'দৈন্য যদি আসে আসুক, লজ্জা কিবা তাহে মাথা উঁচু রাখিস'-এ কথার প্রতিফলন দেখা যায় কোন চরিত্রের মধ্যে?
আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোতে বিস্মৃতির অতল গর্ভে তলিয়ে যাচ্ছে কোনটি?
'সে আপনাকে আপনি দেখিতেছে, ভাবিতেছে, প্রশ্ন করিতেছে এবং বুঝিতে পারিতেছে না।'-এর কারণ কী?
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে 'সালেহ আহমেদ' ছদ্ম নামে কে খবর পড়তেন?
"রুখে দিচ্ছে শত্রুর গতি। বুকের ভেতর ধরে রেখেছে মুক্তিযুদ্ধ।" উক্তিটিতে প্রকাশ পেয়েছে বুধার-
i. বীরত্ব
ii. সাহস
iii. মুক্তির আকাঙ্ক্ষা
নিচের কোনটি সঠিক?
'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতায় কপালে কব্জিতে লালসালু বেঁধে কে ছুটে এসেছিল?
করুণ কেরানি
উলঙ্গ কৃষক
শিশু পাতা-কুড়ানিরা
লোহার শ্রমিক
"মা যদি বলতেন খোকা উঠে আয়- তবে পরদিন থেকে সে আর আসত না" মমতাদির না আসার কারণ হতে পারত-
i. চক্ষুলজ্জা
ii. অপমানিত বোধ করা
iii. আত্মসম্মানবোধ
কতসালে সূর্যাস্ত আইন প্রণীত হয়?
'সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন'-'বঙ্গবাণী' কবিতায় 'সেই বাক্য' বলতে কী বোঝানো হয়েছে?
"দিনের মেঘে ধান, রাতের মেঘে বান।"—কথাটির সাথে সাদৃশ্যপূর্ণ 'পল্লিসাহিত্য' প্রবন্ধের কোন উপাদান?
অধর রায় গাছের দাম কয় টাকা আনতে বলে?
"মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না।"- এখানে মনের দাবি বলতে কী বোঝানো হয়েছে?
'জুতা আবিষ্কার' কবিতায় 'রন্ধ্র' শব্দের অর্থ কী?
আমাদের কত আনা শক্তি উপেক্ষিত ব্যক্তিদের ওপর নির্ভর করে?
'সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি'-চরণে কবি- মনের যে ভাব প্রকাশ পেয়েছে-
i. অভিমান
ii. তিরস্কার
iii. ধিক্কার
'নিয়তি' গল্পে মহারাজার কী দেখে মুগ্ধ হতে হয়?
সাহিত্যের কোন শাখা সর্বাধিক পঠিত?
'চির উন্নত মম শির'-চরণটি 'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতার কোন ভাবকে ধারণ করে?
'ঝরনার গান' কবিতায় কোন পাখি চাঁদের আলো পান করে তৃপ্ত হয়?
'তায়েফ' সৌদি আরবের কোন অঞ্চলের উর্বর প্রদেশ?