাঁহার চরিত্র মধুময় হইয়া উঠিয়াছিল”- এখানে ‘মধুময়' অর্থে কোনটি সমর্থনযোগ্য?
মহানবি হযরত মুহম্মদ (স.) পাপীদের ভালোবাসতেন, কারণ তারা—
আঘাতে জর্জরিত হযরত মুহম্মদ (স.) কাদের জন্য ক্ষমা প্রার্থনা করেছিলেন?
চরম অপমানিত, উপহসিত, অবহেলিত হয়েও হযরতের মুখ দিয়ে কী উচ্চারিত হয়নি?
মহানবি হযরত (স.)-এর বক্তৃতার মাঝখানে প্রশ্ন করে কে বাধার সৃষ্টি করেছিল?
“দেশের রাজা, মানুষের রাজা হইয়া স্বেচ্ছায় দারিদ্র্যের কণ্টক মুকুট মাথায় পরিলেন।” কে কণ্টক মুকুট পারলেন?
“তাই তাঁহার গৃহে সকল সময় অন্ন জুটিত না, নিশার অন্ধকারে প্রদীপ জ্বালিবার মতো তৈলটুকুও সময় সময় মিলিত না।” অংশটুকু কোন গল্প বা প্রবন্ধ থেকে গৃহীত হয়েছে?
সত্যের নিবিড় সাধনায় হযরতের চরিত্র হয়ে উঠেছিল-
মদিনায় হিজরতের পথে হযরত মুহম্মদ কার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন?
সাধারণ শুষ্ক মাংস কার নিত্যদিনের আহার্য ছিল?
হযরতের মৃত্যুর পর বহু হাদিস উদ্ধৃত করেন কে?
'মুসাফির' শব্দের অর্থ কোনটি?
'রুধির ধারা' শব্দের অর্থ কী?